আজকাল প্রায় সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন—পরিবার, বন্ধু বা কাজের কথা বলার জন্য এটা আমাদের সবার জীবনেরই একটা অংশ হয়ে গেছে। কিন্তু আপনি কি জানেন, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কেউ চুপিচুপি ব্যবহার করতে পারে?
হ্যাঁ, ভুল করে অথবা হ্যাকিংয়ের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে কেউ ঢুকে গেলে, আপনার ব্যক্তিগত বার্তা, ছবি বা তথ্য ঝুঁকির মধ্যে পড়তে পারে। তবে চিন্তার কিছু নেই—আপনি নিজেই খুব সহজে দেখে নিতে পারেন, আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত আছে কি না।
আরও পড়ুন : ব্লাড সুগার বাড়ানো থেকে রক্ষা পেতে বাদ দিন সকালের ৪ খাবার
আরও পড়ুন : ত্বকে যেসব পরিবর্তন দেখলে সতর্ক হওয়া জরুরি, হতে পারে হার্টের সমস্যা!
চলুন দেখে নিই ৫টি সহজ উপায়ে কীভাবে বুঝবেন, আপনার হোয়াটসঅ্যাপ কেউ ব্যবহার করছে কি না।
লিঙ্কড ডিভাইস চেক করুন
আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপে যান। তারপর Settings > Linked Devices এ যান।
এখানে যদি কোনো অজানা ডিভাইস (যেমন অচেনা ফোন, কম্পিউটার বা ব্রাউজার) যুক্ত থাকে, তাহলে সেটি থেকে Log out করে দিন। সব ডিভাইস থেকেও Log out করতে পারবেন এখান থেকেই।
ওয়েব/ডেস্কটপে লগইনের নোটিফিকেশন
কেউ যদি হোয়াটসঅ্যাপ ওয়েব বা ডেস্কটপে আপনার অ্যাকাউন্টে ঢোকে, তাহলে আপনার ফোনে নোটিফিকেশন আসার কথা। এমন কিছু দেখলে সতর্ক হোন।
অচেনা চ্যাট বা বার্তা দেখলে খেয়াল করুন
হঠাৎ কোনো নতুন গ্রুপে যুক্ত হয়ে গেলেন? কারও কাছে এমন বার্তা গেল, যেটা আপনি লেখেননি? এসব হলে বুঝবেন কেউ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস করছে।
লাস্ট সিন বা অনলাইন স্ট্যাটাস মিলিয়ে দেখুন
আপনি অ্যাপে ঢোকেননি, অথচ কেউ আপনাকে দেখছে online বা last seen recently? এমন হলে ধরে নিন, কিছু একটা গড়বড় হচ্ছে।
সিকিউরিটি কোড চেঞ্জ হলে নোটিফিকেশন পান
কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকে থাকলে এনক্রিপশন সিকিউরিটি কোড বদলাতে পারে। সেটি জানতে হলে যান Settings > Account > Security এবং Show Security Notifications অপশনটি চালু করুন।
- অজানা কোনো ডিভাইসে লগ ইন থাকলে সঙ্গে সঙ্গে লগ আউট করুন।
- অচেনা বার্তা বা আচরণ দেখলে অ্যাকাউন্ট নিরাপত্তা যাচাই করুন।
- প্রয়োজনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রিসেট করুন এবং নতুন পিন ব্যবহার করুন।
আরও পড়ুন : যে ৫ কারণে খাবারের তালিকায় রাখবেন কাঁকরোল
আরও পড়ুন : অন্তর্বাস থেকে কি আসলেই ক্যানসার হয়
নিজের তথ্য নিজেরই সুরক্ষা করতে হবে। একটু সচেতন থাকলেই হোয়াটসঅ্যাপে নিরাপদ থাকা সম্ভব।
মন্তব্য করুন