কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০২:৩৯ এএম
আপডেট : ০৭ মে ২০২৪, ০৯:০০ এএম
প্রিন্ট সংস্করণ

হেভিওয়েটদের ভাগ্য পরীক্ষা আজ

লোকসভা নির্বাচন
হেভিওয়েটদের ভাগ্য পরীক্ষা আজ

ভারতে চলমান অষ্টাদশ লোকসভা নির্বাচনে আজ মঙ্গলবার ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি আসনে ভোট গ্রহণ হবে। মোট ১ হাজার ৩৩১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজকের ভোটে। তাদের মধ্যে অমিত শাহ, শিবরাজ সিং চৌহান, বাসবরাজ বোম্মাই, প্রহ্লাদ প্যাটেল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, দিগ্বিজয় সিং, নারায়ণ রাণেসহ একাধিক হেভিওয়েট নেতা পরীক্ষায় বসবেন আজ। এদিকে তৃতীয় দফা ভোটের আগে রোববার মধ্যরাতে উত্তর প্রদেশের আমেথিতে হামলা হয়েছে কংগ্রেস অফিসে। হামলার পাশাপাশি সেখানে বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। এ ঘটনায় সেখানে বেশ উত্তেজনা দেখা দিয়েছে। খবর এনডিটিভির

আজ যে ৯৩টি আসনে ভোট গ্রহণ হবে সেগুলো হচ্ছে—আসামের ৪, বিহারের ৫, ছত্তিশগড়ের ৭, গোয়ার ২, গুজরাটের ২৫, কর্ণাটকের ১৪, মধ্যপ্রদেশের ৯, মহারাষ্ট্রের ১১, পশ্চিমবঙ্গের ৪, উত্তর প্রদেশের ১০, দাদরা অ্যান্ড নগর হাভেলি এবং দমন অ্যান্ড দিউর ২টি আসনে। আজকের ভোটে ভাগ্য নির্ধারণ হবে ১০ জন কেন্দ্রীয় মন্ত্রী, ৪ জন সাবেক মুখ্যমন্ত্রীসহ একাধিক হেভিওয়েটের। অমিত শাহ, শিবরাজ সিং চৌহান, বাসবরাজ বোম্মাই, প্রহ্লাদ প্যাটেল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, দিগ্বিজয় সিং, নারায়ণ রাণের ভোট পরীক্ষা হবে আজ। গতবার এ ৯৩ আসনের মধ্যে ৭৫টিতেই জয়ী হয়েছিল এনডিএ। ৪টি আসনে জয়ী হয়েছিল অবিভক্ত শিবসেনা। বর্তমানে ইন্ডিয়া ব্লকে থাকা দলগুলো সব মিলিয়ে জিতেছিল ১১টি আসনে। দুটি আসনে জয়ী হয়েছিলেন নির্দলীয় প্রার্থীরা। একটি আসন জিতেছিল এআইইউডিএফ। পশ্চিমবঙ্গে আজ ভোট গ্রহণ হবে জঙ্গিপুর, মুর্শিদাবাদ, উত্তর মালদহ ও দক্ষিণ মালদহ লোকসভা আসনে। ২০১৯ সালের নির্বাচনে উত্তর মালদহ আসনটি জিতেছিল বিজেপি। দক্ষিণ মালদহ আসনে জয়ী হয়েছিল কংগ্রেস। জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস। কংগ্রেস এবং তৃণমূল জাতীয় স্তরে ইন্ডিয়া ব্লকের সদস্য হলেও রাজ্যে তারা একে অন্যের বিরুদ্ধে লড়ছে। উত্তর মালদহ থেকে গতবার বিজেপির খগেন মুর্মু ৮৪ হাজার ভোটে জয়ী হয়েছিলেন। দক্ষিণ মালদহ থেকে আবু হাসেম খান চৌধুরী জিতেছিলেন মাত্র ৮ হাজার ভোটে। মুর্শিদাবাদ থেকে গতবার তৃণমূলের আবু তাহের খান জিতেছিলেন ২ লাখ ২৬ হাজার ভোটে। জঙ্গিপুর থেকে তৃণমূলের খলিল উর রহমান জয়ী হয়েছিলেন ২ লাখ ৪৫ হাজার ভোটে। এবার শুধুমাত্র দক্ষিণ মালদহ থেকে কংগ্রেস জয়ী প্রার্থী বদল করেছে। এবার সেই আসন থেকে লড়ছেন আবু হাশেম খান চৌধুরীর ছেলে ইশা খান চৌধুরী। বাকি তিন আসনে জয়ী প্রার্থীরা নিজেদের দল থেকে প্রার্থী হয়েছেন ফের। এবারও এ চার আসনে গতবারের মতো ফল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে উত্তর প্রদেশের আমেথিতে রোববার মধ্যরাতে কংগ্রেস পার্টি অফিসে হামলা চালিয়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। হামলার সময় দুর্বৃত্তরা বাইরে পার্ক করা বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে এবং হট্টগোল সৃষ্টি করে পালিয়ে যায়। এ ঘটনায় কংগ্রেসের কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা রাতেই উত্তেজিত হয়ে বিক্ষোভে নামেন। ঘটনার পরই পার্টি অফিসে ছুটে আসেন কংগ্রেস জেলা সভাপতি প্রদীপ সিঙ্গল। এখানে গত নির্বাচনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরেছিলেন। এবার রাহুল এখানে নির্বাচন করছেন না। এর বদলে তিনি রায়বেরেলিতে মা সোনিয়া গান্ধীর ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হয়েছেন। অফিস ভাঙচুরের ঘটনায় কংগ্রেস বিজেপির স্মৃতি ইরানিকে দুষছে। এক্স হ্যান্ডেলে কংগ্রেসের পক্ষ থেকে আমেথির বিজেপি প্রার্থীকে অভিযুক্ত করে পোস্ট করা হয়েছে। এতে লেখা হয়েছে, ‘স্মৃতি ইরানি এবং বিজেপি কর্মীরা আমেথিতে ভয় পেয়ে গেছে। পরাজয়ের ভয়ে বিজেপির দুষ্কৃতকারীরা লাঠি, রড নিয়ে কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করেছে। অফিসের বাইরে রাখা গাড়িও ভাঙচুর করেছে তারা। আমেথির মানুষ এবং কংগ্রেসের কর্মীদের ওপর আঘাত হানার চেষ্টা হয়েছে। অনেকেই এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন।’

