কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০২:১০ এএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৭:০১ এএম
প্রিন্ট সংস্করণ
মরিয়া গণপূর্তের অসাধু চক্র

তেজগাঁওয়ে ১৫০ কোটি টাকার ৬০ কাঠার প্লট আত্মসাতের চেষ্টা

গণপূর্ত অধিদপ্তর। ছবি : সংগৃহীত
গণপূর্ত অধিদপ্তর। ছবি : সংগৃহীত

উচ্চ আদালতের রায়ে প্লটের নামজারি ও আমমোক্তারনামা বাতিল হয়েছে। প্লটের ওপর রয়েছে স্থগিতাদেশ। এর পরও নতুন করে এর মালিকানা হস্তান্তরের সুপারিশ করেছে গণপূর্ত অধিদপ্তরের ঢাকা গণপূর্ত বিভাগ-৩। গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো প্রতিবেদনে উচ্চ আদালতের রায়ের কথা বলা হলেও মূল বিষয়গুলো উল্লেখ করা হয়নি। অথচ বিষয়গুলো আমলে নিলে ওই শিল্প প্লটের মালিকানা হস্তান্তরের সুপারিশের কোনো সুযোগ নেই।

ঘটনাটি ঘটেছে রাজধানীর তেজগাঁওয়ের শিল্প এলাকায়। ২৬৬ নম্বরের ১৫০ কোটি টাকা মূল্যের ৬০ কাঠা আয়তনের শিল্প প্লটটির ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে এমন সুপারিশ করেছেন ঢাকা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে সাঈখ এবং তেজগাঁও গণপূর্ত উপবিভাগীয় প্রকৌশলী রাকিবুল হাসান। আর সে সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কাজে তাদের সহযোগিতা করেছেন তৎকালীন শাখা-১৪-এর দায়িত্বপ্রাপ্ত উপসচিব শাহিনুর ইসলাম। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগে কর্মরত তিনি।

উচ্চ আদালতের এ নির্দেশনা ছাড়াও ওই প্লটের মালিকানা বিষয়ে ৩টি মামলা চলমান রয়েছে। এর পরও গণপূর্ত অধিদপ্তর ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি অসাধু চক্র উচ্চ আদালতের রায় ও বিধিবিধানের তোয়াক্কা না করে একটি পক্ষকে মালিকানা হস্তান্তরে মরিয়া হয়ে উঠেছে। বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে তারা এসব করছেন বলে জানা গেছে।

জানা যায়, ২০১৭ সালের ২৫ অক্টোবর ওই প্লটের বিষয়ে রিট পিটিশন মামলার রায় ঘোষণা করেন হাইকোর্ট। আদালতের রায়ের কপি থাকার পরও মূল বিষয়গুলো প্রতিবেদনে উল্লেখ করেনি ঢাকা গণপূর্ত বিভাগ-৩। বরং সেখানে রায়ের খণ্ডিত অংশ উপস্থাপন করে বলা হয়েছে, উচ্চ আদালতের রায়ে মন্ত্রণালয়কে উভয় পক্ষের শুনানি গ্রহণ করে দুই মাসের মধ্যে সিদ্ধান্ত দিতে বলা হয়েছে। গত বছরের ৩ আগস্ট গণপূর্ত থেকে এই প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়ার পর অসাধু চক্র বিধিবিধান লঙ্ঘন করে ফাইল অনুমোদনের প্রক্রিয়া শুরু করে। ওই ফাইলের তথ্য গোপন ও জমাকৃত আদালতের কাগজপত্র সরানোর কাজে সহযোগিতা করেছেন ওই শাখার প্রশাসনিক কর্মকর্তা মনসুর আলী শাকিদার।

আরও জানা যায়, তেজগাঁও শিল্প এলাকার ২৬৬ নম্বর প্লটের দখলদার মো. জিবরান গং। সেখানে তাদের কাছ থেকে বায়নাসূত্রে মালিকরা পুরো প্লটের দখলে রয়েছেন। এর পরও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেমিপাকা ফ্যাক্টরি শেডে মেসার্স শওকত আলী অ্যান্ড ব্রাদার্সের পক্ষে নিযুক্ত আমমোক্তার মাইনুল হাসান রুম্মান এবং রাবার প্লাস্টিক তৈরির মেশিন রয়েছে। বাস্তবে যার কোনো সত্যতা নেই।

মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ৬০ বছর ধরে দখলে থাকা পক্ষ আইনের প্রতি শ্রদ্ধাশীল রয়েছে। তারা উচ্চ আদালতের মাধ্যমে জমির মালিকানার জটিলতার নিরসন করতে চাচ্ছেন। কিন্তু অন্যপক্ষ কাগজপত্র

জাল-জালিয়াতি ও মন্ত্রণালয়ের অসাধু চক্রকে ম্যানেজ করে প্লটটি আত্মসাতে মরিয়া হয়ে উঠেছে মইনুল হাসান রুম্মান গং। আর আইনি প্রক্রিয়ায় আদালতে বিচারের জন্য লড়ছে ৬০ বছর ধরে দখলে থাকা মো. জিবরান গং।

মইনুল হাসান রুম্মান বলেন, এখন আমি ব্যস্ত আছি। আপনাদের অফিসে এসে দেখা করব। কিন্তু এরপর তিনি আর অফিসে এসে দেখা করেননি, ফোনও রিসিভ করেননি।

