শফিকুল ইসলাম
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০৩:২৫ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৮:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

নির্বাচনের রোডম্যাপে গুরুত্ব দলগুলোর

আজ ৭টি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ
নির্বাচনের রোডম্যাপে গুরুত্ব দলগুলোর

দিন যতই যাচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিও ততই বাড়ছে। ভোটাধিকার নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন দেশের রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ এবং ভোটাররা। তাদের বক্তব্য আর কথাবার্তায় জোরদার হচ্ছে নির্বাচনের দাবি। নির্বাচন কমিশন (ইসি) সংস্কারের পর কাঙ্ক্ষিত সেই নির্বাচনে দল-মত নির্বিশেষে সবার মতেরই প্রতিফলন ঘটবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। তবে নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সংলাপ করে মতামতও নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আজ শনিবার চতুর্থ ধাপে সাতটি দলের শীর্ষ নেতা ও প্রতিনিধির সঙ্গে সংলাপ করবেন ড. মুহাম্মদ ইউনূস। সংশ্লিষ্ট দলগুলোর নেতারা জানিয়েছেন, তারা মূলত নির্বাচনী রোডম্যাপের দিকেই গুরুত্ব দেবেন। নির্বাচন এবং প্রয়োজনীয় সংস্কার ইস্যুতে লিখিতভাবে প্রস্তাবনা দিতে পারে কোনো কোনো দল। এদিকে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের বিষয়েও চিন্তাভাবনা করছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। অবশ্য অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জাতীয় নির্বাচনের সময় নিয়ে ইঙ্গিত দিয়ে বলেছেন, আগামী বছরের (২০২৫) মধ্যে নির্বাচন করাটা সম্ভব হতে পারে। বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ওই অনুষ্ঠানের উপস্থাপক ও মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী জানতে চান নির্বাচন কবে হতে পারে? এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, আমার কাছে মনে হয়, আগামী বছরের মধ্যে নির্বাচন করাটা সম্ভব হতে পারে। অনেক ফ্যাক্টর রয়েছে। এটা প্রাইমারি অ্যাজাম্পসন (প্রাথমিক অনুমান)।

আজ চতুর্থ ধাপের সংলাপ: বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের বিষয়ে আজ শনিবার চতুর্থ দফায় ৭টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংলাপ চলবে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গতকাল শুক্রবার কালবেলাকে বলেন, নির্বাচনের আগে সংস্কারের ইস্যুতে এটা ধারাবাহিক সংলাপের অংশ। আজকের সংলাপে সাতটি দলের অংশ নেওয়ার কথা রয়েছে। তবে আরেকটি দল অংশ নিতে পারে অথবা নাও পারে। এ বিষয়ে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবে। এর আগে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ মজুমদার বলেছিলেন, রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া এগিয়ে নিতে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে। গত সপ্তাহে একটি সংলাপ হয়েছে। এর ধারাবাহিকতায় শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপ করবে সরকার। তিনি জানান, সংলাপের আমন্ত্রণ জানানো হয়েছে গণফোরাম, জাতীয়তাবাদী সমমনা জোট, বিজেপি, ১২ দলীয় জোট, এলডিপি, জাতীয় মুক্তি কাউন্সিলল ও লেবার পার্টিকে।

জাতীয় পার্টিকে সংলাপে ডাকার প্রশ্নে তিনি জানান, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এটা চলমান প্রক্রিয়া, পরে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সংলাপের মূল উদ্দেশ্য হচ্ছে সংস্কার কাজের অগ্রগতি সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে অবহিত করা এবং তাদের পরামর্শ নেওয়া। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারের পতন ঘটে গত ৫ আগস্ট। তারপর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। তার সরকার এরই মধ্যে দুই দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে। তবে আগের দুই দফা ও আগামীতেও ‘ফ্যাসিবাদী শাসন’ ও ‘গণহত্যায়’ অভিযুক্ত আওয়ামী লীগকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি এবং হবে না বলে আগেই সরকার জানিয়েছে।

এ ছাড়া দায়িত্ব গ্রহণের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে গত ৫ অক্টোবর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই সংলাপ শুরু হয়। পর্যায়ক্রমে জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমার বাংলাদেশ (এবি) পার্টি, গণঅধিকার পরিষদও সংলাপে অংশ নেয়। পরে প্রধান উপদেষ্টার পক্ষে সংলাপের বিষয়ে বিভিন্ন তথ্য সাংবাদিকদের অবহিত করা হয়।

সমমনা জোটের কয়েকজন নেতা গতকাল জানান, তারা লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে নির্দিষ্ট ইস্যুতে প্রস্তাবনা দেবেন। মূলত দ্রুত সংস্কার শেষে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপে নজর থাকবে তাদের। ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা গতকাল কালবেলাকে বলেন, আমরা এরই মধ্যে ১৪টি প্রস্তাবনা তুলে ধরেছি। এখন ডিসি নিয়োগে নতুন ফিট লিস্ট, প্রশাসনে ১/১১-র কুশীলবদের অপসারণ চাইব। আমরা মনে করি বর্তমান অন্তর্বর্তী সরকার কাউকে খুশি করার জন্য আসেনি। তিনটি ব্যাচের বিসিএসের নিয়োগ বাতিল চাইব।

