কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০২:৫২ এএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৭:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ
প্রধান উপদেষ্টার প্রেস উইং

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত হয়নি

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত হয়নি

বাংলাদেশ ছাত্রলীগ ছাড়া এ মুহূর্তে আর কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি অন্তর্বর্তী সরকার। গতকাল সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এদিন সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ সময় উপস্থিত ছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে সরকারের কোনো উদ্যোগ আছে কি না—জানতে চাইলে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, এ বিষয়ে কোনো হালনাগাদ (আপডেট) নেই। এর আগে সংবাদ সম্মেলনে আমাদের উপদেষ্টারা বলেছেন, সরকার যথোপযুক্ত সময়ে তাকে (শেখ হাসিনা) দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে।

রাষ্ট্রপতি বিষয়ে সরকারের সর্বশেষ অবস্থান কী জানতে চাইলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব বলেন, এ বিষয়ে আমাদের উপদেষ্টামণ্ডলীর কেউ কেউ কথা বলছেন। আমাদের আগের একটি অবস্থান আছে। উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি পরামর্শ (কনসালটেশন) হবে। এই কনসালটেশনে কী সিদ্ধান্ত হয়, সেটা আপনারা (সাংবাদিক) পরবর্তী সময়ে জানবেন। সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যে আসার চেষ্টা চলছে। ঐকমত্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।

ছাত্র-জনতার আন্দোলনে উৎখাত হওয়া প্রধানমন্ত্রী পদে থাকা শেখ হাসিনার অডিও রেকর্ড ফাঁসের বিষয়েও প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিবকে প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অডিও রেকর্ডের ফরেনসিক ইনভেস্টিগেশন না দেখে আমরা বলতে পারব না। অনেক সময় হয় যে হুবহু কণ্ঠ নকল করা যায়। সেই জায়গায় এটা যে একটি বিশ্বাসযোগ্য (অথেনটিক) অডিও, সেটি বোঝা কঠিন। সেটা না হলে আমরা এ বিষয়ে বলতে পারছি না।

এর আগে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, আজকে (গতকাল) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ আরও কয়েকজন উপদেষ্টা গণভবন পরিদর্শন করেছেন। এটা প্রধান উপদেষ্টার প্রথম গণভবন পরিদর্শন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন, কীভাবে গণভবনকে জুলাই-আগস্টের হত্যাকাণ্ড বা বিপ্লব বা তার পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের স্মৃতি হিসেবে জাদুঘরে পরিণত করা যায় এবং কত দ্রুত কাজটি শেষ করা যায়। এ বিষয়ে বিশেষজ্ঞ, আর্কিটেক্ট বা প্রকৌশলীদের কথা বলার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আয়নাঘরের একটি রেপ্লিকা যাতে গণভবনে রাখা হয়, সে নির্দেশনা দেওয়া হয়েছে। আয়নাঘরে বন্দিদের কী ধরনের নির্যাতন করা হয়েছে সেটি মানুষ গণভবন পরিদর্শন করলে জানতে পারবে।

তিনি আরও বলেন, আজ (গতকাল) প্রধান উপদেষ্টা দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে দেখা করেছেন। একজন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান। তারা ব্যবসা-বাণিজ্য নিয়ে কথা বলেছেন। পাশাপাশি বাংলাদেশের তরুণ সমাজের স্কিল কীভাবে উন্নত করা যায় এবং এই স্কিল উন্নত করার ফলে দুই দেশই উপকৃত হবে, সেই আশাবাদ ব্যক্ত করেছেন। এ ছাড়া সৌদি আরবের বাদশা ও প্রিন্সের দুটি চিঠি প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিয়েছেন রাষ্ট্রদূত। এ সময় রাষ্ট্রদূত সৌদি এসা ইউসুফ এসা আল দুহাইলান বলেছেন, বাংলাদেশের স্থিতিশীলতার জন্য সৌদি আরবের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। প্রধান উপদেষ্টাও সৌদি রাষ্ট্রদূতকে বলেছেন, এটাই ‘আসল’ বাংলাদেশকে সহযোগিতা করার উপযুক্ত সময়।

