বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৮:১১ এএম
প্রিন্ট সংস্করণ

পুতিনকে প্রণোদনা নাকি হুমকি দেবেন ট্রাম্প

আজ আলাস্কায় শীর্ষ সম্মেলন
পুতিনকে প্রণোদনা নাকি হুমকি দেবেন ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আজ শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করিজ শহরে এ শীর্ষ সম্মেলন হবে। এতে পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করার প্ররোচনা হিসেবে বিরল খনিজের সুবিধা দেওয়ার প্রস্তাব দেবেন ট্রাম্প। বহুল প্রতীক্ষিত বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট আরও কিছু অর্থনৈতিক প্রণোদনা দেওয়ার পরিকল্পনা নিয়ে বসবেন। যদিও ট্রাম্প আগে হুমকি দিয়েছেন দিয়েছেন যে, এতে কাজ না হলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে তাকে। তবে বৈঠক থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আসবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

সিএনএন বলছে, অ্যাঙ্করিজের একটি সামরিক ঘাঁটিতে বৈঠকটি হবে। গার্ডিয়ান বলছে, প্রথমে ট্রাম্প-পুতিন দুজন একক বৈঠক করবেন। পরে কর্মকর্তাসহ শীর্ষ বৈঠক হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, ট্রাম্পের এ প্রস্তাবে আলাস্কার প্রাকৃতিক সম্পদ রাশিয়ার জন্য উন্মুক্ত করা এবং রাশিয়ার বিমানশিল্পের ওপর কিছু মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়াও অন্তর্ভুক্ত থাকতে পারে। এমনকি, বর্তমানে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনীয় অঞ্চলের বিরল খনিজ পুতিনের দেশের জন্য উন্মুক্ত করা।

জানা গেছে, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে প্রস্তুত করছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বেসেন্ট ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাপ্তির জন্য রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র কী ধরনের অর্থনৈতিক চুক্তি করতে পারে, তা যাচাই করছেন।

এর আগে, গত বুধবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যদি পুতিন শুক্রবারের বৈঠকে যুদ্ধ শেষ করতে সম্মত না হন, সে ক্ষেত্রে তার দেশকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্রের নেতা আরও জানান, বৈঠকের পর তিনি পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিতীয় বৈঠকের পরিকল্পনা করছেন। ট্রাম্প এ বিষয়ে বলেন, ‘যদি প্রথম বৈঠকটি ঠিকঠাক হয়, আমরা দ্রুতই দ্বিতীয়টি করব। আমি চাই প্রায় সঙ্গে সঙ্গে এটি হোক এবং যদি তারা চায়, আমি সেখানে থাকব।’

ট্রাম্প এর আগে জেলেনস্কি ও অন্যান্য ইউরোপীয় নেতার সঙ্গে ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে অংশ নেন। এ বৈঠকে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্ৎস। আলোচনার পর জেলেনস্কি জানান, ট্রাম্প ইউক্রেনের জন্য নিরাপত্তা গ্যারান্টির সমর্থন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নিরাপত্তা গ্যারান্টি থাকা উচিত। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি এটি সমর্থন করেন এবং যুক্তরাষ্ট্র অংশগ্রহণের জন্য প্রস্তুত।’ এদিকে আলাস্কা সম্মেলন নিয়ে উদ্বিগ্ন ইউক্রেনীয়রা। তারা এতে সমর্থন দিলেও এই দুই নেতাকে নিয়ে সতর্ক।

গত কয়েক মাসে ওয়াশিংটন নিরাপত্তা গ্যারান্টি অর্থাৎ, কোনো শান্তি চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের নিশ্চয়তা ইউক্রেনের জন্য মেনে নেওয়া থেকে বিরত ছিল। এটি কিয়েভের একটি মূল দাবি।

এদিকে, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি এমন একটি শান্তিরক্ষা বাহিনী গঠনের কাজ করছে, যাতে আমেরিকার সরাসরি অংশগ্রহণ না থাকলেও বিমান সহায়তা বা সমর্থন দেওয়ার আশা ছিল। তবে বুধবারের আলোচনার পর কিয়ার স্টারমার জানিয়েছেন, তার ‘সর্বসম্মত জোট’ শান্তি চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে যুদ্ধবিরতি বাস্তবায়নে প্রস্তুত।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘পরিকল্পনাগুলো এখন এমন এক রূপে প্রস্তুত, যা যুদ্ধবিরতির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।’ তিনি আরও বলেন, ‘ইউক্রেনের জন্য নিরাপত্তা গ্যারান্টি নিশ্চিতে বাস্তব অগ্রগতি হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প প্রশাসনের সঙ্গে তারেক রহমানের বৈঠক

একজন খালেদা জিয়া ছিলেন বলেই সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল : রিজভী

উত্তরায় আগুনের ঘটনায় জামায়াতে আমিরের স্ট্যাটাস 

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে বহিষ্কার

মাছ ধরার জালে উঠে এলো ব্যাগভর্তি ককটেল

নতুন অধিনায়কের নাম ঘোষণা

বিএনপির এক নেতাকে শোকজ

জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন : প্রেস সচিব

রাজধানীতে বেড়েছে মুরগির দাম, সবজি বাজারের খবর কী 

ইরানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা

১০

র‌্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার

১১

নিঃশব্দে বিদায় নিলেন একসময়ের মিস ক্যালকাটা

১২

‘এইচআইভি’তে আক্রান্ত দিশা পাটানির প্রেমিক

১৩

আলোচিত পাশাতেই আস্থা ১১ দলীয় জোটের

১৪

তিন জেলায় শৈত্যপ্রবাহ, শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস  

১৫

উত্তরায় বাড়িতে আগুন, নিহত বেড়ে ৬

১৬

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত

১৭

আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি যুক্তরাষ্ট্রের

১৮

একচল্লিশে পা দিলেন সিদ্ধার্থ 

১৯

রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি ৮২ শিক্ষার্থী

২০
X