সিলেটের নানাবিধ সমস্যা চিহ্নিত, সমাধান, উন্নয়ন ও দলীয় মনোনয়ন বিষয়ে দৈনিক কালবেলার সঙ্গে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
শনিবার (১১ অক্টোবর) রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিলেট মহানগর বিএনপি ও জেলার নেতাদের সঙ্গে সামগ্রিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করে আমরা সিলেটের সমস্যা চিহ্নিত ও সমাধানের চেষ্টা করব।
সিলেটের উন্নয়ন বিষয়ে তিনি বলেন, ইনশাআল্লাহ আগামীতে জনগণ যদি আমাদের দায়িত্ব দেন তবে সিলেটের সার্বিক উন্নয়নে সর্বাধিক প্রচেষ্টা রাখবে বিএনপি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্ত দলীয় মনোনয়নের বিষয়ে বিএনপির এ নেতা বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। আমরা এখনো মনোনয়ন বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। সময়মতো সবাই জানতে পারবেন।
এর আগে তিনি সিলেটের তামাবিল সীমান্তে আওয়ামী সরকারের আমলে গুম হওয়ার ঘটনার ওপর ডকুমেন্টারি নির্মাণে অংশ নিতে দুপুরে সিলেটে আসেন।
এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, আমি জানতাম আমাকে কোথাও নিয়ে ক্রসফায়ার দেওয়া হবে বা মেরে ফেলা হবে। সেই রকম অনুভূতিতেই ছিলাম। চোখ ও হাত বাঁধা অবস্থায় সম্ভবত এ রাস্তা দিয়ে (তামাবিল সীমান্ত) সীমান্ত পার করে ভারতের শিলংয়ে নেওয়া হয়। শিলংয়ের জয়পুরে যাওয়ার একটু আগে চোখ খুলে দিয়ে আমাকে ছেড়ে দেয়।
তিনি আরও বলেন, ছেড়ে দেওয়ার পরে পথচারী ও এলাকাবাসীর সহায়তায় আমি পুলিশের দ্বারস্থ হই। কিন্তু পরে আমাকে মানসিক হাসপাতালে পাঠানো হয়। তখন অবশ্য আমি ভাবছিলাম, বাকি জীবনটা হয়তো আমাকে এখানেই কাটাতে হবে। যাইহোক আল্লাহর অশেষ রহমতে বেঁচে আছি।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্তের তামাবিল ইমিগ্রেশন ও নলজুরী খাসিয়া হাওরসহ বিভিন্ন জায়গা পরিদর্শন করে স্মৃতিচারণ করেন সালাহউদ্দিন আহমদ। ২০১৫ সালের ১০ মে সন্ধ্যায় তাকে এ পথে ভারতের শিলং নেওয়া হয় বলে দাবি করেন তিনি।
মন্তব্য করুন