দখলদার মো. জিবরান বলেন, আমরা আইনি লড়াইয়ে আছি। উচ্চ আদালতের মাধ্যমে মালিকানার বিষয়টি সুরাহা করতে চেষ্টা করছি। কিন্তু একটি অসাধু চক্র গণপূর্ত অধিদপ্তর ও মন্ত্রণালয়ে প্রভাব বিস্তার করছে। তারা উচ্চ আদালতের রায় ও বিচারাধীন মামলাকে আমলে নিচ্ছেন না।

তথ্যানুসন্ধানে জানা যায়, গত ২৫ জুন আইনি লড়াইয়ে থাকা জিবরান গংয়ের পক্ষ থেকে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এর পরও অসাধু চক্র নানা যুক্তি দেখিয়ে জাল-জালিয়াত চক্রের পক্ষে সাফাই গাইছে। বিষয়টির যৌক্তিক এবং আইনগত সমাধান দিতে বদ্ধপরিকর মন্ত্রণালয়ের সচিব ও প্রতিমন্ত্রী। এ ক্ষেত্রে গণপূর্ত অধিদপ্তরের উচ্চ আদালতের আদেশ অমান্য করে দেওয়া একপেশে প্রতিবেদনকে শক্ত দলিল হিসেবে উপস্থাপন করছে অসাধু চক্র। আর মন্ত্রণালয়ও সেটাকে গুরুত্ব দিচ্ছে।

ঢাকা গণপূর্ত বিভাগ-৩-এর নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে সাঈখ কালবেলাকে বলেন, প্রতিবেদনটি প্রস্তুত করেছেন তেজগাঁওয়ের দায়িত্বপ্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলী মো. রাকিবুল হাসান (এখন সচিবালয় গণপূর্ত বিভাগের দায়িত্বে রয়েছেন)। আমি শুধু স্বাক্ষর করেছি। মালিকানা হস্তান্তরের বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এভাবে দেওয়াটা যৌক্তিক হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে বলেন, এত কিছু মনে নেই। আর্থিক লেনদেনের বিনিময়ে এমনটি করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কারও পক্ষে প্রতিবেদন দিই না। কোনো কারণে ভুল হলে মন্ত্রণালয়ের নির্দেশ পেলে তা সংশোধনেরও সুযোগ রয়েছে।

একই বিষয়ে গণপূর্তের তেজগাঁওয়ের তৎকালীন উপবিভাগীয় প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ঘটনাটি প্রায় এক বছর আগের। প্রতিবেদনে কী লিখেছি; সেটিও ভুলে গেছি। উচ্চ আদালতের রায় অমান্যের বিষয়ে তিনি মনে করতে পারছেন না বলে জানান। আর্থিক লেনদেনের বিনিময়ে এমনটি করা হয়েছে এমন অভিযোগের জবাবে বলেন, এসব কথার কোনো ভিত্তি নেই। যা ঘটনা, প্রতিবেদনে সেটা তুলে ধরেছি।

গণপূর্ত মন্ত্রণালয়ের শাখা-১৪-এর তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপসচিব মো. শাহিনুর ইসলাম একপেশে প্রতিবেদন প্রণয়নে মন্ত্রণালয় থেকে নেতৃত্ব দিয়েছেন। অভিযোগ প্রসঙ্গে জানতে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ফাইলের তথ্য গোপন ও জমাকৃত আদালতের কাগজপত্র সরানোর কাজে সহযোগিতাকারী ওই শাখার প্রশাসনিক কর্মকর্তা মনসুর আলী শাকিদার বলেন, কোনো ভুল হলে অনিচ্ছাকৃতভাবে হয়ে থাকতে পারে। এমন কিছু হয়ে থাকলে সংক্ষুব্ধরা সংশোধনের আবেদন করতে পারেন। সেটা ফের বিবেচনার জন্য উপস্থাপন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ নিয়ে মিলল বড় সুখবর

টানা ৫ দিন বৃষ্টির আভাস, সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

এই ৩ পানীয় খেলেই ত্বকে দ্রুত পড়বে বার্ধক্যের ছাপ

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে ১৩ ভারতীয় ক্রিকেটারের নাম নিবন্ধন

শতকোটি টাকার সরকারি জমি সাড়ে ৫ লাখে হাতবদল

নারায়ণগঞ্জে দগ্ধদের সবার অবস্থা সংকটাপন্ন

নতুন ‘ইনিংস’ শুরু করলেন শচীনকন্যা সারা

যেসব লক্ষণ দেখলে বুঝবেন কেউ গোপনে আপনাকে ভালোবাসে

টিকটকার ইয়াসমিন আসলে ছেলে, জেন্ডার ফাঁসের পর গ্রেপ্তার

স্বাস্থ্য খাতে অনিয়ম বরদাশত করা হবে না : উপদেষ্টা নুরজাহান 

১০

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে যা জানালেন সিইসি

১১

বিয়েতে রাজি না হওয়ায় নারীকে খুন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১২

আজ বেবী নাজনীনের জন্মদিন

১৩

চা দোকানের মাসিক বিদ্যুৎ বিল ৩ লাখ টাকা

১৪

বাড়িতে ঢুকে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

১৫

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৬

রাগিনী এমএমএস ৩’তে যুক্ত হচ্ছেন তামান্না ভাটিয়া

১৭

পর্তুগালের তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াল ম্যানসিটি

১৮

ছবিতে কী দেখছেন, উত্তরই বলে দেবে আপনি অলস না পরিশ্রমী!

১৯

এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশের প্রতিপক্ষ

২০
X