দায়িত্ব গ্রহণের এক মৌসুম পরই আইপিএলের দল রাজস্থান রয়্যালসের হেড কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রাবিড়ের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি।
জানা যায়, সম্প্রতি একটি গঠনমূলক পর্যালোচনার অংশ হিসেবে রাজস্থান দ্রাবিড়কে একটি বিস্তৃত ভূমিকায় কাজ করার প্রস্তাব দেয়। তবে ভারতের সাবেক অধিনায়ক এবং হেড কোচ এই প্রস্তাবে রাজি হননি।
দ্রাবিড়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাজস্থান রয়্যালস সোশ্যাল মিডিয়ায় বলেছে, ‘২০২৬ আইপিএল মৌসুমের আগে রাহুল দ্রাবিড় রাজস্থান আমাদের সঙ্গে তার চুক্তির ইতি টানছেন। তাকে ক্লাবের পক্ষ থেকে আরও বড় দায়িত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তাতে সাড়া দেননি। ক্লাবের খেলোয়াড় এবং ভক্তের পক্ষ থেকে তাকে ধন্যবাদ।’
উল্লেখ্য, দ্রাবিড় ২০২৫ আইপিএল মৌসুমের আগে রাজস্থানের প্রধান কোচ হিসেবে আবার দায়িত্বে ফেরেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের কোচের দায়িত্ব ছেড়ে দেন দ্রাবিড়। এরপরই রাজস্থানে দ্বিতীয় ইনিংস শুরু করেন দ্রাবিড়।
মন্তব্য করুন