যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এফ/এ-হর্নেট যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাইলট নিহত হয়েছেন। ক্যালিফোর্নিয়া রাজ্যের সান দিয়েগোতে স্থানীয় সময় গত বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। সিএনএন জানায়, বিমান বিধ্বস্তের পর ঘটনাস্থলে উদ্ধারকারী দলকে পাঠানো হয়। দুর্ঘটনাস্থল যুক্তরাষ্ট্রের সরকার এবং মেরিন কর্পসের মিরামার স্টেশনের মধ্যে অবস্থিত। নর্থ ক্যারোলিনার চেরিপয়েন্টে অবস্থিত সেকেন্ড এয়ার মেরিন এয়ারক্রাফট এবং মেরিন কর্পস এয়ার স্টেশন এক বিবৃতিতে জানায়, ভারাক্রান্ত মন নিয়ে এই মেরিন সেনার পরিবারের প্রতি এমন কঠিন সময়ে আমরা সমবেদনা জানাচ্ছি। তবে এখন ওই পাইলটের পরিচয় প্রকাশ করা হবে না।
মন্তব্য করুন