কংগ্রেসের পক্ষ থেকে একটি ভিডিও ফুটেজও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লেখা হয়েছে, ‘ঘটনার সময় সাধারণ মানুষের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। গোটা ঘটনায় পুলিশ নির্বাক। এ হামলা প্রমাণ করছে, আমেথিতে বিজেপি হারছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচনার মাধ্যমে জবির সমস্যা দ্রুত সমাধান করা হবে : মাহফুজ আলম

সাম্য হত্যায় গ্রেপ্তার তামিমের বাড়িতে আগুন দিল জনতা

এখন সবাই পাকিস্তানকে সম্মানের চোখে দেখছে : খাজা আসিফ

শুয়ে মরার থেকে বীর হয়ে শহীদ হওয়া অনেক গর্বের : ইরানের প্রেসিডেন্ট

সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ

ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিল জনতা

রাস্তাতেই রাত কাটিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা 

কেমন কাটতে পারে আজকের দিন, জেনে নিন রাশিফলে

ভারতের ‘আরেকটি অভিযানের’ ভয় করছে পাকিস্তান

দুপুরে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড় হতে পারে

১০

‘বিয়ে না হওয়া পর্যন্ত এ বাড়ি থেকে যাব না’

১১

পারস্য উপসাগর / ইরানের চাপে নাম পরিবর্তন থেকে সরছে যুক্তরাষ্ট্র

১২

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৩

ইসরায়েলকে ছাড় দিয়ে ইরানকে টার্গেট করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ আরঘচির

১৪

টিভিতে আজকের খেলা

১৫

১৫ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৭

১৫ মে : আজকের নামাজের সময়সূচি

১৮

সীমান্তে বজ্রপাতে বিজিবির সদস্যের মৃত্যু

১৯

সীমান্তের ভুল তথ্য দিয়ে হয়রানি, ভুয়া এনএসআই সদস্য আটক

২০
X