বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০২:৩০ এএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৮:২৮ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

ডেঙ্গু নিয়ন্ত্রণ হবে কীভাবে

ডেঙ্গু নিয়ন্ত্রণ হবে কীভাবে

পৃথিবীর বিভিন্ন দেশ ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল হয়েছে। কিন্তু আমাদের দেশে ডেঙ্গু সমস্যা প্রায় দুই যুগ অতিবাহিত হতে চললেও, এ ক্ষেত্রে কোনো সফলতা নেই। এটি অত্যন্ত হতাশার ও দুঃখের কথা।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, দেশে চলতি বছর এখন পর্যন্ত নতুন করে প্রায় আড়াইশ মানুষের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। রোগটির প্রকোপের বর্তমান পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। গড়ে সাত-আটজনের মৃত্যু হচ্ছে প্রতিদিন। শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তিও গড়ে হাজারের বেশি। চলতি বছর মৃতদের মধ্যে সবচেয়ে বেশি কর্মক্ষম মানুষ, যা দুই-তৃতীয়াংশ। অর্থাৎ যাদের আয়ের ওপর নির্ভর করে পরিবার। যদিও কোনো মৃত্যুই কাম্য নয়, তবুও ডেঙ্গুতে এসব কর্মক্ষম মানুষের চলে যাওয়া সংশ্লিষ্ট পরিবারগুলোকে যে বিশাল অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়, তা বলাই বাহুল্য।

সারা দেশে রোগটি ছড়িয়ে পড়ার জন্য মশকনিধনে স্থানীয় সরকার মন্ত্রণালয়, সিটি করপোরেশন ও দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের ব্যর্থতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। আর কর্মক্ষম মানুষের মৃত্যু বেশি হওয়ার নেপথ্যে অবহেলা সবচেয়ে বেশি দায়ী করছেন তারা। জ্বর জ্বর অনুভব করলেও কাজ ফেলে কেউ যাচ্ছে না ডেঙ্গু পরীক্ষা করতে। ফলে রোগটি নীরবে মৃত্যুর দিকে ধাবিত করছে আক্রান্ত ব্যক্তিকে। পরিস্থিতির অবনতি হলে রোগীকে হাসপাতালে নিয়ে এলেও শেষরক্ষা হয় না।

আমরা জানি, গত দুই দশকেরও অধিক সময়ে বহু মানুষের মৃত্যু হয়েছে রোগটিতে। রোগটির প্রকোপ সাধারণত শহরকেন্দ্রিক বিশেষ করে ঢাকা শহরে শুরু হলেও এখন এর বিস্তার সারা দেশে। শুধু তাই নয়, একসময় যা ছিল বছরের একটি নির্দিষ্ট সময়ে, এখন তা প্রায় সারা বছরের সমস্যায় পরিণত হয়েছে। অর্থাৎ দিন দিন এর প্রকৃতি, ধরন পাল্টাচ্ছে। একই সঙ্গে পাল্টাচ্ছে এটি মোকাবিলায় চ্যালেঞ্জ। এ নিয়ে নানা উদ্যোগ, পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে এসবে বরাবরই অনুপস্থিত ছিল উপযুক্ত ও সময়োপযোগী পদক্ষেপ। দেদার টাকা খরচ, বিশেষ করে ঢাকার দুই সিটি করপোরেশনে ব্যয়ের পরিমাণ চোখ কপালে তোলার মতো। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সমস্যা দিন দিন বেড়েই চলেছে। আবার উদ্যোগগুলোর বেশিরভাগই ছিল প্রশ্নবিদ্ধ, ক্ষেত্রবিশেষে হাস্যকরও। পাশাপাশি ছিল স্বচ্ছতা ও জবাবদিহির অভাব। তা সত্ত্বেও দেখা গেছে, গতানুগতিক পদ্ধতিতে মশকনিধনের নানা আয়োজন, যার বেশিরভাগই ‘লোকদেখানো’। এতে মশা বাগে না এলেও প্রতি বাজেটে যুক্ত হয় বাড়তি ব্যয়। জনগণের টাকারই শুধু শ্রাদ্ধ হয়, যা গ্রহণযোগ্য নয়।

আমাদের প্রতিবেশী দেশ ভারতের কলকাতাসহ সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো বেশ কয়েকটি দেশের এডিস মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সফলতার কথা অজানা নয়। আমরা মনে করি, দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে এ পরিণতির পেছনে দীর্ঘ সময় ধরে চলমান অপরিকল্পিত নগরায়ণ, মশক নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের ব্যর্থতা, স্বাস্থ্য খাতের দুরবস্থাসহ সংশ্লিষ্টদের সমন্বয়হীনতা প্রধানত দায়ী। ফলে এটি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতাও জরুরি। এ ছাড়া দীর্ঘমেয়াদি উদ্যোগের ক্ষেত্রে যেসব দেশ ডেঙ্গু মোকাবিলায় সক্ষম হয়েছে, আমাদের দেশের বাস্তবতায় সেসব মডেল উপযুক্ত কি না এবং তা স্থায়ী সমাধানের দিকে নিয়ে যেতে পারবে কি না, তা গভীরভাবে ভেবে দেখা উচিত। আমাদের প্রত্যাশা, ছাত্র-জনতার অন্তর্বর্তী সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থায়ী সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে একক ব্যবস্থায় বাস চলবে : প্রেস উইং

ভিনিকে বিক্রি করে দিতে বললেন রিয়াল কিংবদন্তি

নতুন বিচারপতিদের মধ্যে সংখ্যালঘু নেই, ঐক্য পরিষদের ক্ষোভ

বিসিবির হাতে বিপিএলের স্পট ফিক্সিং তদন্ত প্রতিবেদন

ফেসবুকের বিরুদ্ধে জিডি করেছেন মাওলানা মামুনুল হক

চুল পড়া রোধ করবে যে জিনিস

ডাকসু নির্বাচন, আচরণবিধি সম্পর্কিত অভিযোগ নিষ্পত্তিতে টাস্কফোর্স গঠন

সাদাপাথরকাণ্ডে এবার পুলিশে বড় রদবদল

৪৫ বছর ধরে ঝুপড়ি ঘরে থাকা সেই দম্পতির পাশে ইউএনও

শুনানিতে বিএনপি-এনসিপির মারামারির ঘটনায় ইসির জিডি

১০

পাঁচ মাসে ১২ হাজার ২০০ কোটি টাকার প্রস্তাব পেল বিডা

১১

নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে : চরমোনাই পীর

১২

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণসহ হত্যায় ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন

১৩

বুয়েটের শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা

১৪

বিমানের নতুন চেয়ারম্যান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১৫

এখন হয় মনোনয়ন বাণিজ্য, পিআরে হবে এমপি বাণিজ্য : খোকন

১৬

ডাকসু নির্বাচন / আচরণবিধি সম্পর্কিত অভিযোগ নিষ্পত্তিতে টাস্কফোর্স গঠন

১৭

দ্বিতীয় ইরান হয়ে উঠছে ইয়েমেন, হিসাব মেলাতে পারছে না ইসরায়েল

১৮

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

১৯

দেশে স্বর্ণের নতুন দাম নির্ধারণ

২০
X