সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় ১৫ শ্রমিক নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে র্যাব। গত শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়।
গতকাল রোববার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ কার্যালয়ে সংবাদ সম্মেলনে উইং কমান্ডার মো. মোমিনুল হক (জিডিপি) এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৭ জুন ভোরে সিলেট মহানগরের আম্বরখানা বড়বাজার থেকে পিকআপে নারীসহ প্রায় ৩০ নির্মাণ শ্রমিক কাজে যোগ দিতে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার যাচ্ছিলেন। দক্ষিণ সুরমার নাজিরবাজার পৌঁছলে মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী পণ্যবাহী ট্রাকের সঙ্গে ওই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ১১ জন। ঘটনার পরদিন ট্রাক ও পিকআপচালকের বিরুদ্ধে মামলা করা হয়। ঘটনার পর আহত অবস্থায় ট্রাকচালক মো. শফিকুল ইসলাম পালিয়ে যান।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত শনিবার সন্ধ্যায় পটুয়াখালী থেকে শফিকুলকে গ্রেপ্তার করে র্যাব। তিনি শেরপুরের সদর থানার নয়াপাড়ার মিস্টার মিয়ার ছেলে।