সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বঞ্চিত হয়েও বিএনপির নামেই মনোনয়ন কিনলেন ৫ নেতা

সিরাজগঞ্জে বঞ্চিত হয়েও বিএনপির নামেই মনোনয়নপত্র কিনলেন ৫ নেতা। ছবি : কালবেলা
সিরাজগঞ্জে বঞ্চিত হয়েও বিএনপির নামেই মনোনয়নপত্র কিনলেন ৫ নেতা। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য সিরাজগঞ্জের ৬টি আসনে এখন পর্যন্ত ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে তিনটি আসনে বিএনপির নামেই মনোনয়নপত্র কিনেছেন মনোনয়ন বঞ্চিত ৫ নেতা।

রোববার (২৮ ডিসেম্বর) সিরাজগঞ্জ রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) আসনে ৯, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে ৬, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ), সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ৭ জন করে এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের একক প্রার্থী থাকলেও তিনটি আসনে বিএনপির পক্ষ থেকে একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আইনুল হক ছাড়াও দলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর। সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী। তিনি ছাড়াও দলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজাদ হোসেন।

সিরাজগঞ্জ-৫ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন দলের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মওলা খান বাবলু।

সিরাজগঞ্জ-৬ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ড. এম এ মুহিত। এ আসনে দলের পক্ষে মনোনয়নপত্র তুলেছেন জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি গোলাম সরোয়ার এবং জেলা বিএনপির উপদেষ্টা শফিফুল ইসলাম ছালাম।

সিরাজগঞ্জ-৩ আসনের প্রার্থী খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, বিএনপি থেকে প্রাথমিকভাবে একজনকে মনোনয়ন দেওয়া হলেও সেটা চূড়ান্ত নয়। এ জন্য দলের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলাম। দল তো আমাকেও মনোনয়ন দিতে পারে। আমার বয়স হয়েছে, এটাই আমার শেষ নির্বাচন।দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা জনগণের ওপর ছেড়ে দিয়েছি। জনগণ যে সিদ্ধান্ত দেয় সেটাই করব।

সিরাজগঞ্জ-৬ আসনের প্রার্থী গোলাম সরোয়ার বলেন, প্রাথমিকভাবে ড. এম এ মুহিতকে মনোনয়ন দেওয়া হলেও সেটা চুড়ান্ত নয়। আমার নেতাকর্মীদের চাহিদার কারণে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। জনগণ ও নেতাকর্মীর দিকে তাকিয়ে দল পরিবর্তন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিরাজগঞ্জ-৫ আসনের প্রার্থী গোলাম মওলা খান বাবলু বলেন, আমি মনোনয়নপত্র উত্তোলন করেছি। যদি কোন কারণে বিএনপির প্রার্থী পরিবর্তন হয় সেই ক্ষেত্রে সুযোগ থেকে যাবে। যেমন ২০০৮ সালের নির্বাচনে আমি ধানের শীষ প্রতিক পেয়েছিলাম। কিন্তু শেষ মুহুর্তে আমাকে পরিবর্তণ করে মনজুর কাদেরকে দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান মিঞা বলেন, একটি দলের পক্ষে একাধিক প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। তবে যিনি দলের চূড়ান্ত মনোনয়ন নিয়ে আসবেন তাকেই প্রতীক বরাদ্দ দেওয়া হবে। বাকিরা বাতিল হয়ে যাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা 

ডিসেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এলো ৩৩ হাজার কোটি টাকা

‘নির্বাচন বানচালের চক্রান্তে লিপ্তরাই দেশকে ১৭ বছরের জঞ্জালে ঠেলে দিতে চায়’ 

জাতীয় পার্টির (জাফর) নতুন মহাসচিব নওয়াব আলী আব্বাস 

জনগণের সরকার প্রতিষ্ঠাই মূল লক্ষ্য : আমিনুল 

উত্তরাঞ্চলে আলুর রেকর্ড, উৎপাদন এখন কৃষকদের গলার কাঁটা

পদত্যাগকারীদের বিষয়ে নাহিদের বক্তব্য

দুই লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় মামলা

বঞ্চিত হয়েও বিএনপির নামেই মনোনয়ন কিনলেন ৫ নেতা

সাবেক এমপির বিএনপি থেকে পদত্যাগ

১০

ভোটকেন্দ্র মেরামত ও সিসি ক্যামেরা স্থাপনে ইসির নির্দেশ

১১

৩০০ ফিটে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষরোপণ করল অ্যাব 

১২

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

১৩

ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ, কক্সবাজার মহাসড়কে অচলাবস্থা

১৪

সাতক্ষীরার চারটি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র জমা

১৫

বন্দরের অতিরিক্ত ভারী যানবাহনে বছরে ৫০০ কোটি টাকার ক্ষতি চসিকের

১৬

প্রকাশ্য দিবালোকে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

১৭

আ. লীগ নেতা গ্রেপ্তার

১৮

মনোনয়ন জমা দিলেন মীর হেলাল

১৯

নির্বাচন না হওয়ার আর কোনো সংশয় নেই : মো. আসাদুজ্জামান

২০
X