

জাতীয় পার্টির (কাজী জাফর) নতুন মহাসচিব হয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস খান।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যানের কার্যালয়ে দলটির প্রেসিডিয়াম ও সম্পাদকমণ্ডলীর সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার সভায় সভাপতিত্ব করেন।
বিকেলে জাতীয় পার্টির (জাফর) দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) রাত দেড়টার দিকে নিজের ফেসবুক পেজে এক পোস্টে জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিবসহ সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন আহসান হাবিব লিংকন। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে অংশ নেওয়ারও ঘোষণা দেন তিনি।
আসন্ন নির্বাচনে ১২ দলীয় জোট থেকে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ছিলেন লিংকন। তবে এই আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার রাগীর রউফ চৌধুরী। এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে তৎকালীন ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষে ভোট করেন আহসান হাবিব লিংকন।
মন্তব্য করুন