জোরালো হচ্ছে নির্বাচনের দাবি

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে রাষ্ট্র সংস্কারে মনোযোগ দেয় অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের সঙ্গে নির্বাচন কমিশন সংস্কারে কমিশন গঠন করে দেওয়া হয়। গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার স্থায়ী রূপ দিতে এ কমিশন কাজ শুরু করেছে। প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অন্তর্বর্তী সরকারপ্রধান এরই মধ্যে জানিয়ে দিয়েছেন। ১৮ মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পাশাপাশি বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম, এবি পার্টি, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে। ভিন্ন প্রেক্ষাপটে তারাও চাইছে কাঙ্ক্ষিত নির্বাচন। সে লক্ষ্যে ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতিও সেরে নিচ্ছে দলগুলো। দেশের সাধারণ মানুষও মেতে উঠতে চায় নির্বাচন উপলক্ষে। সবারই টার্গেট জাতীয় নির্বাচন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। আমরা বিশ্বাস করি, তিনি প্রয়োজনীয় সংস্কার ঘরে একটি সুষ্ঠু নির্বাচন দেবেন। আজকে পুলিশ কাজ করছে না। আমার বাংলাদেশ (এবি) পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা অধিকার প্রতিষ্ঠার রাজনৈতিক দল গঠন করেছি। অন্তর্বর্তী সরকারকে ১৮ মাস কিংবা ২৪ মাসের মধ্যে সংস্কার কাজগুলো সম্পন্ন করার আহ্বান জানিয়েছি আমরা। দেশের মানুষ একটি সুন্দর নির্বাচন উপহার চায়। আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতারা নির্বাচনের বিষয়ে গুরুত্বারোপ করেন।

নির্বাচনের ইঙ্গিত

গত বৃহস্পতিবার চ্যানেল আইর অনুষ্ঠানে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, নির্বাচনের জন্য অনেকগুলো ধাপ রয়েছে। নতুন নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি লাগবে। সার্চ কমিটি করতে হলে পিএসসির চেয়ারম্যান লাগবে। সেটার নিয়োগ হয়েছে। নির্বাচন কমিশনের প্রথম কাজ হবে ভোটার তালিকা হালনাগাদ করা। সঠিক ভোটার তালিকা করতে হবে। নির্বাচনের জন্য এসব ধাপ চিন্তা করতে হবে। কিছুদিনের মধ্যে সার্চ কমিটি হবে বলে জানান তিনি। এরপর নির্বাচন কমিশন গঠন হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর প্রথম কাজ হবে ভোটার তালিকা হালনাগাদ করা। ফ্যাসিস্ট সরকার ২০২৪ সালের ভুয়া নির্বাচনের ভোটার তালিকা নিয়ে ব্যাপক অরাজকতা করেছিল। হয়তো ভয় ছিল, নির্বাচনে বিএনপি অংশ নিলে কী অবস্থা হবে। সুতরাং ভোটের আগে একটি সুষ্ঠু ভোটার তালিকা করতে হবে। নির্বাচন কমিশন ছাড়া এই ভোটার তালিকা তৈরির আদেশ কেউ দিতে পারে না। প্রধান উপদেষ্টার আদেশে ভোটার তালিকা হবে না। নির্বাচন কমিশনের আদেশে হবে।

এর আগে গত ১২ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে প্রথম দফায় মতবিনিময় হয়। সেদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাহ আলমের নেতৃত্বে সিপিবি, মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে গণতন্ত্র মঞ্চ, আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে বিজেপি, মুফতি সৈয়দ ফয়জুল করীমের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এএফএম সোলায়মান চৌধুরীর নেতৃত্বে এবি পার্টি, নুরুল হক নূরের নেতৃত্বে গণঅধিকার পরিষদ, হারুন চৌধুরীর নেতৃত্বে গণতান্ত্রিক বাম ঐক্য, ববি হাজ্জাজের নেতৃত্বে এনডিএম আলাদা আলাদাভাবে মতবিনিময় করেন। সর্বশেষ গত ২৯ আগস্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। তারপরই গত ৩১ আগস্ট দ্বিতীয় দফায় বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করে অন্তর্বর্তীকালীন সরকার। সেদিন বিকেল ৩টায় শুরু হওয়া সংলাপে প্রথমে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং নেজামে ইসলাম বাংলাদেশের সঙ্গে মতবিনিময় হয়। এরপর পর্যায়ক্রমে ইসলামী আন্দোলন বাংলাদেশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশ জাসদ, ১২ দলীয় জোট, গণফোরাম ও জাতীয় পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময় হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে দেখা যেতে পারে ক্রিকেটের নতুন নিয়ম

জাতীয় নির্বাচনের সময় আরও স্পষ্ট করলেন প্রেস সচিব

এবার নুরকে দেখে প্রতিক্রিয়া জানালেন শিবির সভাপতি

নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে : প্রেস সচিব

শেখ হাসিনার অত্যাচার দেশকে ধ্বংস করে দিয়েছে : এ্যানি

কুমিল্লা মহাসড়ক অবরোধ

নুরের ওপর হামলা সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ : অ্যাটর্নি জেনারেল

মোবাইলে যেভাবে দেখবেন বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ

পদত্যাগ করলেন রাহুল দ্রাবিড়

তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি মাওলানা মোশাররফ হোসেন (রহ.) আর নেই

১০

কর্তৃত্ববাদী শক্তির সহযোগীদের রক্ষার জন্য নুরের উপর পরিকল্পিত হামলা : ইউটিএল

১১

প্রান্তিক কৃষকদের উন্নয়নে কাজ করবে বিএনপি : টুকু

১২

সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

১৩

জরুরি বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

১৪

নুরের খোঁজ নিলেন ড. মঈন খান

১৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

১৬

মনখালী এখন ‘কক্সবাজারের সুইজারল্যান্ড’

১৭

স্বপ্নধরার ‘প্লট ফার্মিং’ পেল ম্যাড স্টারস-এর গ্র্যান্ড প্রিক্স 

১৮

ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো ১০ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

১৯

জানা গেল লাল টি-শার্ট পরা সেই যুবকের পরিচয়

২০
X