কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৫:১৬ এএম
প্রিন্ট সংস্করণ

থামল ফ্লোটিলার শেষ জাহাজ, নতুন করে ছুটছে আরও ৯টি

গাজার প্রতি সহমর্মিতা
থামল ফ্লোটিলার শেষ জাহাজ, নতুন করে ছুটছে আরও ৯টি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মানবিক ত্রাণ নিয়ে যাওয়া আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র শেষ জাহাজ ‘ম্যারিনেট’ও নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি বাহিনী। জাহাজটি গাজা উপকূল থেকে ৪২ দশমিক ৫ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় থাকা অবস্থায় শুক্রবার সকালে ইসরায়েলি নৌবাহিনী এটি আটক করে এবং আরোহীদের গ্রেপ্তার করে বলে জানিয়েছে বিবিসি। এ জাহাজে ছয়জন আরোহী ছিলেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটির সব আরোহীকে আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে তাদের ফেরত পাঠানো হবে।

‘ম্যারিনেট’ জাহাজটিকে আটকের মধ্য দিয়ে গাজামুখী ৪০টিরও বেশি জাহাজের সমন্বয়ে গঠিত ফ্লোটিলার সব জাহাজই ইসরায়েলিদের হাতে আটক হলো। এসব জাহাজ থেকে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ শত শত মানবাধিকার কর্মীকে আটক করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বহু দেশ ইসরায়েলের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক জলসীমায় মানবিক ত্রাণবহরে বাধা দেওয়ায় তাদের সমালোচনা করেছে। ফ্লোটিলার আয়োজক ও আন্তর্জাতিক অধিকারকর্মীরা ইসরায়েলের এই পদক্ষেপকে ‘অবৈধ’ ও ‘আগ্রাসী’ বলে আখ্যা দিয়েছেন।

এদিকে, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) নামে আরেকটি আন্তর্জাতিক জোট গাজার দিকে আরও ৯টি নতুন জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে, যা অবরুদ্ধ ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রদর্শনের এক নতুন অধ্যায় সূচনা করেছে। এই নতুন বহরে সাংবাদিক, চিকিৎসক এবং মানবাধিকার কর্মীরা রয়েছেন, যারা ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে বিশ্ব বিবেককে জাগ্রত করতে বদ্ধপরিকর। বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম ‘কনসায়েন্স’ নামে যে জাহাজে রয়েছেন, সেটিও নতুন এই বহরে যুক্ত রয়েছে বলে তিনি জানিয়েছেন।

ফ্লোটিলার শেষ জাহাজও আটকে দিল ইসরায়েল: ফিলিস্তিনের গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরের শেষ জাহাজটি ছিল ‘ম্যারিনেট’, যা পোল্যান্ডের পতাকাবাহী ছিল। জাহাজটি ফ্লোটিলার অন্য সব জাহাজ থেকে কিছুটা দূরে ছিল এবং এটি গাজার দিকে এগিয়ে যাচ্ছিল।

বৃহস্পতিবার ফ্লোটিলার অন্য জাহাজগুলো ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে গেলেও ফ্লোটিলার আয়োজকরা দাবি করেছিলেন, ‘ম্যারিনেট’-এর যাত্রা অব্যাহত রয়েছে। আমামা আল লাওয়াতি নামে ম্যারিনেটের এক ওমানি আরোহী বিবিসি অ্যারাবিককে জানিয়েছিলেন, তাদের জাহাজটি শুক্রবার দুপুরে গাজা উপকূলে পৌঁছাবে বলে তারা আশাবাদী। তবে শুক্রবার এই আশার অবসান ঘটে। এদিন ইসরায়েলি সেনাবাহিনী রেডিওতে ঘোষণা করে, তারা শেষ জাহাজটিও নিয়ন্ত্রণে নিয়েছে। তারা আরও জানায়, জাহাজের আরোহীদের আটক করা হয়েছে এবং জাহাজটিকে ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে ইসরায়েলি কর্তৃপক্ষ বারবার সতর্ক করেছিল, কোনো নৌযান যদি ‘অবরোধ এলাকায়’ প্রবেশ করতে চায়, তবে সেটি আটক করা হবে। যদিও ফ্লোটিলা আয়োজকরা এই অবরোধকে ‘অবৈধ’ বলে দাবি করে আসছে। তাদের দাবি, ইসরায়েলের এই পদক্ষেপ ‘প্রতিরক্ষামূলক নয়, বরং মরিয়া হয়ে নেওয়া আগ্রাসী পদক্ষেপ।’ ইসরায়েলি বাহিনী ফ্লোটিলার জাহাজবহর আটকের পর ফ্লোটিলার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বেশ কয়েকটি জাহাজে জলকামান দিয়ে হামলা চালানো হয়েছে এবং আটক হওয়া কিছু কর্মী ‘অনশন ধর্মঘট’ শুরু করেছেন। তবে ইসরায়েল দাবি করেছে, জাহাজগুলো থেকে আটক সবাই ‘নিরাপদে ও সুস্থ’ আছেন।

