গাজী ফারহাদ, সাতক্ষীরা
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ জুন ২০২৫, ০৭:২১ এএম
প্রিন্ট সংস্করণ

রোগীকে বলা হচ্ছে সাপ্লাই নেই টাকা দিলেই মিলছে ওষুধ

সাতক্ষীরা মেডিকেল হাসপাতাল
রোগীকে বলা হচ্ছে সাপ্লাই নেই টাকা দিলেই মিলছে ওষুধ

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের যেন ভোগান্তির শেষ নেই। হাসপাতালে টাকা ছাড়া সব ধরনের সরকারি ওষুধ না পাওয়া, পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রাইভেট ক্লিনিকে পাঠানো, কমিশন বাণিজ্য, হুইলচেয়ার বাণিজ্যসহ নানা অনিয়মের চিত্র দেখা গেছে। এসব কারণে সঠিক চিকিৎসা পাওয়া নিয়ে বিপাকে রয়েছেন রোগীরা। প্রথমে সাপ্লাই নেই বলে রোগীকে ওষুধ না দেওয়া এবং পরে টাকার বিনিময়ে ওষুধ বিক্রি করার অভিযোগ পেয়ে মঙ্গলবার রাত দেড়টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে এসব অভিযোগ পাওয়া যায়।

এদিকে, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে সেনাবাহিনীর একটি দল। এ সময় তারা সরকারি ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রোগীকে দেওয়ার অভিযোগে মেডিসিন বিভাগের ওয়ার্ড বয় হরষিতকে জিজ্ঞাসাবাদ করেন।

হরষিতের কাছ থেকে সরকারি ওষুধ কিনে বিপাকে পড়া সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার মোহাম্মদ আলী বলেন, ঈদের পরদিন আমার স্ত্রীকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করেছি। ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে হাসপাতালে যোগাযোগ করলে তারা বলে এই ওষুধ বর্তমানে সাপ্লাই নেই, আপনি বাইরে থেকে নিয়ে আসেন। আমি প্রথম থেকেই সব ওষুধ বাইরে থেকে নিয়ে আসছি।

তিনি বলেন, হঠাৎ এখানে দায়িত্বপ্রাপ্ত এক ওয়ার্ডবয় আমাকে বলল, চাচা এই ওষুধটা বাইরে থেকে কত টাকা করে কিনছেন? আমি বললাম ৮৫০ টাকা। সে বলল, আমার কাছে ওষুধ আছে, প্রতি পিস ৫০০ টাকা করে দিলে এই ওষুধ পাবেন। আমি তার কাছ থেকে ওষুধ নিয়েছি। ওষুধগুলো সরকারি।

তিনি বলেন, চারটা ওষুধ আমার স্ত্রীর শরীরে পুশ করলে সে জ্বালা যন্ত্রণা অনুভব করে। একপর্যায়ে জ্বর আসে। এক সময় আমার এক আত্মীয় সেগুলো দেখে আমাকে জানায়, ওষুধগুলো মেয়াদোত্তীর্ণ।

সেনাসদস্যদের উপস্থিতিতে ওষুধ বিক্রির কথা স্বীকার করে মেডিসিন বিভাগের ওয়ার্ডবয় হরষিত বলেন, আমি ছয়-সাত মাস আগে হাসপাতালের ডাস্টবিন থেকে কয়েকটি ওষুধ কুড়িয়ে পাই। সুযোগ বুঝে এখন ওষুধগুলো বিক্রি করেছি।

এদিকে, হরষিতের কাছ থেকে ক্রয় করা ছয়টি ওষুধের অবশিষ্ট দুটি ওষুধে দেখা গেছে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে মেয়াদোত্তীর্ণ হয়েছে। অর্থাৎ চার মাস আগে থেকেই ওষুধ দুটি মেয়াদোত্তীর্ণ।

অন্যদিকে, হাসপাতালের সরকারি ওষুধ ডাস্টবিন থেকে পাওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল বলেন, আমরা এসব বিষয় নিয়ে বিভিন্ন সময় মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে মিটিং করেছি। হাসপাতালে ডাক্তাররা ঠিকমতো ডিউটি না করা, গাড়ির গ্যারেজে অতিরিক্ত টাকা আদায়সহ বিভিন্ন বিষয়ে আমরা প্রতিবাদ করেছি। ওষুধ থাকবে হাসপাতালে স্টোরে। যেখান থেকে সুষ্ঠুভাবে রোগীর হাতে পৌঁছাবে। সেই ওষুধ কীভাবে ওয়ার্ডবয়ের মাধ্যমে বিক্রি হলো, এটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। শুধু ওষুধ বিক্রি নয়, হাসপাতালের ওয়ার্ডবয় থেকে শুরু করে ডাক্তারদের বিরুদ্ধে রয়েছে নানান ধরনের অভিযোগ।

