কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০৮:২১ এএম
প্রিন্ট সংস্করণ
গোয়েন্দা তথ্য

নেতাকর্মীদের জামাকাপড় আনতে বলেছে বিএনপি

বিএনপির লোগো।
বিএনপির লোগো।

বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল নেতাদের কাছে বার্তা ছিল—ঢাকায় আসার সময়ে অতিরিক্ত জামাকাপড় নিয়ে আসতে হবে। সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে পুরোনো চাদরও। ঢাকায় মহাসমাবেশ ঘিরে জেলা ও উপজেলার নেতাদের গোপনে এই নির্দেশনা দেওয়া হয়। এমন নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। এরপরই পুরো পরিস্থিতি নিয়ে গতকাল বুধবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা করণীয় ঠিক করতে দফায় দফায় বৈঠক করেন। পুলিশ ও গোয়েন্দা সূত্রে মিলেছে এসব তথ্য।

গোয়েন্দা সূত্রগুলো বলছে, বিএনপির এমন বার্তায় সন্দেহ সৃষ্টি হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করছে, অতিরিক্ত জামাকাপড় ও চাদর নিয়ে ঢাকায় এসে বিএনপি নেতাকর্মীরা দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক দখলে নিয়ে দীর্ঘ অবস্থান নিতে পারে। এমনটি করলে জনভোগান্তির সৃষ্টি হবে। অবনতি হতে পারে আইনশৃঙ্খলা পরিস্থিতিও। এমন অবস্থায় কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপরই রাজধানী ও আশপাশের জেলাগুলোতে ধরপাকড় শুরু হয়। সড়কে চেকপোস্ট বসিয়ে এবং বিভিন্ন আবাসিক হোটেল ও সন্দেহজনক এলাকায় তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়।

পুলিশ সূত্র বলছে, বিএনপির মহাসমাবেশ নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ইতিবাচক ছিল। দলটিকে কর্মসূচি পালনের অনুমতি দেওয়ার বিষয়ে চিন্তাও চলছিল। তবে ওই গোয়েন্দা তথ্যের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোভাব পাল্টে যায়। শেষ পর্যন্ত বিএনপির চাহিদা অনুযায়ী রাজধানীর নয়াপল্টনে দলটির কার্যালয়ের সামনে বা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের অনুমতি মেলেনি।

অবশ্য ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, কর্মদিবসে জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিএনপিকে নয়াপল্টনের সড়কে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

গতকাল বুধবার দুপুরে তিনি বলেন, বিএনপি আবেদন করলেও তাদের অনুমতি দেওয়া হয়নি। ওয়ার্কিং ডেতে নয়াপল্টনে সমাবেশ করতে দেওয়া সম্ভব নয়। সোহরাওয়ার্দী উদ্যানেও ওয়ার্কিং ডেতে সভা-সমাবেশের বিষয়ে হাইকোর্টের একটা অবজারবেশন রয়েছে। সেখানেও অনুমতি দেওয়া যায়নি। তিনি জানান, বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, বিএনপির মহাসমাবেশ নিয়ে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে পাঠানো গোয়েন্দা প্রতিবেদন বিশ্লেষণ করা হয়েছে। তাতে মনে হয়েছে, আজকের সমাবেশ ঘিরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিচ্ছিন্নভাবে বিএনপির অনেক নেতাকর্মী ঢাকায় চলে এসেছেন। তারা আত্মীয়-স্বজনের বাড়ি ও আবাসিক হোটেলগুলোতে উঠেছেন। কর্মসূচিতে যোগ দিতে এসে কেউ যাতে নাশকতা করতে না পারে, সে বিষয়ে স্থানীয় থানা পুলিশকে সতর্ক করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা কালবেলাকে বলেন, বিএনপি বা যে কোনো দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে সর্বাত্মক সহায়তা দেওয়ার মনোভাব রয়েছে পুলিশের। কিন্তু নয়াপল্টন বা রাজধানীর কোনো সড়ক দখল করে দীর্ঘ সময় ধরে বসে পরার মতো কোনো কার্যক্রম হতে দেওয়া হবে না। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে নাশকতা বা ভোগান্তির চেষ্টা করলে তা নস্যাৎ করার মতো শক্তি ও অভিজ্ঞতা পুলিশের রয়েছে। সে প্রস্তুতিও নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে, বিএনপি মূলত মহাসমাবেশের নামে ২০১৩ সালের ৫ মে হেফাজতের মতো ঢাকার কোনো গুরুত্বপূর্ণ সড়ক দখলে নিয়ে কর্মসূচি দীর্ঘস্থায়ী করতে চাচ্ছে বলে তথ্য রয়েছে। এরপরই মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নড়েচড়ে বসে। নয়াপল্টন ঘিরে নজরদারি বাড়ানো হয়। গতকাল দিনভরই নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। আশপাশের আবাসিক হোটেল, ঢাকার প্রবেশ পথে যানবাহন তল্লাশি করা হয়েছে। রাজধানীর আশপাশের জেলা পুলিশকেও সতর্ক করা হয়।

