ইউসুফ আরেফিন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৪ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

দূরে থাকে দুরারোগ্য রোগের সহায়তাও

মারা যাওয়ার আগে টাকা পাননি অনেকেই
দূরে থাকে দুরারোগ্য রোগের সহায়তাও

ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত গরিব রোগীদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে সরকারি সহায়তার ব্যবস্থা রয়েছে। এ সহায়তা বাস্তবায়নের জন্য প্রণীত নীতিমালা অনুযায়ী আবেদনের ১৭ থেকে ১৮ দিনের মধ্যে রোগীর হাতে টাকার চেক পৌঁছার কথা। কিন্তু সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নাধীন এই কর্মসূচির টাকা সহজে পাচ্ছেন না রোগীরা। আবেদন করে ছয় মাস থেকে দেড় বছর অপেক্ষা করতে হচ্ছে। আবেদনের পর অনেক রোগী চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছেন। তবুও সমাজসেবা কার্যালয়গুলোর দীর্ঘসূত্রতার ফলে রোগীরা দ্রুত সময়ে টাকা পাচ্ছেন না। এ নিয়ে ভুক্তভোগীদের ক্ষোভ রয়েছে। বেশ কয়েকটি জেলা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমনটি জানা গেছে।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল কালবেলাকে বলেন, অর্থ মন্ত্রণালয় আমাদের চার কিস্তিতে বরাদ্দের টাকা দেয়। টাকা একসঙ্গে পাওয়া গেলে দ্রুত রোগীর হাতে পৌঁছানো যেতে পারে। তিনি আরও বলেন, বরাদ্দের চেয়ে আবেদনকারীর সংখ্যা অনেক বেশি। ফলে সবাইকে একসঙ্গে টাকা দেওয়া সম্ভব হয় না। পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা হয়। এজন্য কাউকে কাউকে দীর্ঘসময় অপেক্ষা করতে হয়। এজন্য রোগীরা দেরিতে টাকা পান বলে অভিযোগ শোনা যায়। অনেক সময় আবেদনকারী রোগীর মৃত্যু হলে তার মনোনীতদের টাকা দেওয়া হয় বলেও জানান ড. আবু সালেহ মোস্তফা কামাল।

সূত্র জানায়, চলতি অর্থবছরের তিন মাস শেষ হতে চললেও এখনো জেলা পর্যায়ে এই খাতের বরাদ্দ পৌঁছেনি। এ কারণে আবেদনকারীদের টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। আবেদনের পর টাকার জন্য অপেক্ষা করতে করতে অনেকে মৃত্যুবরণ করেছেন। অবশ্য পরে তাদের মনোনীত ব্যক্তিরা টাকা পেয়েছেন। এমন ২৪ রোগীর তথ্য দৈনিক কালবেলার হাতে এসেছে।

জানা গেছে, সংশ্লিষ্টদের ঢিলেমিতে রোগীদের টাকা পেতে বিলম্ব হচ্ছে। উপজেলা সমাজসেবা কার্যালয় কিংবা শহর সমাজসেবা কার্যালয় থেকে আবেদন পাওয়ার পর তা যাচাই-বাছাই করতে দীর্ঘসময় নেয় জেলা সমাজসেবা কার্যালয়। এরপর রোগী শনাক্ত করার জন্য আবেদনগুলো জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়। সেখানেও দীর্ঘদিন আবেদন পড়ে থাকে। এরপর জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা কর্মকর্তার যৌথ স্বাক্ষরে রোগীদের অনুদান দেওয়া হয়। এসব প্রক্রিয়া শেষ করতে কোনো কোনো জেলায় ছয় মাস থেকে দেড় বছর পর্যন্ত সময় লেগে যায়। ফলে দুরারোগ্য রোগে আক্রান্তরা সহজে চিকিৎসা সহায়তার টাকা পাচ্ছেন না। অথচ দ্রুত সময়ের মধ্যে অসহায় রোগীদের টাকা দিতে জেলা সমাজসেবা কার্যালয়গুলোকে দায়িত্ব দেওয়া হয়েছিল; কিন্তু সরকারের সে উদ্দেশ্য বাস্তবায়ন হচ্ছে না। অবশ্য কোনো কোনো জেলায় মাত্র তিন মাসের মধ্যেই রোগীরা টাকা পেয়ে যাচ্ছেন।

লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল বাতেন কালবেলাকে বলেন, চলতি অর্থবছরে এখনো কোনো বরাদ্দ দেওয়া হয়নি। তবে আমরা বিশেষ বিবেচনায় ১ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। এই বরাদ্দ থেকে ৫৩ জনকে চেক দিয়েছি। গত অর্থবছর অর্থাৎ ২০২২-২৩ অর্থবছর লালমনিরহাট জেলায় ৬০০ রোগী আর্থিক সহায়তা পেয়েছেন বলেও জানান তিনি। টাকা পেতে কতদিন সময় লাগে—এমন প্রশ্নে আব্দুল মতিন বলেন, আবেদনের তিন মাসের মধ্যেই রোগীরা টাকা পাচ্ছেন। কেউ কেউ আরও আগেই পান।

নীতিমালায় কী আছে:

ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নীতিমালায় বলা হয়েছে, আক্রান্ত রোগী সরাসরি সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা অফিসার বা শহর সমাজসেবা অফিসারের কাছে আবেদন করবেন। উপজেলা/শহর সমাজসেবা অফিসার প্রাপ্ত আবেদন সর্বোচ্চ সাত দিনের মধ্যে প্রাথমিক যাচাই-বাছাইপূর্বক মন্তব্য সহকারে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকের কাছে পাঠাবেন। উপপরিচালক সর্বোচ্চ সাত দিনের মধ্যে জেলা কমিটির কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করবেন। অনুমোদনের পর উপপরিচালক সংশ্লিষ্ট উপজেলা/শহর অফিসারের কাছে ক্রস চেক অথবা রোগীর ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে চিকিৎসার অর্থ পাঠানোর ব্যবস্থা করবে। জেলা প্রশাসক ও উপপরিচালকের কার্যালয় যৌথ স্বাক্ষরে অনুমোদনের তিন দিনের মধ্যে চেক প্রদান করবেন। অথচ নীতিমালা অনুযায়ী রোগীরা স্বল্প সময়ের মধ্যে টাকা পাচ্ছেন না।

বাড়ছে রোগী:

প্রতিবছর যে হারে রোগী বাড়ছে, সে হারে চিকিৎসার জন্য বরাদ্দ বাড়ছে না। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের (আইএআরসি) তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ১৫ লাখের বেশি ক্যান্সারের রোগী রয়েছেন। আর অনকোলজি ক্লাবের তথ্যমতে, প্রতিবছর বাংলাদেশে নতুন করে প্রায় আড়াই লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছেন। তাদের মধ্যে লক্ষাধিক রোগীর মৃত্যু হচ্ছে। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, দেশে জনসাধারণের প্রায় ৭ শতাংশ থ্যালাসেমিয়ায় আক্রান্ত। দেশে প্রায় ১০ লাখ মানুষ লিভার সিরোসিসে আক্রান্ত বলে ধারণা করা হয়।

ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজির তথ্যমতে, দেশের ১২ থেকে ১৫ শতাংশ মানুষ দীর্ঘমেয়াদি কিডনি রোগে আক্রান্ত। প্রতিদিনই এ রোগের প্রকোপ বাড়ছে। প্রতি ঘণ্টায় পাঁচজন কিডনিজনিত জটিলতায় মৃত্যুবরণ করেন। দেশে দুই কোটিরও বেশি লোক কোনো না কোনো কিডনি রোগে ভুগছেন। প্রতিবছর নতুন করে ৩০ থেকে ৪০ হাজার মানুষের কিডনি ডায়ালাইসিস প্রয়োজন। প্রতিবছর প্রাপ্তবয়স্ক ১০০ জনের মধ্যে ১০ থেকে ১৪ জন কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন।

দেশে হেপাটাইটিস বি ও সি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এক কোটির বেশি। এদের পাঁচ থেকে ১০ শতাংশ রোগী লিভার সিরোসিসে আক্রান্ত। সেই হিসাবে দেশে প্রায় ১০ লাখ মানুষ লিভার সিরোসিসে আক্রান্ত বলে ধারণা করা হয়।

বরাদ্দ কম:

তথ্য-উপাত্ত বলছে, দেশে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে; কিন্তু সে হিসাবে সরকারি চিকিৎসা সহায়তা খুব বেশি বাড়ছে না। চলতি অর্থবছর এ খাতে ২০০ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। গত অর্থবছরও একই পরিমাণ বরাদ্দ ছিল। জনপ্রতি ৫০ হাজার টাকা করে ৪০ হাজার জনের মধ্যে এ সহায়তা দেওয়া হয়। সারা দেশে আবেদন আছে প্রায় কয়েক লাখ; কিন্তু বরাদ্দ স্বল্পতার কারণে সব আবেদনকারী সরকারি সহায়তা পাচ্ছেন না। এ খাতে বরাদ্দ বাড়ানোর দাবি করেছেন সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকে আলোচিত ‘বিশেষ দক্ষতা মূল্যায়ন’ অবশেষে স্থগিত

কাজী নজরুলকে নিয়ে সত্যিকারের গবেষণা হয় না : দুদু

মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটির নামে সভা-সমাবেশ নয় : মুক্তিযোদ্ধা দল 

জামালপুরে শহীদ ও আহতদের পরিবারের পাশে তারেক রহমান

বুয়েট শিক্ষার্থীদের রক্তাক্ত করার সাহস প্রশাসন কোথায় পায় : সারজিস

ইসরায়েলের সঙ্গে নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

‘সিজি বেশি থাকলেই উড়তে হয় না জেসমিন’—ফেসবুকে ভাইরাল সংলাপ

কাজী নজরুলকে নিয়ে সত্যিকারের গবেষণা হয় না : দুদু

৪ বছর পর শপথ নিলেন ইউপি চেয়ারম্যান 

সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়াতে চান? ব্যবহার করুন এই ১০টি হ্যাশট্যাগ

১০

বিস্ফোরণ ঘটিয়ে বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান

১১

আলুর সর্বনিম্ন দাম বেঁধে দিল সরকার

১২

বালু-পাথর নিয়ে সিলেট জেলা প্রসাশনের নতুন নির্দেশনা

১৩

‘কুত্তার মতো পেটায়, এজন্য কি যুদ্ধ করেছিলাম’, আদালতে রিয়াদ

১৪

কুয়েট শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

১৫

ভোটকেন্দ্রে সেনাবাহিনী রাখা নিয়ে উমামার উদ্বেগ

১৬

বিনামূল্যে অতিরিক্ত ব্যাগেজ সুবিধা নিয়ে ‘বড় সুখবর’ দিল নভোএয়ার 

১৭

আমির হোসেন আমুর সহকারী আজাদ গ্রেপ্তার

১৮

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ভাষা এক হলে আমি কী করব : মমতা

১৯

একসঙ্গে ২২৫ কর পরিদর্শককে বদলি

২০
X