ফ্লোটিলার ৪ কর্মীকে ফেরত পাঠানোর দাবি ইসরায়েলের: এদিকে ফ্লোটিলার বহর থেকে আটক ব্যক্তিদের মধ্যে চারজনকে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-য় যোগ দেওয়া চারজন ইতালীয় নাগরিককে তারা ফেরত পাঠিয়েছে এবং বাকি কর্মীদেরও ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, ইসরায়েল যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়াটি শেষ করতে আগ্রহী। তাদের দাবি, আটক হওয়া ৪৬১ জন কর্মীই ‘নিরাপদে ও সুস্থ আছেন।

দেশে নিন্দার ঝড়, প্রতিবাদ: গাজামুখী ত্রাণবহরে ইসরায়েলি হামলা এবং জাহাজ ও আরোহী অধিকারকর্মীদের আটকের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভিন্ন দেশের সরকার এবং মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের এই কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক ইসরায়েলকে ‘অবিলম্বে গাজার অবরোধ তুলে নিতে’ এবং মানবিক সহায়তার প্রবেশাধিকার দিতে আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, স্পেন ও বেলজিয়ামের মতো দেশগুলো তাদের নাগরিকদের আটকের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলি কর্তৃপক্ষকে দ্রুত ও নিরাপদে পরিস্থিতি সমাধানের আহ্বান জানিয়েছে।

সবচেয়ে কঠোর প্রতিক্রিয়া এসেছে কলম্বিয়ার পক্ষ থেকে। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলি কূটনীতিকদের দেশ থেকে বহিষ্কার করেছেন এবং এই ঘটনাকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘আন্তর্জাতিক অপরাধ’ বলে নিন্দা জানিয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে এই আটকের তীব্র নিন্দা জানিয়ে এটিকে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।

ইউরোপের বিভিন্ন শহরে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা রাস্তায় নেমে এসেছেন। ডাবলিন, প্যারিস, বার্লিন, জেনেভা, বুয়েন্স আয়ার্স, মেক্সিকো সিটি এবং করাচিতে হাজার হাজার মানুষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিয়েছেন। ইতালির প্রধান শ্রমিক ইউনিয়নগুলো গাজার সঙ্গে সংহতি জানিয়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। অন্যদিকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড গাজার ওপর ইসরায়েলের অবরোধকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়মুক্তির অবসান দাবি করেছেন।

ফ্লোটিলা থেকে ২০ জনেরও বেশি সাংবাদিক আটক: রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) জানিয়েছে, ইসরায়েল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে ২০ জনেরও বেশি বিদেশি সাংবাদিককে আটক করেছে। এই আটককে আরএসএফ ‘সংবাদ জানার অধিকারের গুরুতর লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে। আরএসএফের ক্রাইসিস ডেস্কের প্রধান মার্টিন রক্স বলেন, সাংবাদিকরা একটি মানবিক অপারেশনের খবর সংগ্রহ করতে সেখানে গিয়েছিলেন এবং তাদের আটক করা ‘সম্পূর্ণ বেআইনি’।

নতুন করে আরও ৯টি জাহাজের যাত্রা: গাজা সুমুদ ফ্লোটিলার নৌবহরের সব জাহাজ আটক হওয়ার পর ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) নতুন করে আরও ৯টি জাহাজ নিয়ে গাজা অভিমুখে যাত্রার কথা জানিয়েছে। এই বহরে প্রায় ১০০ জন অধিকারকর্মী রয়েছেন, যাদের মধ্যে সাংবাদিক, চিকিৎসক এবং বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা আছেন। বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম এই বহরের সবচেয়ে বড় জাহাজ ‘কনসায়েন্স’-এ রয়েছেন বলে তিনি এক ভিডিও বার্তায় জানিয়েছেন। এফএফসি জানিয়েছে, এই মিশন ইসরায়েলের অবৈধ অবরোধ এবং সাংবাদিকদের গাজায় প্রবেশে বাধা দেওয়ার বিরুদ্ধে একটি প্রতিরোধমূলক পদক্ষেপ। তারা বলছেন, গাজার স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে পড়েছে এবং সাংবাদিকরা সেখানে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন।

