রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০৩:৩৭ এএম
অনলাইন সংস্করণ

১৭ দিন পর রাজশাহী পলিটেকনিকে খুলল তালা

১৭ দিন পর রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের তালা খুলে দিয়েছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
১৭ দিন পর রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের তালা খুলে দিয়েছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের প্রশাসনিক ও সকল একাডেমিক ভবনের তালা খুলে দিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ মে) সকালে তারা এ তালা খুলে দিয়েছে। ফলে একটানা ১৭ দিন পর ইন্সটিটিউটের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে।

গত ২১ এপ্রিল ছয় দফা দাবিতে রাজশাহী পলিটেকনিকে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেন। শুধু এই প্রতিষ্ঠান নয়, একইদিন রাজশাহী বিভাগের বেশিরভাগ পলিটেকনিকে তালা দেন শিক্ষার্থীরা। কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে বৃহস্পতিবার সব প্রতিষ্ঠানের তালা খুলে দেওয়া হয়েছে বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বুধবার (৭ মে) রাতে ঘোষিত কারিগরি ছাত্র আন্দোলনের রাজশাহী বিভাগীয় কমিটির নোটিশে বলা হয়, বুধবার ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) উদ্যোগে ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট প্রাঙ্গণে বৈঠক হয়। বৈঠকে সব প্রতিনিধি উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের চলমান ‘শাটডাউন’ কর্মসূচির বিষয়ে সম্মিলিতভাবে মতপ্রকাশ করেন এবং শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানান। শিক্ষকদের অনুরোধ এবং কারিগরি শিক্ষার স্বার্থে আন্তরিক উদ্যোগের প্রতি শ্রদ্ধা জানিয়ে শাটডাউন কর্মসূচি তারা সাময়িকভাবে শিথিল করার ঘোষণা দিচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে রাজশাহী বিভাগের সব পলিটেকনিক ইন্সটিটিউটের কর্মসূচি শিথিল করা হবে।

এ বিষয়ে রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী মো. সালমান আহম্মেদ বলেন, ছয় দফা দাবিতে তারা তালা দিয়েছিলেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তালা খুলে দেওয়া হয়েছে। তবে ক্লাস চললেও পরীক্ষা আপাতত বন্ধ থাকবে।

রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষ মো. আবু হানিফ বলেন, শিক্ষার্থীরা আন্দোলন শিথিল করায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। আন্দোলন ও তালার কারণে তাদের অনেক প্রশাসনিক কাজ জমেছে। অনেকের বেতন আটকে আছে। সেগুলো ঠিক করা হবে। সব শিক্ষার্থী ক্লাসে ফিরবেন বলে আশা করি।

পবিত্র ঈদুল ফিতরের আগে থেকে শিক্ষার্থীরা দাবি পূরণে আন্দোলন করছেন। গত ১৫ ও ১৬ এপ্রিল শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করেন। এরপর বিক্ষোভ-সমাবেশ এবং ২১ এপ্রিল প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।

শিক্ষার্থীদের ছয় দফায় রয়েছে- জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল। এছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরীচ্যুত, ২০২১ সালের ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং বিতর্কিত নিয়োগবিধি সংশোধন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

০৯ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

০৯ মে : আজকের নামাজের সময়সূচি

অবশেষে গ্রেপ্তার সাবেক মেয়র আইভী

১৭ দিন পর রাজশাহী পলিটেকনিকে খুলল তালা

শেখ হাসিনার পক্ষে শিক্ষার্থীদের স্লোগান, প্রধান শিক্ষককে শোকজ

স্বাস্থ্য পরামর্শ / মায়ের গর্ভেই থ্যালাসেমিয়া রোগ নির্ণয় পদ্ধতি

আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

মরদেহ দাফনের পাঁচদিন পর বাবা জানলেন সন্তান জীবিত

দেশজুড়ে ভারতের ২৪টি বিমানবন্দর বন্ধ ঘোষণা

সাবেক মেয়র আইভীকে আটকের খবরে বাড়ি ঘেরাও

১০

পাকিস্তানের মিসাইল বৃষ্টি, অন্ধকার ভারত

১১

ভারতের প্রত্যাঘাত ছিল অ-উত্তেজক ও সুনির্দিষ্ট : বিক্রম মিশ্রি

১২

আ.লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান

১৩

দৌলতপুরে অগ্নিকাণ্ডে দগ্ধ পরিবারের দায়িত্ব নিলেন বিএনপি নেতা বকুল

১৪

সরকারি বাঙলা কলেজে দ্বিতীয় আন্তঃবিভাগ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

১৫

রাস্তায় নামার আহ্বান এনসিপি নেতাদের

১৬

‘বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে পৃথক অধিদপ্তর করা হবে’

১৭

আ.লীগ মানেই পালানোর ইতিহাস : টুকু

১৮

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগ করায় নিজ এলাকায় বিক্ষোভ

১৯

বাজার থেকে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজার

২০
X