টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০২:৩২ এএম
প্রিন্ট সংস্করণ
বাসচাপায় শিক্ষার্থী নিহত

টঙ্গীতে মহাসড়ক অবরোধ

টঙ্গীতে মহাসড়ক অবরোধ

শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় গাজীপুরের টঙ্গীতে পূর্ব ঘোষণা অনুযায়ী নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও অবরোধ করেছে শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার উপজেলার হোসেন মার্কেট এলাকায় বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুহাদ মাহমুদ ফাহিম নিহত হন। এ ঘটনার জেরে গতকাল রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজগেট এলাকায় সড়কের উভয় পাশে মানববন্ধন করেছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী। এদিকে একই স্থানে রোববার সকালে বাসচাপায় নিহত হন একটি বেসরকারি কোম্পানির নারী বিক্রয় কর্মকর্তা। এ ছাড়া মানববন্ধনে অংশ নিতে আশা আলিফ (১৪) নামে এক স্কুলশিক্ষার্থী বাসের ধাক্কায় আহত হন। পরে তাকে উদ্ধার করে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। মানববন্ধনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশের সড়কে যান চলাচলে ধীরগতি দেখা দেয় । পরে সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে যানবাহনের সারি প্রায় এক কিলোমিটার দীর্ঘ হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা চারটি দাবি জানায়। দাবিগুলো হলো—টঙ্গীর চেরাগআলী, কলেজগেট, হোসেন মার্কেট ও বড়বাড়ি এলাকায় স্পিড ব্রেকার (গতিরোধক) দিতে হবে, চেরাগআলী, কলেজগেট, হোসেন মার্কেট এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণ করতে হবে, ব্রিজ হওয়ার আগে ট্রাফিক ব্যবস্থা জোরদার করতে হবে, স্পিড ব্রেকার (গতিরোধক) নির্মাণের কাজ শেষ না হওয়া পর্যন্ত বিআরটি প্রকল্পের মাঝের লেন বন্ধ করতে হবে। মানববন্ধনে অংশ নিয়ে শফিউদ্দিন সরকার একাডেমির শিক্ষার্থী আফসানা বিনতে মারিন বলেন, গত বৃহস্পতিবার বাসচাপায় তিতুমীর কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। প্রায়ই এই স্থানে কোনো না কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হচ্ছে। আমরা চার দফা জানিয়ে মানববন্ধন করছি। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন বলেন, বিআরটি প্রকল্পের হাউস বিল্ডিং থেকে কলেজগেট পর্যন্ত এলিভেটেড ফ্লাইওভার সম্প্রতি চালু হয়েছে, যার ল্যান্ডিং হয়েছে কলেজগেট এলাকায়। এখানে গাড়ির চাপ সবসময় বেশি থাকে। ফলে এখান দিয়ে পথচারী পারাপারের যে সুযোগ, তা সংকুচিত হয়েছে। সেজন্য আমরা ফুট ওভারব্রিজ চালুর কথা বলেছি অনেক আগে থেকেই। বিআরটি কর্তৃপক্ষ এখানে স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং করবে বলে জানিয়েছে। ফুট ওভারব্রিজসহ এসব কিছু চালু হলে এই এলাকার সড়ক পারাপার শতভাগ নিরাপদ হবে। বিষয়টি আমরা শিক্ষার্থীদের বোঝাতে সক্ষম হয়েছি, আমরা তাদের দাবির ব্যাপারে আন্তরিক। দু-এক দিনের মধ্যে তাদের দাবি পূরণ করা হবে—এমন আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেয়। উল্লেখ্য, শিক্ষার্থী ফাহিমের মৃত্যুর প্রতিবাদে গত শুক্রবার বিকেলে সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করে শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইক্রোবাস চালককে ছুরিকাঘাতে হত্যা

আজ থেকে নতুন দামে যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

রোড টু ২৬: ব্রাজিলের প্রতিপক্ষ কারা, কবে কখন ম্যাচ

আলোচিত সেই মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

সোমালিয়ার ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন বাংলাদেশের

ইসিতে আপিল শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে

সিরিয়ার আলেপ্পো ছেড়ে যাচ্ছেন কুর্দি যোদ্ধারা

দক্ষিণ ইয়েমেনের সব বাহিনী সৌদি জোটের অধীনে

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে প্রাণ গেল বাংলাদেশি কিশোরীর

আর্জেন্টিনার বিশ্বকাপ দল প্রস্তুত, মেসিকে নিয়ে যা জানালেন কোচ

১০

খুলনায় আবারও যুবককে গুলি করে হত্যা

১১

গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে দ্বিতীয় পর্বের ভোট চলছে

১২

পরিত্যক্ত খামার থেকে রাশিদুলের মাথার খুলি ও হাড় উদ্ধার

১৩

ঘরের বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

১৪

আগুনে পুড়ল ৬ ঘর

১৫

আ.লীগ নেতা এখন জামায়াত ইসলামীর ওয়ার্ড আমির

১৬

অবশেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন মার্টিন

১৭

ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর

১৮

বাংলাদেশের দেয়া চিঠির জবাব কবে দিচ্ছে আইসিসি, জানাল বিসিবি

১৯

বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

২০
X