সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ এএম
অনলাইন সংস্করণ

‘নির্বাচন বানচালের চক্রান্তে লিপ্তরাই দেশকে ১৭ বছরের জঞ্জালে ঠেলে দিতে চায়’ 

নির্বাচনী প্রচারণায় মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা
নির্বাচনী প্রচারণায় মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা

যারা দেশকে আবার ১৭ বছরের জঞ্জালে পরিণত করতে চায়, তারাই জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত- এমন মন্তব্য করেছেন শরীয়তপুর-৩ (ডামুড্যা–গোসাইরহাট–ভেদরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ডামুড্যা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, যারা দেশকে ভালোবাসে না, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারাই নির্বাচন বানচালের চক্রান্ত চালাচ্ছে। কিন্তু আমরা জনগণকে স্পষ্টভাবে বলতে চাই চক্রান্তকারীরা যত ষড়যন্ত্রই করুক না কেন, সাধারণ মানুষ এবার স্বাধীনভাবে ভোট দেবে।

তিনি আরও বলেন, বিগত দিনে প্রায় ১৮ কোটি মানুষকে জিম্মি করে তিনবার ভোটারবিহীন নির্বাচন করা হয়েছিল। এতে সাধারণ মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়। কিন্তু আজ ১৮ কোটি মানুষের মধ্যে যে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে, তা প্রমাণ করে জনগণ তাদের হারানো ভোটের অধিকার ফিরে পেতে কতটা মুখিয়ে ছিল। আজ স্বাধীন বাংলাদেশে মানুষের সেই আকাঙ্ক্ষা ও আকুতি পূরণ হয়েছে।

এই গণতান্ত্রিক অগ্রযাত্রা যেন ব্যাহত না হয়, সে জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে অংশগ্রহণ করে গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে চায়।

এর আগে সকাল ১০টায় তিনি ভেদরগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শরীয়তপুর-৩ আসনের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে দাখিল করেন। এ সময় তাকে স্বাগত জানাতে ভিড় জমান বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। দীর্ঘ ১৭ বছর পর স্বতঃস্ফূর্তভাবে মনোনয়নপত্র দাখিল করতে পেরে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

মনোনয়নপত্র দাখিল শেষে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ডামুড্যা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি ডামুড্যা উপজেলা কেন্দ্রীয় মন্দিরে গিয়ে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে সাক্ষাৎ করেন, কুশল বিনিময় করেন এবং নিজ হাতে মিষ্টি খাওয়ান।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টার দিকে তিনি গোসাইরহাট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে শরীয়তপুর-৩ আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন দাখিলকে ঘিরে দিনভর শরীয়তপুর-৩ আসনের বিভিন্ন উপজেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় এবারের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের খোঁজ নিতে এভারকেয়ারে তারেক রহমান

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা 

ডিসেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এলো ৩৩ হাজার কোটি টাকা

‘নির্বাচন বানচালের চক্রান্তে লিপ্তরাই দেশকে ১৭ বছরের জঞ্জালে ঠেলে দিতে চায়’ 

জাতীয় পার্টির (জাফর) নতুন মহাসচিব নওয়াব আলী আব্বাস 

জনগণের সরকার প্রতিষ্ঠাই মূল লক্ষ্য : আমিনুল 

উত্তরাঞ্চলে আলুর রেকর্ড, উৎপাদন এখন কৃষকদের গলার কাঁটা

পদত্যাগকারীদের বিষয়ে নাহিদের বক্তব্য

দুই লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় মামলা

বঞ্চিত হয়েও বিএনপির নামেই মনোনয়ন কিনলেন ৫ নেতা

১০

সাবেক এমপির বিএনপি থেকে পদত্যাগ

১১

ভোটকেন্দ্র মেরামত ও সিসি ক্যামেরা স্থাপনে ইসির নির্দেশ

১২

৩০০ ফিটে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষরোপণ করল অ্যাব 

১৩

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

১৪

ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ, কক্সবাজার মহাসড়কে অচলাবস্থা

১৫

সাতক্ষীরার চারটি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র জমা

১৬

বন্দরের অতিরিক্ত ভারী যানবাহনে বছরে ৫০০ কোটি টাকার ক্ষতি চসিকের

১৭

প্রকাশ্য দিবালোকে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

১৮

আ. লীগ নেতা গ্রেপ্তার

১৯

মনোনয়ন জমা দিলেন মীর হেলাল

২০
X