চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদীতে গোসলে নেমে মোহাম্মদ রিফাত (১৩) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার গোলাপের হাটে এ ঘটনা ঘটে। রিফাত চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহমেদ জানান, সকালে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে মহানন্দা নদীতে গোসল করতে নেমেছিল রিফাত। এক পর্যায়ে সে তলিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবরি দল বিকেল সাড়ে ৩টার দিকে রিফাতের মরদেহ উদ্ধার করে।
মন্তব্য করুন