এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

দুর্ঘটনায় মা হারানো শিশুটির কান্না থামাবে কে ‎

‎মায়ের কবরের পাশে মামার সঙ্গে ছোট্ট শিশু সাফওয়ান। ছবি : কালবেলা
‎মায়ের কবরের পাশে মামার সঙ্গে ছোট্ট শিশু সাফওয়ান। ছবি : কালবেলা

‘আমার স্ত্রী বেঁচে থাকা অবস্থায় যখন আমার সন্তান রাত কান্না করত তখন বুকের দুধ অথবা খিচুড়ি দিয়ে ছেলেকে সান্ত্বনা দিত। এখন আমার ছেলে যখন কান্না করে তখন আমার ছেলেকে বুকে জড়িয়ে ধরে হাঁটাহাঁটি করি তাতেও তার কান্না থামে না। তখন বুকটা ছিঁড়ে যায় বোবা আর্তনাদে।’ কথাগুলো বলছিলেন ট্রেন দুর্ঘটনায় স্ত্রীকে হারানো এক বছরের শিশু সাফওয়ান ইসলামের বাবা মো. ইমন ইসলাম।

‎সবেমাত্র মা-বাবা ডাকার বুলি ছুটছে এক বছর ১৭ দিন বয়সের সাফওয়ানের মুখে। বাবার কোলে ‘মা মা’ বলে ডেকে দিগ্‌বিদিক তাকাচ্ছে আর চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। কিন্তু অবুঝ নিষ্পাপ সাফওয়ান জানে না তার মা পৃথিবীর মায়া ছেড়ে বুকে মাটিচাপা দিয়ে শুয়ে আছে কবরে।

গত বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের মৌলভীপাড়া এলাকায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মারা যায় সাফওয়ানের মা সানজিদা সুলতানা চুমকি। একই ঘটনায় মারা যায় সাফওয়ানের নানিও। ‎সানজিদা আক্তার চুমকির বাপের বাড়ি সীতাকুণ্ড পৌর সদরের মৌলভী পাড়ায়।

ইমনের বাড়ি সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ঘাটগড় এলাকায়। তিনি একটি রড তৈরির কারখানায় ট্রান্সপোর্ট সুপারভাইজার হিসেবে কর্মরত।

সাফওয়ানের মা মারা যাওয়ার দুদিন পরে মামা ইমাম হাসানের সঙ্গে মায়ের কবরে গিয়ে ‘মা মা’ ডাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। সেই হৃদয়বিদারক ভিডিওতে দেখা যায়, মামার কোলে সাফওয়ান মায়ের কবরের মাটি হাত দিয়ে নাড়াচাড়া করছেন আর ‘মা মা’ বলে ডাকছেন। ভাগনের এমন দৃশ্য দেখে অঝোরে কান্না করছেন মামা।

শিশু সাফওয়ানের বাবা ইমন ইসলাম বলেন, ‘প্রায় সময়ে আমাকে কেঁদে কেঁদে বলত, আমি মরে গেলে আমার সন্তানকেকে দেখবে এবং মারা যাওয়ার তিন দিন আগেও বলেছিল এই কথাটি। মানুষ মরণশীল। কিন্তু কখনো কল্পনা করেনি এত তাড়াতাড়ি আমার সন্তানকে এতিম করে আমাকে ছেড়ে চলে যাবে স্ত্রী। যদিও আমাদের বিয়ে হয় পারিবারিকভাবে। কিন্তু দুই বছরের আমাদের সংসার জীবন দেখলে যে কেউ বলত আমাদের প্রেম করে বিয়ে হয়েছে। আমার স্ত্রী বেঁচে থাকা অবস্থায় যখন আমার সন্তান রাতে কান্না করত তখন বুকের দুধ অথবা খিচুড়ি দিয়ে ছেলেকে সান্ত্বনা দিত। এখন আমার ছেলে যখন কান্না করে তখন আমার ছেলেকে বুকে জড়িয়ে ধরে হাঁটাহাঁটি করি তাতেও তার কান্না থামে না। তখন বুকটা ছিঁড়ে যায় বোবা আর্তনাদে। আমার স্ত্রীর রেখে যাওয়া আমানত আমার একমাত্র সন্তান সাফওয়ানকে নিয়ে বাকি জীবন পার করে দিতে চাই।’