এফএফসি আরও জানিয়েছে, তাদের এই মিশনের উদ্দেশ্য হলো গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং সেখানকার ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে বিশ্বকে অবহিত করা। এফএফসির স্টিয়ারিং কমিটির সদস্য হুয়াইদা আরাফ বলেন, ‘কনসায়েন্স’ শুধু ইসরায়েলের অবৈধ অবরোধের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক নয়, এটি বিশ্ব বিবেককে জাগ্রত করার একটি আহ্বান। ইতালির চিকিৎসক রিকার্ডো কোররাদিনি এই মিশনের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘সাংবাদিক ও চিকিৎসক হিসেবে আমাদের দায়িত্ব সত্য বলা ও জীবন রক্ষা করা।’

এই নতুন ফ্লোটিলা মিশনে এফএফসি ছাড়াও আরও তিনটি জোট অংশ নিয়েছে। এগুলো হলো—গ্লোবাল মুভমেন্ট টু গাজা (জিএমটিজি), মাগরেব সুমুদ ফ্লোটিলা ও সুমুদ নুসান্তারা। এই জোটগুলো ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানাতে এবং গাজার ওপর থেকে অবরোধ তুলে নিতে বিশ্বব্যাপী প্রচেষ্টা চালাচ্ছে।

গাজার সর্বশেষ পরিস্থিতি: ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও অন্তত ৬৩ জন: ফ্লোটিলার নৌবহর নিয়ে উত্তেজনার মধ্যেও গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ থেমে নেই। সর্বশেষ ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে আরও অন্তত ৬৩ জন নিহত এবং ২২৭ জন আহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে আরও বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ এই অঞ্চলে মোট নিহতের সংখ্যা ৬৬ হাজার ২৮৮ জনে পৌঁছেছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড় মোট আহত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১৬৫ জন। তবে ধারণা করা হচ্ছে, নিহতের প্রকৃতসংখ্যা এর চেয়ে অনেক বেশি। কারণ গাজাজুড়ে ধ্বংস হওয়া ভবনগুলোর বিশাল ধ্বংসস্তূপের নিচে আরও হাজার হাজার মৃতদেহ চাপা পড়ে আছে বলে মনে করা হচ্ছে।

এদিকে, গাজায় মানবিক পরিস্থিতিও অত্যন্ত ভয়াবহ। জাতিসংঘ সমর্থিত আইপিসি (ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্ল্যাসিফিকেশন) নিশ্চিত করেছে, গাজায় দুর্ভিক্ষ চলছে। ইসরায়েলি বোমাবর্ষণ এবং অবরোধের কারণে খাদ্য ও ওষুধের সরবরাহ সীমিত হয়ে পড়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার সতর্ক করে বলেছে, গাজা বসবাসের অযোগ্য হয়ে উঠছে এবং সেখানে অনাহার ও রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

দুর্ঘটনায় মা হারানো শিশুটির কান্না থামাবে কে ‎

দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান সুমন গ্রেপ্তার

বাংলাদেশে যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে ভারত: বিক্রম মিশ্রি

সৈকতে ভেসে এলো যুবকের অর্ধগলিত মরদেহ

গুলতেকিনের পর এবার হুমায়ূন আহমেদকে নিয়ে শাওনের পোস্ট

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি হারালেন ব্রাজিল কোচ

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

ইসরায়েলের ওপর নতুন ক্ষেপণাস্ত্র হামলা, বাজল সাইরেন

১০

হাবিবের শতকে সিএপিএলের গ্রুপ ম্যাচে মার্কেন্টাইল ব্যাংকের জয়

১১

গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা, যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

১২

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে র‍্যাংগস গ্রুপ

১৩

কুষ্টিয়ায় ৬ হত্যা / বিচারপ্রক্রিয়া শুরু হানিফের, গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৪

শহীদ আবরার ফাহাদ স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

১৫

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে আড়ং

১৬

মারা গেলেন বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার

১৭

কারিতাস বাংলাদেশে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

ইতিহাসে প্রথমবার স্বর্ণের দাম ছুঁয়েছে ৩৯০০ ডলার

১৯

ক্লাব ব্যস্ততা শেষ করে হংকং ম্যাচ খেলতে ঢাকায় হামজা

২০
X