পুলিশের সাইবার ইউনিটগুলোর কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বিএনপির মহাসমাবেশ ঘিরে সাইবার টহলও জোরদার করা হয়েছে। তারা সাইবার স্পেসে টহল দিতে গিয়ে নানা ধরনের সন্দেহজনক তথ্য পাচ্ছেন। এসব তথ্য বিশ্লেষণ করে তা অপারেশনাল ইউনিটগুলোকে অবহিত করা হচ্ছে।

ঢাকাসহ সারা দেশে ধরপাকড় : বিএনপির মহাবেশ ঘিরে নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড় করা হচ্ছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ঢাকায় আসার পথে হামলার শিকার ও গ্রেপ্তার করা হচ্ছে।

এদিকে ঢাকায় পুলিশ সূত্র বলছে, মঙ্গলবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে পুরোনো মামলার আসামি ৪৩ জন। অন্য ২১ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জ থেকে কালবেলার নিজস্ব প্রতিবেদক জানান, নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৬ জনকে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, সমাবেশে নেতাকর্মীদের আটকাতে পুলিশ তাদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ভয়-ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির একজন যুগ্ম আহ্বায়ক। ওই নেতা বলেন, মহাসমাবেশকে কেন্দ্র করে অনেকের বাড়িতে গেছে পুলিশ। সমাবেশে গেলে পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ার দিয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, ওই জেলা থেকে বিএনপি-জামায়াতের ১৮ নেতাকর্মী আটক করেছে পুলিশ। ওই সময় সাতটি ককটেল উদ্ধার করা হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশকে ঘিরে পুলিশ ধরপাকড় শুরু করেছে। জেলা থেকে নেতাকর্মীরা যাতে সমাবেশস্থলে যেতে না পারেন, সেজন্য মঙ্গলবার রাত থেকে অভিযান শুরু করেছে পুলিশ। অনেকে পুলিশি ঝামেলা এড়াতে আগেই রওনা হয়েছে।

বগুড়া ব্যুরো জানায়, ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিতে অন্তত ১০ হাজার নেতাকর্মী বগুড়া থেকে ঢাকায় যাচ্ছেন। এরই মধ্যে অনেকেই পুলিশি ঝামেলা এড়াতে আগেই রওনা হয়েছেন। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাসার বলেন, ঢাকায় সমাবেশে যাতে যোগ দিতে না পারে সেজন্য পুলিশ পরিবহন বন্ধ করতে পারে—সেই শঙ্কায় আগেই নানা উপায়ে বিএনপি নেতাকর্মীরা ঢাকার পথে রওনা দিয়েছেন। সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল বলেন, কোনো কারণ ছাড়াই হয়রানি করতে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি করছে। ঢাকায় পৌঁছানোর পরও গ্রেপ্তার করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পকলা একাডেমিতে শুরু মঞ্চ ও পোশাক কর্মশালা

এবার চতুর্থ সারির ক্লাবের কাছে হেরে ম্যানইউর বিদায়

ড. মাসুদের প্রচেষ্টায় দুর্ভোগ থেকে মুক্তি পেলো ৩ ইউনিয়নের মানুষ

বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন বাংলাদেশ স্পিনার

রুমিন ফারহানার দুঃখ প্রকাশ

বৃহস্পতিবার প্রকৌশল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা

ভারতে নিষিদ্ধ অনলাইন জুয়া, বড় ধাক্কায় আইপিএল ও ভারতীয় ক্রিকেট

পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ

রাজনৈতিক দলের মতামত নিয়ে ঐকমত্য কমিশনের সভা

ডিআরইউতে মঞ্চ ৭১–এর কর্মসূচি প্রত্যাহারের দাবি

১০

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য: উপদেষ্টা

১১

কনভেনশন হলে গেরিলা বৈঠকে গ্রেপ্তার শিমুল ৪ দিনের রিমান্ডে

১২

শাহবাগে এসে ডিএমপি কমিশনারের ‘দুঃখ প্রকাশ’

১৩

ইনকিলাব সম্পাদককে লিগ্যাল নোটিশ পাঠাল ছাত্রশিবির

১৪

বিএনপি নেতাকে কোপাল যুবলীগ নেতা

১৫

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হাটহাজারী বিমানবন্দর

১৬

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

১৭

ডাকসু নির্বাচন / ১৩২ শিক্ষার্থীকে খাওয়ালেন প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা বললেন আচরণবিধি লঙ্ঘন

১৮

সাদাপাথর লুটপাট নিয়ে সিলেটে গণশুনানি

১৯

একাধিক উপকারিতা কাঠবাদামের, যাদের জন্য ক্ষতিকর

২০
X