কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০২:৪৭ এএম
আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৮:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ

দুর্নীতির ধারণা সূচক করতে চায় বিবিএস, আপত্তি মন্ত্রীসহ অনেকের

দুর্নীতির ধারণা সূচক করতে চায় বিবিএস, আপত্তি মন্ত্রীসহ অনেকের

অর্থনীতি, কৃষি ও সামাজিক বিভিন্ন সূচকের মতো সরকারিভাবে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করতে চায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। নাগরিকরা সরকারি সেবা পেতে কী ধরনের দুর্নীতির মুখোমুখি হয়, তা জানতে জরিপ পরিচালনা করতে চায় সরকারের এ প্রতিষ্ঠানটি। তবে এতে আপত্তি জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান, পরিকল্পনামন্ত্রীসহ সংশ্লিষ্টরা।

গতকাল বৃহস্পতিবার শেরেবাংলা নগরীর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় পরিসংখ্যান উপদেষ্টা পরিষদের সভায় জরিপের কথা জানায় বিবিএস। তবে পরিষদের সভায় বিষয়টি উপস্থাপন করা হলে এনবিআর চেয়ারম্যান ও বিআইডিএসের মহাপরিচালক দুর্নীতির শব্দটিতে আপত্তি জানিয়ে তা বদলানোর পরামর্শ দেন।

সভায় জানানো হয়, সরকারের গত মেয়াদে জাতীয় পরিসংখ্যান উপদেষ্টা পরিষদের শেষ সভায় সিদ্ধান্ত হয়েছিল সুশাসন নিশ্চিত করতে নাগরিকদের ওপর জরিপ পরিচালনা করবে বিবিএস এবং তার ভিত্তিতে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করা হবে। সেই সভার সিদ্ধান্তগুলো বাস্তবায়নের চিত্র তুলে ধরেন বিবিএসের কর্মকর্তারা। বিবিএস জানায়, বিবিএসের অন্য জরিপের মতো করেই এটা করা হবে। এটার জন্য একটি প্রশ্নপত্র থাকবে। এর আগে একটি প্রিটেস্ট হবে। তারপর জরিপ পরিচালনা করা হবে। তবে এ নিয়ে আপত্তি তোলা হয়।

সভায় এ বিষয়ে আপত্তি জানিয়ে এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম বলেন, ‘আমি একটি সরকারি প্রতিষ্ঠান, আমি দেখতে চাচ্ছি অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে কোথায় দুর্নীতি বা হয়রানি হচ্ছে, কীভাবে হচ্ছে। নিজেরা নিজেরাই এটা দেখতে চাচ্ছি, আইডেন্টিফাই করতে চাচ্ছি। এটি খুবই সেনসেটিভ কাজ।’ তিনি বলেন ‘এটা করতে পারি, তবে দুর্নীতি শব্দের পরিবর্তে অন্য একটি শব্দ ব্যবহার করা যেতে পারে।’

বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা-বিআইডিএসের মহাপরিচালক বিনায়েক সেন মনে করেন, সরকারের বিরোধী পক্ষ এর সুযোগ নিতে পারে। পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম বলেন, বিষয়টি খুব সেনসেটিভ। দুর্নীতির সম্পর্কে ঢালাওভাবে কথা বললে সমস্যা আছে। আমি বুঝতে পারছি না এই সার্ভেতে কী পাবে। আমার জানা নেই। তিনি বলেন এ ধরনের কোনো রিপোর্ট আমার চোখে পড়েনি।

এ বিষয়ে অর্থনীতিবিদসহ সংশ্লিষ্ট বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের জরিপে উঠে এসেছে যে, আমাদের সব প্রতিষ্ঠানে দুর্নীতি আছে। সেবা দিচ্ছে না এবং সেবার বিনিময়ে টাকা নিচ্ছে। সরকার মনে করছে সরকারের কাছে যেসব তথ্য দেওয়া হয় সেটি সরকারকে হেয় বা ছোট করার জন্য করা হচ্ছে। এটি ঠিক নয়। তবে বিবিএস মানদণ্ড বজায় রাখবে, এটি আমরা প্রত্যাশা করব, যাতে এ ধরনের জরিপ কোনো প্রশ্নবিদ্ধ হতে না পারে। জরিপ করার মতো সক্ষমতা বিবিএসের রয়েছে বলে আমরা আশা করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার আমিনুলের

মানুষের অধিকার ও সেবার অঙ্গীকার করে রবিনের নির্বাচনী প্রচারণার শুরু

বাকি জীবন আপনাদের সঙ্গে থাকতে চাই : মিন্টু

মৌলভীবাজারে জনসমাবেশের উদ্দেশ্য তারেক রহমান

৩৩ যাত্রী নিয়ে উল্টে গেল বাস

পাকিস্তানি গণমাধ্যমের দাবি / বাংলাদেশ না গেলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে

জনগণের সরকার গঠনের অঙ্গীকারে গণসংযোগ শুরু ইশরাকের

তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত মৌলভীবাজার

জোট নেতাদের সঙ্গে নিয়ে ভোটের মাঠে মঞ্জু

নির্বাচনের আগেই একটি দল ঠকাচ্ছে : তারেক রহমান

১০

আমরা না থাকলে সবাই জার্মান ভাষায় কথা বলত: ট্রাম্প

১১

পুরো আসরজুড়ে ব্যর্থ মিরাজের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন সিলেট কোচ

১২

অফিসে রাগ নিয়ন্ত্রণে রাখুন সহজ কিছু উপায়

১৩

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী তারিকুল

১৪

সিলেটে বিএনপির জনসভায় অসুস্থ হয়ে পড়েছেন ৪ নেতাকর্মী

১৫

উন্নয়নের নামে জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার হয়েছে : তারেক রহমান

১৬

হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনী প্রচার শুরু

১৭

বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের কড়া সমালোচনা সাবেক ভারতীয় তারকার

১৮

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / রোগী দেখার পাশাপাশি গণভোটের প্রচারে চিকিৎসকরা

১৯

জুলাই যোদ্ধার কবর জিয়ারতের মাধ্যমে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু

২০
X