কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০২:২৫ এএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:৪০ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

উত্তর মেলে না

উত্তর মেলে না

বাংলাদেশে চা শ্রমিকদের মানবেতর জীবনযাপন এবং তাদের শ্রমের অবমূল্যায়ন নিয়ে তীব্র বৈষম্যের বিষয়টি দীর্ঘদিনের। অত্যন্ত বিস্ময়কর ও লজ্জাকর হলেও সত্যি, স্বাধীনতার পর দেশের আর্থসামাজিক ও অবকাঠামোগত বিপুল পরিবর্তনের পরও তাদের জীবনে এর ছিটেফোঁটা যে লাগেনি, এমনটা বললে একটুও অত্যুক্তি হবে না বোধহয়।

গতকাল রোববার ছিল বিশ্ব গরম চা দিবস। দিবসটি উপলক্ষে কালবেলায় চা শ্রমিকদের নিয়ে ছিল বিশেষ আয়োজন। বিস্তারিত আয়োজনটিতে চা শ্রমিকদের যে জীবনের চিত্র তুলে ধরা হয়েছে, তাতে সংবেদনশীল মানুষমাত্রই স্তম্ভিত হবেন। প্রকাশিত প্রতিবেদন অনুসারে, চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ চা সংসদ (বিটিএ) ও চা শ্রমিক ইউনিয়নের দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে সর্বশেষ যে মজুরি নির্ধারণ করা হয়, তা হচ্ছে তাদের সারা দিনের মজুরি ১৬৮-১৭০ টাকা! বিস্ময়কর বিষয় হচ্ছে, এ মজুরি এর আগে ২০১৯ সালে ছিল ১১৭-১২০ টাকা। পরে ২০২২ সালে চা শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে মজুরি ৫০ টাকা বাড়িয়ে করা হয় ১৬৮-১৭০। এই মজুরি পেতে হলে দিনশেষে ২৩ কেজি পাতা তুলতে হয় মাথাপিছু। লক্ষ্যমাত্রা পূরণ হলেই কেবল ‘হাজিরা’ হিসেবে গণ্য করা হয়। এ ছাড়া গাছ ছাঁটার সময় সারা দিনে অন্তত ২৫০টি চা-গাছ ছাঁটতে হয়। আর কীটনাশক ছিটানোর বেলায় অন্তত এক একর জমিতে কীটনাশক ছিটানোর লক্ষ্যমাত্রা পূরণ করতে হয় তাদের।

খুব স্বাভাবিকভাবেই এ অল্প পয়সায় তাদের জীবনে মৌলিক চাহিদা মেটে না। শখ-আহ্লাদ, বছরের বিশেষ দিন ও ধর্মীয় আনন্দ-উদযাপন তাদের কাছে হয়ে ওঠে নিরানন্দ ও মন খারাপের সময়। অভাব-অনটনে জীবন হয় অস্বাস্থ্যকর ও অপুষ্ট। ফলে রোগব্যাধির বাসা হয়ে ওঠে তাদের শরীর। তাদের গর্ভজাতরা জন্মও নেয় নানারকমের অপুষ্টিজনিত রোগ নিয়ে। স্বাস্থ্য বিভাগের ভয়াবহ তথ্য হচ্ছে—দেশে যক্ষ্মা, কুষ্ঠ, ম্যালেরিয়া ও জরায়ু ক্যান্সারের প্রবণতা চা শ্রমিকদের মধ্যে বেশি। মৌলভীবাজার জেলায় প্রতি বছর যে পরিমাণ যক্ষ্মা রোগী শনাক্ত হয়, তার অন্তত ৩৬ শতাংশ চা জনগোষ্ঠীর মানুষ। এ ছাড়া মৌলভীবাজারে গত চার বছরে ১৯ হাজার ৯১৪ জন যক্ষ্মা রোগী শনাক্ত হয়। এর মধ্যে শুধু চা বাগানের বাসিন্দা ৭ হাজার ২২০ জন (৩৬ শতাংশের বেশি)। কুষ্ঠ রোগের চিত্রটা আরও ভয়াবহ। গত চার বছরে মৌলভীবাজারে ৭৬১ কুষ্ঠ রোগী শনাক্ত হয়, তার ৬৩১ জনই চা বাগানের বাসিন্দা। মোট শনাক্তের ৮৩ ভাগই চা জনগোষ্ঠীর মানুষ। পাশাপাশি বিবিএসএর একটি জরিপ বলছে, অপুষ্টির কারণে চা বাগানের ৪৫ শতাংশ শিশুই খর্বকায়। ২৭ শতাংশ শীর্ণকায়। স্বল্প ওজনের শিশু ৪৭ দশমিক ৫ শতাংশ। তা ছাড়া ১৮ বছরের আগে বিয়ে হয়ে যাচ্ছে ৪৬ শতাংশ কিশোরীর এবং মা হয়ে যাচ্ছে ২২ শতাংশ। এ ছাড়া ন্যূনতম স্যানিটেশন সুবিধা নেই ৬৭ শতাংশ পরিবারের। লিখতে থাকলে এ ফর্দ অনেক লম্বা হবে।

