আলী ইব্রাহিম
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৩ এএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৭:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

সাড়ে তিনশ কোটি টাকা পাচার ১৬ প্রতিষ্ঠানের

শুল্ক গোয়েন্দা প্রতিবেদন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আমদানি-রপ্তানির সঙ্গে যুক্ত ১৬ প্রতিষ্ঠানের অর্থ পাচারের প্রাথমিক প্রমাণ পেয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এসব প্রতিষ্ঠান জালিয়াতির মাধ্যমে ৩৫০ কোটি টাকার বেশি বিদেশে পাচার করেছে। সংস্থাটির তদন্তে এসব চিত্র উঠে এসেছে। এরই মধ্যে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে অনুমোদন চাওয়া হয়েছে।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, পাবনার ঈশ্বরদী ইপিজেডের প্রতিষ্ঠান ফুজিয়ান এক্সপোর্ট কোম্পানির নামে মিথ্যা ঘোষণার আড়ালে ৮৪ লাখ ৬ হাজার শলাকা ওরিসসহ বিদেশি সিগারেট আমদানি করে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ওশান ট্রান্সপোর্ট লাইন। এলসি বা টিটির কোনো ধরনের ব্যাংকিং লেনদেন ছিল না এই অ্যাসাইনমেন্টে। বিদেশি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে চট্টগ্রাম কাস্টম হাউসে এ ধরনের অনিয়ম করে আসছে একটি চক্র। তাই বিদেশি প্রতিষ্ঠানের নির্ধারিত সিঅ্যান্ডএফের বাইরে কোনো এজেন্ট পণ্য খালাস প্রক্রিয়ায় থাকলে নজরদারি বাড়াতে বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। শুধু এসব সিন্ডিকেটই নয়, এমইটি এগ্রোফুড কোম্পানি কোনো ধরনের পণ্য রপ্তানি না করে শুধু সেলস কন্ট্রাকের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক থেকে রপ্তানি প্রণোদনার প্রায় ৫ কোটি টাকা আত্মসাৎ করেছে। একই সঙ্গে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে প্রায় ১৬ কোটি টাকা রেমিট্যান্স হাউসের মাধ্যমে এনে পাচার করেছে বলে শুল্ক গোয়েন্দার প্রতিবেদনে উঠে এসেছে। এ ছাড়া কাকরাইলের নামসর্বস্ব প্রতিষ্ঠান এশিয়া ট্রেডিং শুধু ২০২২ সালেই ১৩৯২টি বিল অব এক্সপোর্ট জালিয়াতির মাধ্যমে প্রায় ২৮২ কোটি ৭৮ লাখ ২৬ হাজার ৯২৫ টাকা পাচার করেছে।