কাঁদতে কাঁদতে তিনি আরও বলেন, ‘আমার স্ত্রীর কোনো চাহিদা ছিল না। শুধু মাঝেমধ্যে একটু বাইরে বেড়াতে নিয়ে গেলেই খুশি থাকত। বিয়ের দুই বছরের মাথায়ও আমি তাকে একটি মোবাইল দিতে পারিনি। আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী ছিল গত ১০ আগস্ট। বিবাহবার্ষিকীতে আমি তাকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও ফ্রেমবন্দি দুজনের একটি ছবি উপহার দেই। তাতে সে বেজায় খুশি হয়েছিল। এগুলো এখন শুধুই স্মৃতি।’

ইমন ইসলাম বলেন, ‘গত সেপ্টেম্বরের ১৭ তারিখ আমার ছেলের ছিল জন্মদিন। পরিবার ও আত্মীয়স্বজন নিয়ে অনেক সুন্দর করে ছেলের জন্মদিন পালন করি। কিন্তু এ মাসের ২৮ অক্টোবর ছিল আমার স্ত্রীর জন্মদিন। তার জন্মদিনকে কেন্দ্র করে পরিকল্পনা ছিল ফয়েজ লেক যাওয়ার। তারপরের মাস নভেম্বরের ১০ তারিখ ছিল আমার জন্মদিন। এই বিশেষ দিনগুলোকে নিয়ে ছিল কতই পরিকল্পনা। আজ আমার ছেলেকে এতিম করে আমাকে একা ফেলে চলে গেল সে।’

‎দুর্ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, ঘটনার দিন তার স্ত্রীর বাবা, মা, ভাই ও একমাত্র ছেলেকে নিয়ে এক আত্মীয়ের মরদেহ দেখতে গিয়েছিলেন। জানাজার পর সানজিদা বাবার বাড়িতে দুদিন থাকার আবদার করেন। তিনি সম্মতি দিয়ে তাদের যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ঠিক করে দেন। এরপর বাসে উঠে নিজের বাড়িতে চলে আসেন। বাড়িতে আসতেই মোবাইলে দুর্ঘটনার বিষয়ে জানতে পারেন। তাতেই সে দ্রুত ছুটে যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তার মধ্যে খবর চলে আসে শাশুড়ি মারা যায়। স্ত্রীর কাছে গিয়ে দেখেন শুধু মা আমার দিকে তাকাচ্ছেন। মারা যাওয়ার আগ মুহূর্তে আমার কাঁধের ওপর হাত রেখে মারা যান।

‎এদিকে সাফওয়ানের মামা ইমাম হাসান মা ও ছোট বোনকে হারিয়ে অনেকটা বাকরুদ্ধ। তিনি বলেন, ‘সিএনজি অটোরিকশাতে আমি বাবা, মা, বোন ও আমার ভাগনে ছিল। বৃষ্টি থাকায় সিএনজিচালিত অটোরিকশাটি পর্দা দিয়ে ঢাকা ছিল। এ কারণে ট্রেন আসছে এমন কিছু বোঝা যায়নি। ক্রসিং পার হওয়ার সময় ইঞ্জিন বন্ধ হয়ে যায়। চালক স্টার্ট দেওয়ার চেষ্টা করছিলেন। একপর্যায়ে পর্দার ফাঁক দিয়ে দেখেন ট্রেন প্রায় কাছে চলে এসেছে। আমি বাবা ও ভাগিনা নেমে গেলেও মা ও বোন নামতে পারেনি।’

