এ জেড ভূঁইয়া আনাস
প্রকাশ : ১৬ মে ২০২৪, ০৩:০৭ এএম
আপডেট : ১৬ মে ২০২৪, ০৮:৩১ এএম
প্রিন্ট সংস্করণ

আমানত কমলেও ঋণ বাড়ছে ইসলামী ব্যাংকগুলোর

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য
আমানত কমলেও ঋণ বাড়ছে ইসলামী ব্যাংকগুলোর

ঋণ কেলেঙ্কারি, তারল্য সংকটসহ নানা কারণে দেশের ইসলামী ধারার ব্যাংকগুলোর ওপর আস্থার সংকট তৈরি হয়েছে। এতে ব্যাংকগুলো থেকে আমানত তুলে নিচ্ছেন গ্রাহকরা। তবে আমানত তুলে নেওয়া হলেও বাংলাদেশ ব্যাংকের বিশেষ ধার সুবিধা থেকে অর্থ নিয়ে ঋণ বিতরণ অব্যাহত রেখেছে ব্যাংকগুলো। বেসরকারি খাতের প্রবৃদ্ধি অব্যাহত রাখতে ধার নিয়ে ঋণ দিচ্ছে ব্যাংকগুলো। গত বছরের ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানত কমেছে ৮ হাজার ৮৩২ কোটি টাকা। একই সময় ব্যাংকগুলো বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে ৩ হাজার ৬৪২ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের মাসভিত্তিক ইসলামী ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স স্ট্যাটিস্টিক্স প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত ডিসেম্বরে ইসলামী ধারার ব্যাংকগুলোয় আমানত ছিল ৩ লাখ ৮৪ হাজার ১৩৬ কোটি টাকার। জানুয়ারিতে এ অঙ্ক কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৫ হাজার ৩০৪ কোটি টাকা। অর্থাৎ মাসের ব্যবধানে আমানত কমেছে ৮ হাজার ৮৩২ কোটি টাকা। অথচ একই সময়ে এসব ব্যাংকের বিনিয়োগ বেড়েছে ৩ হাজার ৬৪২ কোটি টাকা। গত ডিসেম্বরে ব্যাংকগুলোর ঋণ ছিল ৪ লাখ ৪৫ হাজার ৪৩০ কোটি টাকার। জানুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৪৯ হাজার ৭৩ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, ইসলামী ব্যাংকগুলোর আমানত কমলেও প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামী ব্যাংকিং শাখাগুলোতে আমানত বেড়েছে ২ হাজার ১৫৩ কোটি টাকা। ডিসেম্বরে প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামী ব্যাংকিং শাখাগুলোতে আমানত ছিল ২১ হাজার ১১৮ কোটি টাকা। জানুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ২৭০ কোটি টাকা। কিন্তু একই সময়ে এসব ব্যাংকের ইসলামী ব্যাংকিং উইন্ডোগুলোতে আমানত কমেছে ১ হাজার ৮১৬ কোটি টাকা।

তথ্য বলছে, সবমিলিয়ে গত জানুয়ারি শেষে ব্যাংক খাতে ইসলামী ধারার ব্যাংকিংয়ে মোট আমানতের পরিমাণ ৪ লাখ ১৩ হাজার ৯৬৯ কোটি টাকা। আগের মাস ডিসেম্বরে ছিল ৪ লাখ ২২ হাজার ৪৬৪ কোটি টাকা। অর্থাৎ মাসের ব্যবধানে ইসলামী ধারার ব্যাংকিংয়ে আমানত কমেছে ৮ হাজার ৪৯৫ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের এ আমানতের হিসাবে গরমিল দেখা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের দুই প্রতিবেদন অনুযায়ী, ইসলামী ধারার ব্যাংকিং আমানতে গরমিল ২০ হাজার ৯৩৯ কোটি টাকা।

এদিকে আমানত কমলেও প্রতিনিয়তই বিনিয়োগ বাড়ছে ইসলামী ধারার ব্যাংকগুলোর। গত ডিসেম্বরে ইসলামী ধারার ব্যাংকগুলোর মোট বিনিয়োগের পরিমাণ ছিল ৪ লাখ ৪৫ হাজার ৪৩০ কোটি টাকা। জানুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৪৯ হাজার ৭৩ কোটি টাকা। সে হিসেবে বিনিয়োগ বেড়েছে ৩ হাজার ৬৪২ কোটি টাকা। আর প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামী ব্যাংকিং শাখা ও উইন্ডো মিলিয়ে হিসাব করলে মাসের ব্যবধানে বিনিয়োগ বেড়েছে ৪ হাজার ৮৬৯ কোটি টাকা। গত ডিসেম্বরে ইসলামী ধারার ব্যাংকিংয়ের মোট ঋণের পরিমাণ ছিল ৪ লাখ ৭৭ হাজার ৪৫৬ কোটি টাকা। জানুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮২ হাজার ৩২৫ কোটি টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে জাল টাকার কারখানার সন্ধান, আটক ৩

ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত অন্তত ৫০

বাংলাদেশ বিশ্বকাপে না থাকায় যা বললেন ডি ভিলিয়ার্স

জেএসডির ৬৩ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

পোস্টাল ব্যালট বাতিলে নতুন নির্দেশনা ইসির

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা 

ঘরে সহজেই যেভাবে ‘বান্নি ইয়ার ক্যাকটাস’ লাগাবেন ও যত্ন নেবেন

বাংলাদেশি ক্রিকেটারদের জন্য আমাদের খারাপ লাগছে : ট্রুডি লিন্ডব্লেড

‘তোর ভাইকে মাথায় গুলি করিয়ে মেরেছি, তোকে মারতে আমি যাব’

বিশ্বকাপ বয়কটের কোনো পরিকল্পনা নেই ডাচদের

১০

৯ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১১

১১৫ বছরে প্রথমবার দলিল ব্যবস্থায় বড় পরিবর্তন

১২

ডাকসু ইস্যুতে সেই নেতার বিরুদ্ধে জামায়াতের অ্যাকশন

১৩

চট্টগ্রাম-২ আসনে হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সারোয়ার

১৪

বাংলাদেশকে বাদ দেওয়ায় আইসিসির ওপর ক্ষোভ ঝাড়লেন পাক কিংবদন্তি

১৫

লাগাতার বিতর্কে আলোচনার তুঙ্গে ডাকসু নেতা সর্বমিত্র

১৬

বিশ্বকাপে সুযোগ পেয়েও বিপত্তিতে পড়েছে স্কটল্যান্ড

১৭

চিনি ছাড়া কফি কি স্বাস্থ্যকর, জানাচ্ছেন বিশেষজ্ঞ

১৮

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

১৯

চাকরি দিচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

২০
X