দিনে এখনও কিছুটা গরম থাকলেও রাতের ঠান্ডা বাতাস জানান দিচ্ছে—শীত দরজায় কড়া নাড়ছে। এই সময়টায় আমরা ধীরে ধীরে এসি বন্ধ করে দিই, কারণ সামনে দীর্ঘ সময় সেটি আর ব্যবহার হবে না। কিন্তু বন্ধ করার আগে এসির একটু যত্ন না নিলে পরের গরমে সমস্যা দেখা দিতে পারে।
আরও পড়ুন : ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারে সাবধান হোন ৭ সহজ উপায়ে
আরও পড়ুন : স্মার্টফোনের গুরুত্বপূর্ণ তথ্য রক্ষায় মানুন এই ৫ নিরাপত্তা টিপস
শীতের আগে এসি বন্ধ করার সময় কিছু সহজ কাজ করে রাখলে তা দীর্ঘসময় ভালো থাকে, আর পরের ব্যবহারেও ঝামেলা হয় না। চলুন জেনে নেই কী কী করতে হবে-
ফিল্টার পরিষ্কার করে রাখুন : এসি চালানোর সময় ফিল্টারে ধুলাবালি জমে। যদি ফিল্টার অপরিষ্কার থাকে, তাহলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে এবং বাতাসও ঠিকমতো ঠান্ডা হয় না। তাই শীতকালের আগে ফিল্টার খুলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে শুকিয়ে আবার লাগিয়ে রাখুন।
ভেতরের ও বাইরের ইউনিট পরিষ্কার করুন : ইভাপোরেটর (অন্দরমহলের ইউনিট) এবং কনডেনসার (বাইরের ইউনিট)-এ যদি ধুলা জমে, তাহলে বাতাস চলাচলে বাধা পড়ে। প্রয়োজনে একজন টেকনিশিয়ান ডেকে সার্ভিস করিয়ে নিন।
ড্রেন পাইপ ভালোভাবে পরিষ্কার করুন : ড্রেন পাইপে যদি ময়লা জমে থাকে, তাহলে পানি লিক করতে পারে। শীতের আগে পাইপ ভালোভাবে ব্লোয়ার বা ভ্যাকুয়াম দিয়ে পরিষ্কার করে রাখুন।
বাইরের ইউনিট ঢেকে রাখুন : শীতকালে যেহেতু এসি ব্যবহার হবে না, তাই বাইরের ইউনিটে কভার দিয়ে ঢেকে দিন। এতে ধুলাবালি কম লাগবে ও ইউনিট ভালো থাকবে।
ব্যাটারি ও পাওয়ার প্লাগ খুলে দিন : অনেকদিন রিমোট ব্যবহার না করলে ব্যাটারি থেকে লিক হয়ে রিমোট নষ্ট হতে পারে। তাই ব্যাটারি খুলে রাখুন। একইভাবে এসির পাওয়ার প্লাগ খুলে রাখলে বিদ্যুৎ অপচয়ও হবে না, আবার নিরাপদও থাকবে।
আরও পড়ুন : পুরোনো টুথব্রাশ ব্যবহার করলে হতে পারে যেসব ক্ষতি
আরও পড়ুন : কিউআর কোড স্ক্যান করার আগে সতর্ক থাকুন
শীতকালের আগে এসির এই ছোট ছোট যত্ন আপনার ডিভাইসটিকে দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করবে। এতে করে গরম শুরু হলে আবার চালাতে গেলে কোনো ঝামেলা পোহাতে হবে না। নিজের ঘর যেমন পরিষ্কার রাখেন, তেমনি আপনার এসিকেও শীতঘুমে পাঠানোর আগে একটু যত্ন দিন।
মন্তব্য করুন