তালা উপজেলার জাতপুর এলাকা থেকে আসা রবিউল ইসলাম বলেন, আমরা গরিব মানুষ, আমাদের আর্থিক অবস্থা ভালো না। পরিবারে কেউ অসুস্থ হলে সরকারি হাসপাতালে নিয়ে আসি। কিন্তু এখানে এসে পড়তে হয় বিপাকে। দায়িত্বপ্রাপ্ত ডাক্তার প্রেশার মাপাসহ কোনো কিছু পরীক্ষা করতে বললেই দিতে হয় টাকা।

আরেক রোগীর স্বজন সাইফুল ইসলাম বলেন, আমার আম্মা স্ট্রোকের রোগী। প্রথমে এসে জরুরি বিভাগে কথা বললে তারা তিন তলার মেডিসিন বিভাগে যেতে বলে। এ সময় আমরা হাসপাতালে হুইলচেয়ার ও লিফট ব্যবহার করে তিন তলায় আসি। হুইলচেয়ার ব্যবহার করে আমার আম্মাকে তিনতলায় আসামাত্রই হুইলচেয়ার বাবদ এক ওয়ার্ডবয় আমাদের কাছ থেকে টাকা নেয়। এরপর প্রেশার আর ডায়াবেটিস পরীক্ষা করার সময় আবার টাকা নেয়।

আব্দুল গফুর নামে একজন বলেন, টাকা ছাড়া এখানে কোনো কাজই হয় না। রোগীর যদি কোনো পরীক্ষা করতে হয়, টাকা দিতে হয়। এরপর হুইলচেয়ারে যদি টয়লেটে নিয়ে যাওয়া হয়, তাহলে ১০০ টাকা করে দিতে হয়। টাকা নিয়েই যদি সব কাজ করে, তাহলে এটি সরকারি হাসপাতাল হলো কীভাবে? প্রশ্ন এই রোগীর স্বজনের।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরতে খোদা বলেন, ওষুধ বিক্রির বিষয়টি আমার জানা নেই। আপনারা রোগীর লোককে একটু বলেন একটা অভিযোগ দিতে। তাহলে এই কাজ যে করেছে, তাকে আউট করে দেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএল কাঁপাতে আসছেন দুই সুন্দরী, কারা তারা

নখ কাটার ছোট পিনের তিনটি গুরুত্বপূর্ণ কাজ

এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা, কে কোন আসনে

আজ বাংলা একাডেমিতে শুরু হচ্ছে ‘বিজয় বইমেলা’

প্রতীক না ব্যক্তি, কী দেখে ভোট দেবেন মানুষ, জানা গেল জরিপে

নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন অনলাইনেই

আজ পদত্যাগ কর‍তে পারেন দুই ছাত্র উপদেষ্টাই

তৃতীয় অ্যাশেজের জন্য দল ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়ার

শাকিব ছাড়া লগ্নি করতে চায় না কেউ, এটা সুসংবাদ নয়: অপু বিশ্বাস

কিস্তির টাকা না পেয়ে হাঁস নিয়ে গেল এনজিও কর্মী

১০

কত শতাংশ মানুষ নির্বাচনে আ.লীগকে চান না, জানা গেল জরিপে

১১

প্রথমবারের মতো বিপিএল মাতাতে আসছেন স্মিথ

১২

দেশের বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৩

কড়া নিরাপত্তায় আল-আকসা মসজিদে ইসরায়েলিদের অনুপ্রবেশ

১৪

দামেস্কের সামরিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

১৫

বিগ ব্যাশ: রিশাদের ম্যাচ কবে কখন, সতীর্থ কারা

১৬

মেয়ের ভুয়া ফেসবুক প্রোফাইল নিয়ে কড়া বার্তা ঐশ্বরিয়ার

১৭

বিলের জলে লোকসংস্কৃতির ঢেউ 

১৮

১৩৬ কোটি টাকার জমি দান করলেন ‘অর্জুন রেড্ডি’র দাদি

১৯

স্কুল ভর্তির লটারি বৃহস্পতিবার, ফল জানবেন যেভাবে

২০
X