ইসরায়েলের বিচার বিভাগে সংস্কার আনতে দেশটির পার্লামেন্টে একটি বিতর্কিত বিল পাস হয়েছে। সরকারের এ পদক্ষেপের বিরুদ্ধে কয়েক মাস ধরে বিক্ষোভ করছেন ইসরায়েলিরা। এর মধ্যে সোমবার পার্লামেন্টে পাস হওয়ার মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হলো। খবর আলজাজিরার এত দিন সরকার গৃহীত কোনো পদক্ষেপকে অযৌক্তিক মনে করলে তা বাতিল করতে পারতেন ইসরায়েলের সুপ্রিম কোর্ট। কিন্তু নতুন এ আইনের কারণে সুপ্রিম কোর্টের আর সে ক্ষমতা থাকবে না। ইসরায়েলের বিচার বিভাগের ক্ষমতা কমাতে নেতানিয়াহু সরকার বেশকিছু সংস্কার পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে একাধিক বিল পার্লামেন্টে তুলেছে সরকার। গতকাল এ-সংক্রান্ত প্রথম কোনো বিল পার্লামেন্টে পাস হলো। ইসরায়েলের বিচার বিভাগের ক্ষমতা কমাতে সরকারের এমন পদক্ষেপের বিরুদ্ধে ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ বড় বড় শহরে কয়েক মাস ধরে ব্যাপক বিক্ষোভ চলছে। দেশটির ইতিহাসে এত বড় বিক্ষোভ কখনোই হয়নি।
মন্তব্য করুন