

হলিউডের বিখ্যাত গুপ্তচর চরিত্র জেমস বন্ড। আর এই চরিত্রে কি এবার দেখা যাবে বলিউডের বাদশাহ শাহরুখ খানকে? এমনই গুঞ্জন সাম্প্রতিক সময়ে ঝড় তুলেছে ভক্তদের হৃদয়ে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ফ্যানপেজ, সবখানেই একটাই প্রশ্ন, ‘তাহলে কি ০০৭ এজেন্টের স্যুট পরে অ্যাকশন জমিয়ে দেবেন শাহরুখ?’ আর ঠিক সেই জল্পনার মাঝে অবশেষে মুখ খুললেন কিং খান নিজেই।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে শাহরুখকে বেশ অ্যাকশনধর্মী সিনেমায় দেখা যায়। তারই পরিপ্রেক্ষিতে লন্ডনের এক অনুষ্ঠানে কিং খানকে প্রশ্ন করা হয়, এরপর কি হলিউডের জনপ্রিয় চরিত্র জেমস বন্ডে দেখা যাবে?
উত্তরে শাহরুখ বলেন, ‘না, আমার উচ্চারণ ওর মতো নয়। ওর পছন্দের পানীয়ও আমার পছন্দ নয়। আর সত্যি বলতে, আমি তেমন বেশি লড়াকু ছবিতে কাজ করিনি।’
লন্ডনের সেই ইভেন্টে কাজলও উপস্থিত ছিলেন। শাহরুখ মজা করে বলেন, ‘কাজল আমার জীবনে থাকায় তো প্রেমের ছবিই করেছি বেশি। বিপরীতে কাজল থাকলে লড়াইয়ের ছবি করা যায় না।’
আলোচনায় কাজল মনে করিয়ে দেন, শাহরুখ শুধু তার সঙ্গেই নয়, আরও অনেক অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন। জবাবে শাহরুখ বলেন, ‘ঠিক, তবে যেসব ছবিতে আমরা সবচেয়ে জনপ্রিয় হয়েছি, সেগুলোর নায়ক-নায়িকা আমরা দুজনে।’
উল্লেখ্য, সম্প্রতি লন্ডনের ব্যস্ততম লেস্টার স্কোয়ারে এবার স্থায়ীভাবে জায়গা করে নেয় শাহরুখ-কাজলের মূর্তি। লেস্টার স্কোয়ারে স্থায়ীভাবে জায়গা পাওয়া এই মূর্তিটি কেবল ‘ডিডিএলজে’র প্রতি শ্রদ্ধাই নয়, বরং ভারতীয় সিনেমার বিশ্বমঞ্চে দীর্ঘ প্রভাবেরও প্রতীক হয়ে রইল। উদ্বোধনী আয়োজনে শাহরুখ–কাজলের উপস্থিতি সেই আবেগকে আরও বহুগুণ বাড়িয়ে তোলে। লন্ডনের এই নতুন ল্যান্ডমার্ক এখন থেকে পর্যটক, সিনেমাপ্রেমী ও অনুরাগীদের জন্য হয়ে থাকবে এক বিশেষ আকর্ষণ—যেখানে দাঁড়িয়ে অনায়াসেই ফিরে যাওয়া যাবে চিরকালীন প্রেমের সেই জাদুকরী মুহূর্তে।
মন্তব্য করুন