কুয়াকাটা সমুদ্রসৈকত দৈর্ঘ্য—১৮ কিমি।
কক্সবাজার সৈকতের দৈর্ঘ্য—১৫৫ কিমি।
সেন্টমার্টিন দ্বীপের আয়তন—১২ বর্গকিলোমিটার।
ভোলা জেলার পুরোনো নাম—শাহবাজপুর।
ময়নামতির পুরোনো নাম—রোহিতগিরি।
আড়িয়াল বিল কোথায় অবস্থিত—মুন্সীগঞ্জে।
টাঙ্গুয়ার হাওর—সুনামগঞ্জে।
হাকালুকি হাওর—মৌলভীবাজারে।
মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন—বিচারপতি আবু সাঈদ চৌধুরী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস—১৫ অক্টোবর।
বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক—EPZ—উত্তরা EPZ (নীলফামারী)।
বাংলাদেশের পাট গবেষণা বোর্ড—মানিকগঞ্জ।
আন্তর্জাতিক পাট সংস্থার সদর দপ্তর—ঢাকার ফার্মগেটে।
বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে—২০০০ সালে।
বাংলাদেশের প্রথম কৃষি শুমারি হয়—১৯৭৭ সালে।
পীট মাটি পাওয়া যায়—ফরিদপুরে।
মুক্তিযুদ্ধের সময় বান্দরবান ও রাঙামাটি জেলা ছিল—১ নম্বর সেক্টরে।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে বীরবিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা—ইউ কে চিং।
সবচেয়ে বেশি গম উৎপন্ন হয়—ঠাকুরগাঁওয়ে।
গম গবেষণা ইনস্টিটিউট—দিনাজপুরে।
বাংলাদেশে বাণিজ্যিক ভিত্তিতে প্রথম চা চাষ শুরু হয়—১৮৫৭ সালে।
অংশু শব্দের সমার্থক শব্দ—কিরণ, জ্যোতি, দ্যুতি, প্রভা, আভা, বিভা, দীপ্তি।
বাংলাদেশের সর্বপশ্চিমের স্থান—মনাকষা।
ছয় দফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল—২৩ ফেব্রুয়ারি, ১৯৬৬ সালে।
বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়—৩ মার্চ, ১৯৭১ সালে পল্টন ময়দানে।
ডিজিটাল বাংলাদেশ দিবস—১২ ডিসেম্বর।
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রথম কোন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের।
মেট্রোরেলের লোগোর ডিজাইনার—আলী আহসান নিশান।
স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা—ব্যারিস্টার এম আমীর উল ইসলাম।
মন্তব্য করুন