

হবিগঞ্জে চলমান প্রাথমিক শিক্ষকদের শাটডাউনে প্রধান শিক্ষক ও দপ্তরি শিক্ষার্থীদের বার্ষিকী পারীক্ষা নেওয়া হচ্ছে। তবে কিছু বিদ্যালয়ে শিক্ষার্থীদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষকরা। এতে করে চরম বিপাকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) দুপুরে শহরের স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় স্কুলের ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক জলি হালদার ও স্কুলের দপ্তরি আবদুল কাদির ক্লাসে শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছেন আর সহকারী শিক্ষকরা বারান্দায় বসে আড্ডা দিচ্ছেন।
স্কুলের দপ্তরি আব্দুল কাদির জানান, প্রধান শিক্ষিকার অনুরোধে তিনি ক্লাসে গিয়ে পরীক্ষায় সহযোগিতা করছেন। যাতে করে কমলমতি শিক্ষার্থীদের কোনো ধরনের পরীক্ষায় সমস্যা না হয়।
স্কুলের ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক জলি হালদার জানান, স্কুলে প্রায় ৩৫০ শিক্ষার্থী রয়েছে। একার পক্ষে সব ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নেওয়া কঠিন হয়ে যায়। যে কারণে স্কুলের দপ্তরি দিয়ে পরীক্ষা নিচ্ছেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে পরীক্ষা শেষ করা হচ্ছে। ইতিমধ্যে ৪টি পরীক্ষা শেষ হয়েছে বলেও তিনি জানান।
মন্তব্য করুন