শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২
এ জেড ভূঁইয়া আনাস
প্রকাশ : ১৬ মে ২০২৪, ০৩:০৭ এএম
আপডেট : ১৬ মে ২০২৪, ০৮:৩১ এএম
প্রিন্ট সংস্করণ

আমানত কমলেও ঋণ বাড়ছে ইসলামী ব্যাংকগুলোর

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য
আমানত কমলেও ঋণ বাড়ছে ইসলামী ব্যাংকগুলোর

ঋণ কেলেঙ্কারি, তারল্য সংকটসহ নানা কারণে দেশের ইসলামী ধারার ব্যাংকগুলোর ওপর আস্থার সংকট তৈরি হয়েছে। এতে ব্যাংকগুলো থেকে আমানত তুলে নিচ্ছেন গ্রাহকরা। তবে আমানত তুলে নেওয়া হলেও বাংলাদেশ ব্যাংকের বিশেষ ধার সুবিধা থেকে অর্থ নিয়ে ঋণ বিতরণ অব্যাহত রেখেছে ব্যাংকগুলো। বেসরকারি খাতের প্রবৃদ্ধি অব্যাহত রাখতে ধার নিয়ে ঋণ দিচ্ছে ব্যাংকগুলো। গত বছরের ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানত কমেছে ৮ হাজার ৮৩২ কোটি টাকা। একই সময় ব্যাংকগুলো বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে ৩ হাজার ৬৪২ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের মাসভিত্তিক ইসলামী ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স স্ট্যাটিস্টিক্স প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত ডিসেম্বরে ইসলামী ধারার ব্যাংকগুলোয় আমানত ছিল ৩ লাখ ৮৪ হাজার ১৩৬ কোটি টাকার। জানুয়ারিতে এ অঙ্ক কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৫ হাজার ৩০৪ কোটি টাকা। অর্থাৎ মাসের ব্যবধানে আমানত কমেছে ৮ হাজার ৮৩২ কোটি টাকা। অথচ একই সময়ে এসব ব্যাংকের বিনিয়োগ বেড়েছে ৩ হাজার ৬৪২ কোটি টাকা। গত ডিসেম্বরে ব্যাংকগুলোর ঋণ ছিল ৪ লাখ ৪৫ হাজার ৪৩০ কোটি টাকার। জানুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৪৯ হাজার ৭৩ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, ইসলামী ব্যাংকগুলোর আমানত কমলেও প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামী ব্যাংকিং শাখাগুলোতে আমানত বেড়েছে ২ হাজার ১৫৩ কোটি টাকা। ডিসেম্বরে প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামী ব্যাংকিং শাখাগুলোতে আমানত ছিল ২১ হাজার ১১৮ কোটি টাকা। জানুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ২৭০ কোটি টাকা। কিন্তু একই সময়ে এসব ব্যাংকের ইসলামী ব্যাংকিং উইন্ডোগুলোতে আমানত কমেছে ১ হাজার ৮১৬ কোটি টাকা।

তথ্য বলছে, সবমিলিয়ে গত জানুয়ারি শেষে ব্যাংক খাতে ইসলামী ধারার ব্যাংকিংয়ে মোট আমানতের পরিমাণ ৪ লাখ ১৩ হাজার ৯৬৯ কোটি টাকা। আগের মাস ডিসেম্বরে ছিল ৪ লাখ ২২ হাজার ৪৬৪ কোটি টাকা। অর্থাৎ মাসের ব্যবধানে ইসলামী ধারার ব্যাংকিংয়ে আমানত কমেছে ৮ হাজার ৪৯৫ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের এ আমানতের হিসাবে গরমিল দেখা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের দুই প্রতিবেদন অনুযায়ী, ইসলামী ধারার ব্যাংকিং আমানতে গরমিল ২০ হাজার ৯৩৯ কোটি টাকা।

এদিকে আমানত কমলেও প্রতিনিয়তই বিনিয়োগ বাড়ছে ইসলামী ধারার ব্যাংকগুলোর। গত ডিসেম্বরে ইসলামী ধারার ব্যাংকগুলোর মোট বিনিয়োগের পরিমাণ ছিল ৪ লাখ ৪৫ হাজার ৪৩০ কোটি টাকা। জানুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৪৯ হাজার ৭৩ কোটি টাকা। সে হিসেবে বিনিয়োগ বেড়েছে ৩ হাজার ৬৪২ কোটি টাকা। আর প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামী ব্যাংকিং শাখা ও উইন্ডো মিলিয়ে হিসাব করলে মাসের ব্যবধানে বিনিয়োগ বেড়েছে ৪ হাজার ৮৬৯ কোটি টাকা। গত ডিসেম্বরে ইসলামী ধারার ব্যাংকিংয়ের মোট ঋণের পরিমাণ ছিল ৪ লাখ ৭৭ হাজার ৪৫৬ কোটি টাকা। জানুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮২ হাজার ৩২৫ কোটি টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এককভাবে সরকার গঠন করবে বিএনপি : এমরান চৌধুরী

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে রংপুর অচল করে দিতে বাধ্য হবো’

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না : লায়ন ফারুক

ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

বৃহত্তর মিরপুরে সম্মিলিত খতমে নবুওয়ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত

দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই : টুকু

গোলটেবিল বৈঠকে বক্তারা / বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

মা-মেয়েকে গলা কেটে হত্যা

রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠক

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

১০

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

১১

পচা চাল ক্রয়, বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর

১২

শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দি

১৩

পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন আইসক্রিম বিক্রেতা রফিকুল

১৪

গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা তারেক রহমানের অঙ্গীকার : সাঈদ

১৫

চাকসু নির্বাচনের প্রচারে এগিয়ে ছাত্রদলের প্যানেল

১৬

জনপ্রশাসনের এপিডি এরফানুল হককে বদলি

১৭

কর্ণফুলীর তীরে নতুন আশা

১৮

চাকসু নির্বাচনে আরও তিন প্যানেলের ইশতেহার ঘোষণা

১৯

সিলেট বিমানবন্দরে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু, থানায় মামলা

২০
X