দেশের একটি শ্রমগোষ্ঠীর এ চিত্র যে স্বাভাবিক নয় এবং এটি যে একটি উপহাস, তা বলার অপেক্ষা রাখে না। খুব স্বাভাবিক প্রশ্ন হচ্ছে, এ অস্বাভাবিকতার কারণ কী? এই শ্রমগোষ্ঠীর শ্রমমূল্য এমন কেন? একই দেশে বসবাস করে তাদের শ্রমমূল্য নিয়ে কেন এত বৈষম্য? এই অস্বাভাবিকতা কাটবেইবা কীভাবে? কারা দেখবেন এসব?—প্রশ্নগুলো কি খুব কঠিন? যদি কঠিন না হয়, তাহলে যুগের পর যুগ প্রশ্নগুলোর উত্তর কেন মিলছে না? কেন সুরাহা হচ্ছে না এ অবস্থার? আমরা সর্বান্তঃকরণে এবং যে কোনো উপায়ে এ বৈষম্যের নিরসন চাই। চা শ্রমিকদের জীবন এই ‘রাহুচক্র’ থেকে বের হোক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এগিয়েছে ঢাবি, আবারও দেশসেরা

বিচারকের গাড়ির যন্ত্রাংশ চুরির চেষ্টা, পিটুনি দিয়ে পুলিশে

সফল হতে চান? রাতে এই সহজ ৫ কাজ করুন

টাইফয়েড টিকার পার্শ্ব-প্রতিক্রিয়া কেমন হতে পারে, জানালেন ডা. সায়েদুর

অ্যাম্বুলেন্স চালকদের সংঘর্ষে বন্ধ হাসপাতাল, চিকিৎসা নিতে আসা একজনের মৃত্যু

বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

বাংলাদেশ-হংকং চায়না ম্যাচ দেখতে দর্শকদের মানতে হবে যেসব নির্দেশনা

মুফতি ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ

শিল্পের ক্যানভাসে টিটুর মুনশিয়ানা

ওএসডি হলেন এনবিআরের বেলাল চৌধুরী

১০

বিশেষ অভিযানে আরও ১৬৩২ জন গ্রেপ্তার

১১

সড়কে নেই বাতি, মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত

১২

৪৫ বছরেও ওয়ালটনে চাকরি, আবেদন করুন দ্রুত

১৩

কানাডায় প্রতিবেশীর হ্যালোইন ক্যান্ডি চুরি করে ভাইরাল ভারতীয় নারী

১৪

জালে আটকা কুমিরের ছানা, পরে সুন্দরবনে অবমুক্ত

১৫

ইউরোপীয় ইউনিয়নের ওপর ক্ষুব্ধ ইরান

১৬

মোবাইলে হংকং চায়নার বিপক্ষে হামজাদের খেলা দেখবেন যেভাবে

১৭

ছাত্রীকে অপহরণ করে ১০ লাখ টাকা দাবি গৃহশিক্ষকের, অতঃপর...

১৮

মেয়েদের যে ৪ গুণ দেখে বিয়ে করতে বলেছেন নবীজি (সা.)

১৯

জর্ডানের হাতে মার্কিন অস্ত্র, কী হতে যাচ্ছে সেখানে?

২০
X