যেই স্থানে দুর্ঘটনা ঘটেছিল সেই স্থানটি ছিল অবৈধ রেল ক্রসিং। যার কারণে দুর্ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ থেকে রেললাইনের উভয়পাশের গাছের মধ্যে টানিয়ে দিয়েছেন নোটিশ। নোটিশে লেখা ছিল, ‘রেললাইনের ওপর দিয়ে কোনো প্রকার যান চলাচল নিষেধ’।

‎স্থানীয় বাসিন্দা সোহরাব হোসেন বলেন, ঘটনার পরদিন শুক্রবার রেলওয়ের লোকজন এসে পশ্চিম পাশের একটি খুঁটিতে এবং পূর্বপাশের একটি গাছের মধ্যে এই নোটিশ টানিয়ে দিয়ে যায়। এরপর থেকে কেউ আর এই রেলক্রসিংয়ে আসেনি। রেললাইনের উভয়পাশে অনেক ঘরবাড়ি রয়েছে। ক্রসিংটি বৈধ করে সেখানে গেটম্যান নিয়োগ দেওয়া উচিত।

গত বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে পৌর সদরের মৌলভীপাড়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা প্রায় ১০০ ফুট দূরে গিয়ে পড়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও দুজন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বদিউল আলম তার পরিবার নিয়ে মেয়ের নানা শ্বশুর মারা যাওয়ার সংবাদে মুরাদপুর ইউনিয়নের গুপ্তাখালীতে জানাজায় অংশগ্রহণ করতে যায়। ‎তার সঙ্গে ছিল স্ত্রী, মেয়ে, ছেলে ও নাতি। জানাজা শেষে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে নিহতের বাড়ির সামনেই রেললাইন পার হতে গিয়ে রেললাইনের উপরে হঠাৎ সিএনজিচালিত অটোরিকশার ইঞ্জিন বিকল হয়ে বন্ধ হয়ে যায়। এতে মর্মান্তিক এই দুর্ঘনাটি ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন মেক্সিকোর ফাতিমা বশ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ভিয়েতনামে ভয়াবহ বন্যায় ৪১ জনের মৃত্যু, নিখোঁজ ৯

টি–টোয়েন্টিতে নতুন ইতিহাস লিখলেন সিকান্দার রাজা

দীর্ঘ বিরতির পর ফিরছেন মোনালি ঠাকুর

মিস ইউনিভার্সের নাম ঘোষণা 

ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

সেনাকুঞ্জে খালেদা জিয়া যাবেন কি না, জানা যাবে যখন

তেঁতুলিয়ায় আজ তাপমাত্রা কত

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১০

নদীর ২০ কিলোমিটারজুড়ে ৬ শতাধিক অবৈধ ফাঁদ

১১

তারেক রহমানের জন্মদিনে ভিক্টোরিয়া পার্কে ছাত্রদলের ‘সাপ্তাহিক স্কুল’

১২

তারেক রহমানের জন্মদিনে সলিমুল্লাহ এতিমখানায় বিশেষ দোয়া

১৩

সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক : তারেক রহমান

১৪

স্কুলে ভর্তির আবেদন শুরু আজ, কীভাবে করা যাবে জানাল মাউশি

১৫

মালয়েশিয়ায় ব্যাপক অভিযান, ১৭৪ বাংলাদেশি আটক

১৬

ঢাকায় শীতের আমেজ, তাপমাত্রা নামল ১৯ ডিগ্রিতে

১৭

শিখা অনির্বাণে তিন বাহিনী প্রধানদের শ্রদ্ধাঞ্জলি

১৮

যুদ্ধ থামাতে মার্কিন পরিকল্পনায় কাজ করতে প্রস্তুত জেলেনস্কি

১৯

অবহেলায় ব্যবহার অনুপযোগী ২৭২ টন সার

২০
X