আরেক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব বলেন, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আমরা দেখেছি, আমাদের রাষ্ট্রের অনেক নাগরিককে গোপন বন্দিশালায় (আয়নাঘর) রাখা হয়েছিল এবং নির্যাতন করা হয়েছিল। এ নির্যাতনের সঙ্গে অনেকে জড়িত। কারা এর সঙ্গে সুস্পষ্টভাবে জড়িত সেটি তদন্ত করার জন্য একটি কমিশন আছে। সেই কমিশন এটি তদন্ত করে দেখবে। এখানে কোনো বাহিনীকে বিশেষভাবে চিহ্নিত করা হয়নি এবং এককভাবে দায়ী করা হয়নি। এর জন্য কেউ ব্যক্তিগত বা সামষ্ঠিকভাবে দায়ী হলে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে, এ অঙ্গীকার অনেক আগেই বর্তমান সরকার জানিয়েছে। সেই আঙ্গিকেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

৫ আগস্টের পর অনেকে আয়নাঘর থেকে ছাড়া পেয়েছেন। তার পরও অনেকে এখনো গুম আছেন, অনেকের খোঁজ এখনো পরিবার পায়নি। তাদের বিষয়ে কোনো পদক্ষেপ সরকার নিয়েছে কি না— জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এ বিষয়ে যে কমিশন গঠন করা হয়েছে, তারা পুরোদমে কাজ করছে। সারা দিন—এমনকি বন্ধের দিনেও তারা কাজ করছেন। যে লোকগুলো নিখোঁজ হয়েছে বলে এতদিন আমরা জানতাম, এখন তার থেকে বেশি মানুষ নিখোঁজের তথ্য জানা যাচ্ছে। কমিশন এটি পুঙ্খানুপুঙ্খভাবে দেখছে। দেশে কতগুলো আয়নাঘর ছিল, এটা নিয়েও কাজ করছে। প্যানেল যখন পুরো প্রতিবেদন দেবে, আপনারা জানতে পারবেন।

আয়নাঘর থেকে ফিরে আসা ব্যক্তিদের পুনর্বাসনে সরকারের কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আয়নাঘরের বিষয়ে কমিশন কাজ করছে। তারা তাদের কাজ শেষ সুপারিশ দেবে। তখন সরকার সেই সুপারিশের ওপর ভিত্তি করে ব্যবস্থা নেবে।

জনপ্রশাসন সচিবের অনিয়মের বিষয়ে যে তদন্ত চলছে সেটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটার চূড়ান্ত প্রতিবেদন আমরা এখনো পাইনি। এখানে (হোয়াটসঅ্যাপে কথোপকথন) কিছু ফরেনসিক ইনভেস্টিগেশন আছে। যে সমস্ত প্রমাণের কথা আসছে, সেগুলো সত্য কি না, সেটি যাচাই করার বিষয় আছে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর আমরা আপনাদের (সাংবাদিকদের) জানাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার সঙ্গে ছবি প্রকাশ করে স্মৃতিচারণ করলেন বাঁধন 

বেতন বৃদ্ধির দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের মেহেরপুরে পৌরসভা ঘেরাও

বিশ্ব মশা দিবস / মশা দমনে সচেতনতাই আনবে কাঙ্ক্ষিত সফলতা

কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

চার্টার্ড সেক্রেটারি : ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী এক পেশা 

সিজিএসের সংলাপে বক্তারা / রাজউক দুর্নীতিমুক্ত না হলে ঢাকা বাঁচবে না

যাদের নিয়ে উমামার প্যানেল ঘোষণা

বিয়ের পর স্বাস্থ্য ও ভুঁড়ি বাড়ে কেন? যা বলছেন পুষ্টিবিদ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে ম্যাচ অফিসিয়াল হিসেবে থাকছেন যারা

ছাগল হত্যার অভিযোগে যুবক কারাগারে

১০

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে বিশাল নিয়োগ, ৮ম শ্রেণি পাসেও আবেদন

১১

ড. সরোয়ার ও আসিফ মাহতাবকে হত্যার হুমকি ইস্যুতে হেফাজতের বিবৃতি 

১২

গ্যাস সংযোগ বিচ্ছিন্নের হুমকি, গ্রাহকদের যে বার্তা দিল তিতাস

১৩

পাকিস্তানি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেলেন বাংলাদেশি চিকিৎসক

১৪

আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানিয়েছে ইরান

১৫

রহস্যময় ছবির পাশে লেখা ‘আম্মু-আব্বু আমারে মাফ করে দিও’

১৬

এবার এনবিআরের ৩ কর্মকর্তাকে বদলি

১৭

পানি উঠেছে অমিতাভ বচ্চনের বাংলোতে 

১৮

মেসের কক্ষই যেন ‘মিনি সেটেলমেন্ট অফিস’, বিছানার নিচে হাজারো খতিয়ান

১৯

ভারতে নতুন নিয়মে পদ হারাবেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, আসছে বিল

২০
X