কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৫ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

অবরোধ শেষ বিএনপি নতুন কর্মসূচি দেয়নি

অবরোধ শেষ বিএনপি নতুন কর্মসূচি দেয়নি

চল্লিশ দিন পর হরতাল বা অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা দেয়নি বিএনপি। গত ২৯ অক্টোবর হরতাল ঘোষণার মাধ্যমে সরকার পতনে লাগাতার কর্মসূচি পালন করে আসছিল বিএনপি ও সমমনা দল এবং জোটগুলো। দশম দফায় ৪৮ ঘণ্টা অবরোধ সফলে বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেই গতকাল বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে বিক্ষিপ্ত মিছিল-পিকেটিং করেছেন অবরোধকারীরা। আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ঢাকাসহ সারা দেশে মানববন্ধন কর্মসূচি রয়েছে বিএনপির। সেদিন আবারও হরতাল বা অবরোধের মতো নতুন কর্মসূচির ঘোষণা আসবে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানীতে দুটি এবং কুমিল্লায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খুলনা-মোংলা মহাসড়কে রামপাল থানার সোনাতুনিয়া মাদ্রাসার কাছে গাছ কেটে সড়ক অবরোধ করা হয়। ময়মনসিংহে বিএনপির মিছিলে পুলিশ বাধা দেওয়ায় সংঘর্ষ হয়েছে। সরকারের পদত্যাগের একদফা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল ও গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল, যা আজ শুক্রবার ভোর ৬টায় শেষ হয়েছে।

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপিসহ জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম, বাম গণতান্ত্রিক ঐক্য, এবি পার্টি, গণঅধিকার পরিষদ পৃথকভাবে এ কর্মসূচি পালন করেছে। আজ শুক্রবার অবরোধ বা বিএনপির কঠোর কোনো কর্মসূচি না থাকায় গতকাল বিকেলের পর থেকে সব রুটেই দূরপাল্লার বাস ছেড়েছে বলে জানা গেছে। তবে নাশকতা এড়াতে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও চোখে পড়েছে।

বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ: গতকাল সকালে বৃষ্টিতে ভিজে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর শাহজাহানপুরে মিছিল ও পিকেটিং করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি পীরজঙ্গি মাজার মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় টায়ার জ্বালিয়ে তারা সড়ক অবরোধ করেন। রাজধানীর ধানমন্ডি এলাকার সাত মসজিদ রোডে স্বেচ্ছাসেবক দলের মিছিলে অংশ নেন কেন্দ্রীয় নেতারা। পুরানা পল্টন আজাদ প্রোডাক্টসের সামনে থেকে দৈনিক বাংলা মোড়, আনসার ক্যাম্প থেকে খিলগাঁও পুলিশ ফাঁড়ি, সেগুনবাগিচা, বিশ্বরোড বাসাবো সংযোগ, ধানমন্ডি ২ নম্বরে বিক্ষোভ মিছিল হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ ছাড়া শাহবাগ মোড় থেকে পরীবাগ, পল্টন, কমলাপুর, মহাখালী ও ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল হয়েছে।

জামায়াতের মিছিল-পিকেটিং: এদিকে জামায়াতের ইসলামী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার অবরোধ সফলে রাজধানীর মিরপুর-১, কাজীপাড়া, বাড্ডা, মোহাম্মদপুর, পল্লবী, পুরান ঢাকার সিদ্দিক বাজার, ডেমরায় বিক্ষোভ মিছিল করেছে।

রাজধানীতে ২ বাসে আগুন: অবরোধ চলাকালে গতকাল দুপুর ১টা ৩৫ মিনিটে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে তরঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ প্রটেকশনে অগ্নিনির্বাপণ করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান। এ ছাড়া সকাল সাড়ে ৯টার দিকে মতিঝিল বক চত্বরে গাজীপুর পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে গতকাল বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে ১২টি যানবাহনে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকায়। গতকাল বৃহস্পতিবার দুপুরে মো. শাহজাহান শিকদার বলেন, গাজীপুরে দুটি, চট্টগ্রামে তিনটি ও সিরাজগঞ্জে একটি করে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়টি বাস, দুটি কাভার্ডভ্যান, একটি ট্রাক ও তিনটি পিকআপভ্যান ক্ষতিগ্রস্ত হয়।

ঢাকার বাইরে অবরোধের চিত্র: কুমিল্লা নগরীর সদর দক্ষিণ উপজেলা উনাইসার এলাকায় বৃহস্পতিবার ভোরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ইপিজেড ফাঁড়ির পরিদর্শক মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ময়মনসিংহের নান্দাইলে অবরোধের সমর্থনে বিএনপির মিছিলে পুলিশের বাধা দেওয়ায় বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মাজার বাসস্ট্যান্ড নামক এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ চারটি টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ ও ১৫টি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে পুলিশের এসআই কামাল হোসেন, কনস্টেবল জাহিদুলসহ বিএনপির ৩৫ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় বিএনপির অজ্ঞাত এক কর্মীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সুমন মিয়া বলেন, মিছিলটি ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে উঠতে চাইলে তাদের নিষেধ করা হয়। পরে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর চড়াও হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়া হয়েছে। একজনকে আটক করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু অক্টোবরে

শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বুয়েট শিক্ষক সমিতির নিন্দা

আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে গাজার ৫২ শিক্ষার্থী

৬২৯ ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা

বড় বোনের অনুপ্রেরণাতেই ডাকসু নির্বাচনে ছোট বোন

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল শুরুর সময় পরিবর্তন

‘ডিবির তাড়া খেয়ে’ নদীতে ঝাঁপ দিয়ে বালু ব্যবসায়ীর মৃত্যু

লন্ডন থেকে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইসি কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে : ১২ দলীয় জোট

শিশুকে ‘ধর্ষণের পর হত্যা’ সেপটিক ট্যাঙ্কে মিলল মরদেহ

১০

দুই দফা দাবিতে নতুন কর্মসূচি মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীর 

১১

সাতক্ষীরায় যুবদল নেতা বহিষ্কার

১২

শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা উত্তর সিটি

১৩

চট্টগ্রামে হোমিওপ্যাথিক বিএইচএমএস কোর্স চালু করবে চসিক

১৪

২০০ রানের ওপরে দলকে নিয়ে যেতে চান লিটন

১৫

ইরানের ওপর ফের ৩ দেশের নিষেধাজ্ঞার ঘোষণা

১৬

উপসচিব পদে ২৬৮ কর্মকর্তাকে পদোন্নতি

১৭

গেন্ডারিয়ায় শতবর্ষী পুকুর উদ্ধারে রাজউকের অভিযান

১৮

জুলাই জাতীয় সনদ / আগামী সপ্তাহে দলগুলোর সঙ্গে আবারও বসবে ঐকমত্য কমিশন

১৯

ইস্ট অ্যাংলিয়া প্রতিনিধি দলের সঙ্গে ইউজিসি’র বৈঠক

২০
X