আজ ১২ ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী। কবির প্রয়াণ দিবস উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম, দোয়া মাহফিল, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এর মধ্যে আজ ২৭ আগস্ট সকাল ৮টায় কবির সমাধিতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। সোমবার সেমিনারে আলোচক হিসেবে থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারেক রেজা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত পরিবেশনা ও প্রামাণ্যচিত্রের প্রদর্শনী হবে।
খবর : জিহাদুজ্জামান জিসান, ছবি : নওসাদ আল সাইম
মন্তব্য করুন