রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০৩:৩৭ এএম
অনলাইন সংস্করণ

১৭ দিন পর রাজশাহী পলিটেকনিকে খুলল তালা

১৭ দিন পর রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের তালা খুলে দিয়েছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
১৭ দিন পর রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের তালা খুলে দিয়েছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের প্রশাসনিক ও সকল একাডেমিক ভবনের তালা খুলে দিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ মে) সকালে তারা এ তালা খুলে দিয়েছে। ফলে একটানা ১৭ দিন পর ইন্সটিটিউটের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে।

গত ২১ এপ্রিল ছয় দফা দাবিতে রাজশাহী পলিটেকনিকে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেন। শুধু এই প্রতিষ্ঠান নয়, একইদিন রাজশাহী বিভাগের বেশিরভাগ পলিটেকনিকে তালা দেন শিক্ষার্থীরা। কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে বৃহস্পতিবার সব প্রতিষ্ঠানের তালা খুলে দেওয়া হয়েছে বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বুধবার (৭ মে) রাতে ঘোষিত কারিগরি ছাত্র আন্দোলনের রাজশাহী বিভাগীয় কমিটির নোটিশে বলা হয়, বুধবার ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) উদ্যোগে ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট প্রাঙ্গণে বৈঠক হয়। বৈঠকে সব প্রতিনিধি উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের চলমান ‘শাটডাউন’ কর্মসূচির বিষয়ে সম্মিলিতভাবে মতপ্রকাশ করেন এবং শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানান। শিক্ষকদের অনুরোধ এবং কারিগরি শিক্ষার স্বার্থে আন্তরিক উদ্যোগের প্রতি শ্রদ্ধা জানিয়ে শাটডাউন কর্মসূচি তারা সাময়িকভাবে শিথিল করার ঘোষণা দিচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে রাজশাহী বিভাগের সব পলিটেকনিক ইন্সটিটিউটের কর্মসূচি শিথিল করা হবে।

এ বিষয়ে রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী মো. সালমান আহম্মেদ বলেন, ছয় দফা দাবিতে তারা তালা দিয়েছিলেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তালা খুলে দেওয়া হয়েছে। তবে ক্লাস চললেও পরীক্ষা আপাতত বন্ধ থাকবে।

রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষ মো. আবু হানিফ বলেন, শিক্ষার্থীরা আন্দোলন শিথিল করায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। আন্দোলন ও তালার কারণে তাদের অনেক প্রশাসনিক কাজ জমেছে। অনেকের বেতন আটকে আছে। সেগুলো ঠিক করা হবে। সব শিক্ষার্থী ক্লাসে ফিরবেন বলে আশা করি।

পবিত্র ঈদুল ফিতরের আগে থেকে শিক্ষার্থীরা দাবি পূরণে আন্দোলন করছেন। গত ১৫ ও ১৬ এপ্রিল শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করেন। এরপর বিক্ষোভ-সমাবেশ এবং ২১ এপ্রিল প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।

শিক্ষার্থীদের ছয় দফায় রয়েছে- জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল। এছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরীচ্যুত, ২০২১ সালের ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং বিতর্কিত নিয়োগবিধি সংশোধন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

নাসিরুদ্দিনের প্রতি ফারহানের ক্ষোভ প্রকাশ

বরিশালে আ.লীগ নেতা গ্রেপ্তার

শতক থেকে ১ রান দূরে মুশফিক, বাংলাদেশের সংগ্রহ ২৯২/৪

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

জুলাই যোদ্ধা ও শহীদদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বিশ্বমঞ্চে জামদানিতে মিথিলার চমক

১০

গণতন্ত্র চাইলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে : ফখরুল

১১

মঞ্চে মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া

১২

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচারের ব্যাখ্যা দিলেন আরএমপি কমিশনার

১৩

ফের বাড়ল স্বর্ণের দাম, বিক্রিও চড়া

১৪

মুশফিককে প্রশংসায় ভাসিয়ে যা বললেন দুবারের বিশ্বকাপজয়ী পন্টিং

১৫

জকসু নির্বাচন / শহীদ সাজিদের কবর জিয়ারত করল ছাত্রদল সমর্থিত প্যানেল

১৬

জকসু উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি

১৭

ভাঙল শতরানের জুটি, শততম টেস্টে হাসল মুশফিকের ব্যাট

১৮

যে কারণে বাংলাদেশের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না রাকিব-তপু

১৯

আজ বিশ্ব পুরুষ দিবস

২০
X