শুল্ক গোয়েন্দার প্রতিবেদন সূত্রে আরও জানা গেছে, রাজধানী উত্তরার নিগার প্লাজার রপ্তানিকারক প্রতিষ্ঠান ইলহাম। তারা সিঅ্যান্ডএফ এজেন্ট লাইমেক্স শিপার্স লিমিটেডের মাধ্যমে ৩৮টি বিল অব এক্সপোর্টের মাধ্যমে ১৬ কোটি ৯০ লাখ ৬৫ হাজার ৯১৪ টাকা বিভিন্ন দেশে পাচার করেছে। এ ছাড়া আরও ৪৭ লাখ টাকা অর্থ পাচারের চেষ্টা করেছিল। শুল্ক গোয়েন্দাদের তৎপরতার কারণে এই টাকা পাচার করতে না পারলেও বড় অঙ্কের ওই অর্থ বিভিন্ন দেশে পাচার করার প্রমাণ তদন্ত প্রতিবেদনে উঠেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করার জন্য অনুমোদন চেয়েছে শুল্ক গোয়েন্দা। রাজধানীর উত্তরা-৯ সেক্টরের প্রতিষ্ঠান সাবিহা সাইকি ফ্যাশন ৯৪টি বিল অব এক্সপোর্ট জালিয়াতির মাধ্যমে ২৮ কোটি টাকা পাচার করেছে। প্রতিষ্ঠানটি প্রথমে ২০২১ সালে চারটি বিল অব এক্সপোর্ট জালিয়াতি করে। এই জালিয়াতিতে ধরা না পড়ায় ২০২২ সালে ৯টি বিলে জালিয়াতি করে। ২০২৩ সালে ৮১টি বিল অব এক্সপোর্ট জালিয়াতি করে বিদেশে অর্থ পাচার করে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তদন্তে এসব ভয়াবহ জালিয়াতির প্রমাণ উঠে এসেছে। এ ছাড়া চট্টগ্রামের আগ্রাবাদের প্রতিষ্ঠান বাংলাবিনা পাচার করেছে ১ কোটি ৩৪ লাখ টাকা, জারা কালেকশন প্রায় ৩০ লাখ টাকা, আর এস সোসিং ১ কোটি ৬৩ লাখ টাকা, ফাতেমা ইন্টারন্যাশনাল প্রায় ৮০ লাখ টাকা, ফ্যাশন ক্রিয়েট অ্যাপারেল ৮৪ লাখ ৬ হাজার ১০০ টাকা, সিয়াম এন্টারপ্রাইজ ৬৩ লাখ ৭৮ হাজার ৯১৭ টাকা, নিউ ইউর চয়েস ফেব্রিক্স ৫৩ লাখ ৭৫ হাজার ৫২৮ টাকা, সাদ ফ্যাশন ১ কোটি ১০ লাখ টাকা, সামিট ট্রেডিং ইন্টারন্যাশনাল ৩৩ লাখ টাকা এবং অ্যাপারেল অপশন পাচার করেছে ১৭ লাখ টাকা। এ ছাড়া আজিজ এন্টারপ্রাইজসহ বেশকিছু প্রতিষ্ঠানের অর্থ পাচারের বিষয়টি চলমান রয়েছে বলেও নিশ্চিত করেছে গোয়েন্দা সূত্র।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ফখরুল আলম কালবেলাকে বলেন, আমদানি-রপ্তানির ক্ষেত্রে যেসব চালানে আমাদের সন্দেহ হচ্ছে, তা চেক করে দেখছি। আর যারা আমদানি-রপ্তানির মাধ্যমে অর্থ পাচার করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি। এরই মধ্যে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এ-সংক্রান্ত অনুসন্ধান এনবিআরের কাছে তুলে ধরেছি। একই সঙ্গে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের অগ্রগতির জন্য নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ : খোকন

মুলাদীর সাবেক পৌর মেয়র রুবেল কারাগারে

গাজা অভিমুখে যাচ্ছে আরও ১১ জাহাজ

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ 

বিএনপির বিরুদ্ধে গুজব ছড়িয়ে লাভ হবে না : মাহবুবুর রহমান

ইসলামকে ক্ষমতায় নিতে নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : চরমোনাই পীর

নির্বাচন নিয়ে ধর্ম ব্যবসায়ী একটি দল বিভ্রান্তি ছড়াচ্ছে : মির্জা আব্বাস 

শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

তারুণ্যের শক্তিই দেশে পরিবর্তনের প্রধান চালিকাশক্তি : জুয়েল

জাতিসংঘ সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহারে কৃতজ্ঞতা ফিলিস্তিনের

১০

জুমার নামাজে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের

১১

জনগণের প্রত্যাশা পূরণ করলে ভোট চাইতে হয় না : হাসনাত

১২

জিয়াউর রহমান অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন : চসিক মেয়র

১৩

কর্মসংস্থান তৈরিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ

১৪

জুলাই সনদ বাস্তবায়নে আইনগত বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

১৫

অনির্দিষ্টকালের অনশন কর্মসূচিতে সুমুদ ফ্লোটিলার আটক অভিযাত্রীরা

১৬

১০০ আসনে প্রার্থী দেবে বাংলাদেশ লেবার পার্টি 

১৭

৭০ কিলোমিটার রাস্তা সংস্কার করল লালমনিরহাট যুবদলের নেতাকর্মীরা

১৮

‎প্রেম করে বিয়ে, বউকে ঘরে তোলা হলো না খালেকের

১৯

অর্থহীনের নতুন গান ‘উন্মাদ’

২০
X