স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০১:৫৪ এএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ এএম
অনলাইন সংস্করণ

আবারও ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

ভারতের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। ছবি : সংগৃহীত
ভারতের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। ছবি : সংগৃহীত

কলম্বোর আলো-আর্দ্র বাতাসে ইতিহাস যেন আবারও পুনরাবৃত্তি হলো—ভারতের বিপক্ষে হার মানতেই হলো পাকিস্তান নারী দলকে। ব্যাট হাতে ভারত গড়ল ২৪৭, আর বল হাতে নামল আগুন ঝরাতে। ক্রান্তি গৌদের নিখুঁত নিয়ন্ত্রণে ধসে গেল পাকিস্তানের ব্যাটিং, আর দাপুটে ৮৮ রানের জয়ে ভারতের মেয়েরা তুলে নিলেন বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে টানা ১২তম জয় ।

টস জিতে পাকিস্তান ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিলেও শুরুটা ভালো হয়নি তাদের জন্য। ভারতের দুই ওপেনার প্রতিকা রাওয়াল ও স্মৃতি মান্ধানা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। ডায়ানা বেগের এক ওভারেই তিনটি বাউন্ডারি হাঁকান রাওয়াল। তবে মান্ধানা কিছুটা মন্থর ব্যাটিংয়ে ২৩ রানে বিদায় নেন ফাতিমা সানার বলে। এরপর হরলিন দেওল ও অধিনায়ক হরমনপ্রিত কৌর গড়ে তোলেন ধীর কিন্তু কার্যকর জুটি।

তৃতীয় উইকেট জুটিতে আসে ৩৯ রান, কিন্তু হরমনপ্রিতের (১৯) বিদায়ের পর আবার চাপে পড়ে ভারত। এরপর জেমিমা রদ্রিগেজের সঙ্গে হরলিন যোগ দেন দায়িত্বশীল ইনিংসে। দুজনের ঘুরে দাঁড়ানো জুটিতে ভারত পৌঁছে যায় ১৫০ রানের ঘরে। কিন্তু হরলিন ৪৬ রানে লং অনে ধরা পড়লে আবার ভাঙে ছন্দ।

শেষ দিকে ঋচা ঘোষের ইনিংসই পার্থক্য গড়ে দেয়। ইনিংসের শেষ দিকে তার ঝোড়ো ব্যাটে আসে ৩৫ রানের অমূল্য ক্যামিও— যার মধ্যে ছিল দুই ছক্কা ও কয়েকটি দৃষ্টিনন্দন বাউন্ডারি। ডায়ানা বেগ ৪টি উইকেট নিলেও ভারত থেমেছে ২৪৭ রানে।

ম্যাচে রান তাড়ায় নামা পাকিস্তান শুরু থেকেই ধুঁকতে থাকে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে। রেনুকা ঠাকুর ও ক্রান্তি গৌদের নিখুঁত লাইন-লেংথে প্রথম ১০ ওভারেই রান ওঠে মাত্র ২৫। মাঝে একাধিক সুযোগ হারালেও গৌদ শেষ পর্যন্ত নিজের মেধার পরিচয় দেন—আলিয়া রিয়াজকে স্লিপে ক্যাচ করিয়ে ও নিজের বলে রিটার্ন ক্যাচ নিয়ে তিনি ভেঙে দেন পাকিস্তানের ব্যাটিংয়ের মেরুদণ্ড।

এক প্রান্তে লড়াই চালিয়ে যান ওপেনার সিদরা আমিন। তার ৮১ রানের লড়াকু ইনিংসই ছিল পাকিস্তানের একমাত্র উজ্জ্বল দিক। কিন্তু সঙ্গীর অভাবে তিনি একাই লড়াই চালাতে বাধ্য হন। নাতালিয়া পারভেজ কিছুটা সাপোর্ট দিলেও ৮৪ রানে ভাঙে তাদের জুটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৩ ওভারে পাকিস্তানের ইনিংস থেমে যায় ১৫৯ রানে।

বল হাতে ভারতের হয়ে দীপ্তি শর্মা নিয়েছেন ৩ উইকেট, স্নেহ রানা ২টি। তবে ম্যাচের নায়ক ছিলেন নিঃসন্দেহে ক্রান্তি গৌদ— তার নিখুঁত স্পেলেই পাকিস্তান ব্যাটিংয়ের মূল ভরসা ভেঙে পড়ে।

এই জয়ের ফলে ভারত শুধু পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ধারাই ধরে রাখেনি, বরং টুর্নামেন্টের পয়েন্ট তালিকায়ও শীর্ষে উঠে গেছে।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ২৪৭/১০ (৫০ ওভার) – হরলিন দেওল ৪৬, ঋচা ঘোষ ৩৫*, ডায়ানা বেগ ৪/৬৯

পাকিস্তান ১৫৯/১০ (৪৩ ওভার) – সিদরা আমিন ৮১, নাতালিয়া পারভেজ ৩৩; ক্রান্তি গৌদ ৩/২০, দীপ্তি শর্মা ৩/৪৫।

ফলাফল: ভারত ৮৮ রানে জয়ী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্প থেকে রক্ষায় সরকারের এখনই জরুরি ভিত্তিতে করণীয় ঠিক করা উচিত : ডা. জাহিদ

২০ বর্গাচাষির ধান কেটে দিল বিএনপির নেতাকর্মীরা

পতাকা বৈঠকের পর বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচে পড়ল প্রাইভেটকার, মামলা হয়নি এখনো

গারোদের ওয়ানগালা উৎসব শুরু

শিক্ষকরা দলবাজি করতে গিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করেছেন : অ্যাটর্নি জেনারেল

অযত্নে ‘অসুস্থ’ কোটি টাকার রেসকিউ বোট

হত্যাসহ ১২ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

নরসিংদীতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার

১০

ভূমিকম্পে চট্টগ্রামেও হেলে পড়েছে ভবন, বাসিন্দাদের জন্য মাইকিং

১১

তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় ধানমন্ডিতে দোয়া মাহফিল

১২

রিকশাচালকদের চাঁদা বন্ধের আশ্বাস আমিনুল হকের

১৩

আলাউদ্দিন মৃধা হত্যা মামলার আসামি মিন্টু গ্রেপ্তার

১৪

দেশের প্রথম আন্তঃচেইন হোটেল ‘ডি মোর’ লয়্যালটি ক্লাবের যাত্রা শুরু

১৫

২৮ জেলে-মাঝিসহ ট্রলার নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

১৬

শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৭

হোয়াটসঅ্যাপে ফিরছে পুরোনো সেই ফিচার, যেসব সুবিধা পাবেন

১৮

খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় রাজধানীতে শীতবস্ত্র বিতরণ

১৯

পোল্যান্ডে প্যাট্রিয়টসহ সেনা মোতায়েন নেদারল্যান্ডসের

২০
X