রাজকুমার নন্দী
প্রকাশ : ০৮ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৮ মে ২০২৫, ০৭:৫৭ এএম
প্রিন্ট সংস্করণ

দেশবাসীর ভালোবাসায় আপ্লুত খালেদা জিয়া

বাসায় পূর্ণ বিশ্রামে রয়েছেন
দেশবাসীর ভালোবাসায় আপ্লুত খালেদা জিয়া

চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরে নেতাকর্মীদের ভালোবাসা ও উচ্ছ্বাস দেখে আপ্লুত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত মঙ্গলবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে গুলশানের বাসভবন ফিরোজায় গিয়ে উপস্থিত নেতাদের কাছে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

বিএনপি ও দলটির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বাসায় ফিরে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে খালেদা জিয়া পূর্ণ বিশ্রামে আছেন। লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের ব্যবস্থাপত্র এবং এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের নির্দেশনা অনুযায়ী বাসায় তার চিকিৎসা চলবে। তিনি ১৪ ঘণ্টার জার্নিতে শারীরিকভাবে কিছুটা ক্লান্ত ও অবসন্ন ছিলেন। তবে পূর্ণ বিশ্রামের মধ্য দিয়ে মানসিক ও শারীরিকভাবে সুস্থ আছেন। তিনি আরও বিশ্রামে থাকবেন। খালেদা জিয়ার অনুমতি পেলে দলের সিনিয়র নেতারা শিগগির তার সঙ্গে সাক্ষাৎ করবেন। গতকাল বুধবার বিকেল পৌনে ৩টায় খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তারকে ফিরোজায় প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া সারাদিনে দলের সিনিয়র অন্য কোনো নেতা কিংবা খালেদা জিয়ার কোনো আত্মীয়স্বজন ফিরোজায় যাননি। তবে অনেকেই খালেদা জিয়াকে একনজর দেখতে তার বাসভবন ফিরোজার সামনে আসছেন। কিন্তু সাক্ষাতের সুযোগ না পেলেও স্মৃতি ধরে রাখতে কেউ কেউ সেই বাড়ির সামনে ছবি তুলছেন।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে কারাগারে যাওয়ার পর গত সাত বছরে কোনো জনসমাবেশে সশরীরে অংশ নেননি বিএনপি চেয়ারপারসন। এবার তার দেশে ফেরা ঘিরে কার্যত বড় আকারের জমায়েত ঘটাল বিএনপি, যারা আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছে। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ১০ কিলোমিটারজুড়ে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাবেশ ঘটিয়ে জনপ্রিয়তা আর সমর্থনের জানান দিল দলটি।

খালেদা জিয়া ফেরায় আরও চাঙ্গা বিএনপি

চিকিৎসা শেষে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরে আসায় নেতাকর্মীদের মনোবল দ্বিগুণ বেড়েছে বলে মনে করে বিএনপি। একই সঙ্গে দলও আরও চাঙ্গা হয়েছে বলে দাবি নেতাকর্মীদের। তারা মনে করেন, তিনি দলে ঐক্যের প্রতীক। সুতরাং তিনি রাজনীতিতে থাকুন বা না থাকুন, দেশে তার উপস্থিতিটাই তাদের কাছে বড় ধরনের আশীর্বাদের মতো। খালেদা জিয়া দলীয় চেয়ারপারসন থাকলেও দীর্ঘ অসুস্থতা এবং আইনি বাধ্যবাধকতায় একটা বড় সময় ধরে রাজনীতিতে তিনি সেভাবে সক্রিয় নন। তিনি মূলত রাজনীতির মাঠে অভিভাবকতুল্য ভূমিকা রেখে আসছেন।

বিএনপি নেতারা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন। লন্ডন থেকে তিনি ভার্চুয়ালি দল পরিচালনা করছেন। তবে দেশে তার শারীরিক অনুপস্থিতিতে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের শূন্যতা অনুভূত হয়। তবে খালেদা জিয়া দেশে থাকলে সেটা পূরণ হয়ে যায়।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর পরিবর্তিত পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া গত ৮ জানুয়ারি থেকে ৫ মে পর্যন্ত লন্ডনে ছিলেন। অর্থাৎ চার মাস তিনি দেশে ছিলেন না। ওই সময় রাজনীতিতে আবার সেই ‘মাইনাস-টু-ফর্মুলার’ প্রোপাগান্ডা শুরু হয়। কোনো কোনো পক্ষ তখন বলছিল, শেখ হাসিনার পলায়নের পর চিকিৎসার জন্য খালেদা জিয়াও বিদেশ যাওয়ায় দেশে এক ধরনের রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। কিন্তু চিকিৎসা শেষে বেগম জিয়া দেশে ফিরে আসায় সেই ক্যাম্পেইন, প্রোপাগান্ডা ভেস্তে গেছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কালবেলাকে বলেন, বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর একটা চেষ্টা হচ্ছে। তারা গণতন্ত্রকে একটু দূরে রাখতে চান। আর আমরা গণতান্ত্রিক অধিকারকে ফিরে পেতে চাই। সেটা ফিরে পাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক মতভিন্নতা প্রকট আকার ধারণ করেছে। যেহেতু জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে খালেদা জিয়াকে দেশের সবাই আস্থায় নেন, সেদিক থেকে বলতে গেলে তিনি লন্ডনে চিকিৎসা শেষে দেশে এসেছেন। এখন তিনি সার্বিক পরিস্থিতি অবহিত হয়ে যেভাবে পরবর্তী নির্দেশনা দেবেন, সেটা বর্তমান রাজনৈতিক অচলাবস্থা থেকে বের হয়ে আসতে একটা নতুন পথনির্দেশনা হবে বলে মনে করি।

দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স কালবেলাকে বলেন, রাজনীতিতে খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য। তার ভূমিকার কারণে বাংলাদেশের রাজনীতির মোড় বিভিন্ন সময় ঘুরে গেছে। বিভিন্ন সময় অবৈধ, অনৈতিক ও কর্তৃত্ববাদী সরকার তাদের মতো করে যা করতে চেয়েছে, বেগম জিয়ার ভূমিকার কারণে সেটা ঘুরে গেছে এবং জনগণের যে শাসন, সেটাই বারবার কায়েম হয়েছে। তার সাহসিকতা, তার দেশপ্রেম এবং তার চিন্তাশক্তি যে কতটা প্রখর, সেটা অতীতে বারবার প্রমাণিত হয়েছে। ছাত্র-জনতার যে গণঅভ্যুত্থান, সেটাও হয়েছে গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়ার অনড় অবস্থানের কারণে।

মাকে বাসায় নিয়ে গেলেন জুবাইদা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান হাসপাতাল থেকে তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে গতকাল রাতে ধানমন্ডিতে নিজেদের বাসায় নিয়ে যান। সৈয়দা ইকবাল মান্দ বানু ২ মে থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন।

বিএনপির মিডিয়া সেল সূত্র জানায়, ধানমন্ডিতে জুবাইদা রহমানের বাবার বাড়ি ‘মাহবুব ভবন’-এ এখন ইকবাল মান্দ বানুর সঙ্গে তার বড় মেয়ে শাহীনা জামান ও তার পরিবার রয়েছে। সেখানে হাসপাতাল থেকে জুবাইদার সঙ্গে সৈয়দা শর্মিলা রহমানও যান। এরপর মা ও বড় বোনের সঙ্গে কিছু সময় কাটিয়ে রাতে গুলশানের খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় ফিরে যান তিনি।

এর আগে বাবা সাবেক নৌ প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করতে গতকাল বিকেলে ‘ফিরোজা’ থেকে বনানীর সামরিক কবরস্থানে যান জুবাইদা। সেখানে মহিলাদের জন্য নামাজের নির্ধারিত স্থানে আসরের নামাজ আদায়ের পর বাবার কবর জিয়ারত করেন তিনি। সঙ্গে ছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।

এরপর জুবাইদা স্কয়ার হাসপাতালে যান মা ইকবাল মান্দ বানুর কাছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন তার সহধর্মিণীকে নিয়ে হাসপাতালে আসেন। সন্ধ্যার পর চিকিৎসকদের ছাড়পত্র পেয়ে মাকে নিয়ে ধানমন্ডিতে বাবার বাসায় যান জুবাইদা। এ সময় বিএনপির নাসির উদ্দিন আহমেদ অসীম ও তার স্ত্রী মেহনাজ মান্নান, আবদুল লতিফ জনি ও তার স্ত্রী, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

দীর্ঘ ১৭ বছর পর গত মঙ্গলবার সকালে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে লন্ডন থেকে দেশে ফেরেন জুবাইদা রহমান। ঢাকার বিমানবন্দর থেকে শাশুড়ির সঙ্গে সরাসরি ফিরোজায় যান তিনি। পরে সেখান থেকে অসুস্থ মাকে দেখতে স্কয়ার হাসপাতালে যান। এরপর হাসপাতাল থেকে ‘মাহবুব ভবন’-এ যান। সেখানে কিছু সময় অতিবাহিত করে মঙ্গলবার রাতেই আবার ‘ফিরোজা’য় ফেরেন ডা. জুবাইদা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘৯ মাসেও গণহত্যাকারী দল নিষিদ্ধ হলো না কেন’

বাদ জুমা বড় জমায়েতের ডাক হাসনাত আবদুল্লাহর

এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা / নিহত ৪ জনের দুজন ছিলেন মসজিদের ইমাম

রাতে শিবির মাঠে নামায় পাল্টে গেল দৃশ্যপট

যমুনার সামনে রাতভর যা যা হলো

কয়টি রাফায়েল আছে ভারতের, একেকটির দাম কত?

ফের গোলাগুলি শুরু, উত্তেজনা তুঙ্গে ভারত-পাকিস্তান সীমান্তে

ভারত-পাকিস্তান যুদ্ধে নাক গলাতে চায় না যুক্তরাষ্ট্র

দুপুরের মধ্যেই আ.লীগকে নিষিদ্ধের দাবি ড. মাসুদের

সকালেও বিক্ষোভ চলছে যমুনার সামনে

১০

জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে কোমলমতি শিশুরা

১১

আগুনে ঘি ঢালা নয়, শান্তি চাই : এরদোয়ান

১২

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৩

আরব সাগরে ভারতের অভিযান, টার্গেটে পাকিস্তান

১৪

০৯ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

০৯ মে : আজকের নামাজের সময়সূচি

১৬

অবশেষে গ্রেপ্তার সাবেক মেয়র আইভী

১৭

১৭ দিন পর রাজশাহী পলিটেকনিকে খুলল তালা

১৮

শেখ হাসিনার পক্ষে শিক্ষার্থীদের স্লোগান, প্রধান শিক্ষককে শোকজ

১৯

স্বাস্থ্য পরামর্শ / মায়ের গর্ভেই থ্যালাসেমিয়া রোগ নির্ণয় পদ্ধতি

২০
X