কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৩:২৬ এএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১১:২৮ এএম
প্রিন্ট সংস্করণ

মাঠে আছি, নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন: সেনাপ্রধানের আশ্বাস

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন
মাঠে আছি, নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন: সেনাপ্রধানের আশ্বাস

দুর্গাপূজার নিরাপত্তায় সেনাবাহিনীর সদস্যরা মাঠে আছেন। হিন্দু ধর্মাবলম্বীদের নির্ভয়ে পূজামণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল শনিবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে এসে এই অভয় দেন তিনি। দুর্গাপূজা উপলক্ষে গ্রহণ করা নিরাপত্তা ব্যবস্থা দেখতে মন্দির পরিদর্শন করেন সেনাপ্রধান।

বিকেলে সেনাপ্রধান ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা স্বাগত জানান। পরে মতবিনিময় সভায় পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে সেনাপ্রধানকে অবহিত করা হয়।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সাংবাদিকদের জানান, অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনে সবার নিরাপত্তা নিশ্চিতকল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে দেশব্যাপী জেলায় জেলায় সেনাবাহিনী মোতায়েন থেকে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতকল্পে সদা তৎপর।

পূজামণ্ডপে নির্ভয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, আমরা শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান একসঙ্গে বসবাস করছি, শান্তিতে বসবাস করছি। এ দেশে সবার অধিকার আছে, সমঅধিকার আছে। যার যার ধর্ম সে সে পালন করবে। সেজন্য যা কিছু করতে হয়, তা আমরা করব। আমরা মাঠে আছি। আপনারা নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন, পূজা করবেন, সুন্দরভাবে উদযাপন করবেন। আপনাদের ভয় পাওয়ার কারণ নেই। সারা দেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আমি বিশেষভাবে বলে দিয়েছি। আমরা একটা সুন্দর পরিবেশ চাই। সেই পরিবেশে আপনারা পর্বটা উদযাপন করবেন। সেটাই আমাদের আশা।

সেনাবাহিনী প্রধানের মন্দির পরিদর্শনকে স্বাগত এবং কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। তিনি বলেন, ৫ আগস্টের পর যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো সম্পর্কে বলেছি। সেনাপ্রধান মনোযোগ দিয়ে সেসব শুনেছেন। উনি বলেছেন, এগুলোর যেন বিচার হয়, সে ব্যাপারে উদ্যোগ নেবেন। আমরা সনাতনী সম্প্রদায়ের প্রাণের আট দফা দাবি উপস্থাপন করেছি। উনি দাবিনামার কাগজ নিয়েছেন। বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।

সন্তোষ শর্মা বলেন, সারা দেশে এ পর্যন্ত কত প্রতীমা ভাঙার ঘটনা ঘটেছে, সেগুলো জানিয়েছি। উনি নিজেই অবগত আছেন। দ্রুত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে যে উদ্যোগ চলছে, সেটার ব্যাখ্যা দিয়েছেন। তিন ওসিকে প্রত্যাহার হয়েছে, সেটাও জানানো হয়েছে। যেন পরবর্তী সময়ে আর কোনো ঘটনা না ঘটে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার জন্য বলেছেন, আমরাও বলেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের প্রতীক : কবীর ভূইয়া

দেশের মাটিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান সাকিব

মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায়

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে : বুলবুল

সময়মতো স্বাস্থ্যসেবা পাওয়া আমাদের মৌলিক অধিকার : মাসুদুজ্জামান

‎জকসু নির্বাচন / প্রার্থীদের ডোপটেস্ট আগামী ৯ ও ১০ ডিসেম্বর

ডিসেম্বরের ৬ দিনে রেমিট্যান্স এলো ৬৩ কোটি ২০ লাখ ডলার 

সালমান এফ রহমানসহ ৬ জনের ‎বিরুদ্ধে পৃথক তিন মামলা

ডা. আসিবুলের বেতন বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না : আদালত

১০

আইজিপির অপসারণ ও বিচার চাইলেন পিন্টুর স্ত্রী

১১

নিবন্ধনহীন নারী রাষ্ট্রের চোখে অদৃশ্য : নারীর অধিকার সুরক্ষায় শতভাগ নিবন্ধন জরুরি

১২

চট্টগ্রামে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে ব্যারিস্টার মীর হেলাল

১৩

কালবেলার অনুসন্ধানে ধরা হানিট্র্যাপ চক্র, আটক ২

১৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ

১৫

দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি

১৬

‘দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে’

১৭

আরএমপির ১২ থানায় ওসি পদে রদবদল

১৮

রাবির দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষ

১৯

খালেদা জিয়ার সুস্থতার জন্য আইইবিতে দোয়া মাহফিল

২০
X