ড. আবুল হাসনাত শামীম
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪১ এএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

জ্ঞানের আলো ছড়াক প্রাণে

জ্ঞানের আলো ছড়াক প্রাণে

বাংলাদেশে বইমেলা সর্বজনীন। প্রাণের এ বইমেলার উদ্দেশ্য হলো, বইয়ের সঙ্গে বইপ্রেমীদের পরিচয় করিয়ে দেওয়া। পাঠককে বইয়ের কাছাকাছি নিয়ে আসার এক সার্থক উপায়। ‘জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে মাসব্যাপী চলছে এবারকার অমর একুশে বইমেলা।

১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসের ২১ তারিখে ভাষাশহীদদের আত্মত্যাগের মাধ্যমে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে। শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য এ তারিখে প্রভাতফেরি করে শহীদ মিনারে ফুল দেওয়া হয়। বাংলাদেশের গণমানুষের মননে এই ফেব্রুয়ারি মাসটি একটি গভীর আবেগ জড়িত হিসেবে পালনীয়। মাসজুড়ে বইমেলা আয়োজনে তাই বেছে নেওয়া এ মাসকেই।

ঘরে বসে পৃথিবী দেখার একমাত্র মাধ্যম হলো বই। কজনের সৌভাগ্য হয়, দক্ষিণ আমেরিকার আমাজন নদী কিংবা আফ্রিকার সাহারা মরুভূমি দেখার? কজনের সৌভাগ্য হয় মিশরের পিরামিড বা ফ্রান্সের আইফেল টাওয়ার বা চীনের মহাপ্রাচীর দেখার? কজন দেখেছে আগ্রার তাজমহল অথবা হিমালয় পর্বত। বিচিত্র এই পৃথিবীতে বহু ভাষাভাষী মানুষের বসবাস, যারা ধর্ম-বর্ণ আকৃতিতেও ভিন্ন। কত সভ্যতা! কত সংস্কৃতি! কত কীর্তি! কত ধ্বংস! কত ইতিহাস! কত কিংবদন্তি! কোনো মানুষের পক্ষেই সশরীরে এত কিছু দেখা সম্ভব নয়। কিন্তু বই পড়ে ঘরে বসেই পৃথিবীর বহু কিছু দেখা সম্ভব, অনুভব করা সম্ভব। বইয়ের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আমরা মহান সক্রেটিস থেকে শুরু করে প্লেটো, শেকসপিয়ার, বার্নার্ড শ, বেনথাম, মার্ক্স, আইনস্টাইন, স্টিফেন হকিং বা নোয়াম চমস্কির দেখা পেতে পারি।

মহান ২১ ফেব্রুয়ারি আমাদের বাংলা ভাষাকে আন্তর্জাতিক মান ও মর্যাদা এনে দিয়েছে। এ ভাষা এখন সারা বিশ্বের ভাষা। আর ভাষা কখনোই নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। তাই ফেব্রুয়ারির বইমেলার ভাবকে ছড়িয়ে দিতে হবে আন্তর্জাতিক পরিসরে। এদিকে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও বিশ্বব্যাপী পালিত হচ্ছে। সামগ্রিক বিবেচনায় একুশের গ্রন্থমেলায় বাংলা বইয়ের হাজার স্টলের মধ্যে একটি হলেও বিদেশি বইয়ের কর্নার রাখা উচিত, যেখানে বিদেশি লেখকদের বই থাকবে, ভিন্ন সংস্কৃতির ভিন্ন ভিন্ন লোকের মিলনমেলায় পরিণত হবে। মেলায় বিদেশি বইয়ের সংখ্যা বাড়ানোর ব্যবস্থা নিলে বইমেলার পরিসর আরও সমৃদ্ধ হয়ে উঠতে পারে।

একুশে বইমেলার সঙ্গে জড়িয়ে রয়েছে এ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, জাতীয়তাবাদী চিন্তা-চেতনার বিকাশ এবং মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা। এসব ঐতিহ্য ও চেতনাকে বিদেশি পাঠকের কাছে তুলে ধরার জন্য প্রয়োজন বাংলা থেকে ইংরেজি বইয়ের অনুবাদ। দুঃখজনক হলেও সত্য যে, ব্যক্তি উদ্যোগে এখন পর্যন্ত আন্তর্জাতিকমানের সৃজনশীল ও মননশীল বাংলা বই ইংরেজিতে অনূদিত হওয়ার দৃষ্টান্ত প্রায় বিরল। এজন্য লেখক প্রকাশক ও বাংলা একাডেমির সমন্বিত ও সচেতন প্রয়াস জরুরি।

উন্নত বিশ্বে শিশুদের জন্য আলাদাভাবে বইমেলার আয়োজন করা হয়। শিশুদের পাঠাভ্যাস বাড়াতে বাংলাদেশেও শুধু শিশুদের জন্যই আলাদাভাবে বিভাগীয় বা থানা পর্যায়ে, এমনকি স্কুল-কলেজ পর্যায়ে বিশেষ বইমেলার আয়োজন করা উচিত।

আমরা চাই শিশু, কিশোর, বৃদ্ধ সবাই বই পড়ুক। মানুষের মধ্যে জ্ঞানের আলো জ্বলে উঠুক। মানুষ প্রকৃত অর্থে মানুষ হয়ে উঠুক। অমর একুশে গ্রন্থমেলা ২০২৫ প্রাণবন্ত হয়ে উঠুক। সফল ও সার্থক হোক—এই প্রত্যাশা।

লেখক: অধ্যাপক, গবেষক ও ট্রেজারার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির সাবেক এডিসি নাজমুল বরখাস্ত

বৈদেশিক কর্মসংস্থানের নতুন প্ল্যাটফর্ম উদ্বোধন

পাথরকাণ্ডে দুদকের তালিকায় সেই মোকাররিম

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলে সেই মাহিন সরকারসহ প্রার্থী হলেন যারা

জানা গেল আইসিসি র‍্যাঙ্কিং থেকে রোহিত-কোহলির নাম মুছে যাওয়ার কারণ

অনুমতি ছাড়া ছবি-ভিডিও ব্যবহার নিয়ে ক্ষুব্ধ প্রভা

অভিজ্ঞতা ছাড়াই অর্ধলাখের বেশি বেতনে চাকরির সুযোগ

ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন

হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা

১০

চ্যাটজিপিটির ভুল তথ্যে বিপাকে পড়লেন তরুণী

১১

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

১২

ইউরোপ জাপান কোরিয়ায় শ্রমিক পাঠানো নিয়ে ‘সুখবর’ দিলেন আসিফ নজরুল

১৩

জুলাই সনদের মতামত জমাদানের সময় বাড়ল

১৪

অসুস্থ মেয়ের জন্য ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারালেন গাজার সাবেক খেলোয়াড়

১৫

দিল্লিতে মাথায় চুল গজানোর চেষ্টায় ঢাকার সাবেক পলাতক এমপি

১৬

কালিগঞ্জে হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

১৭

রাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন বিতরণ ২৪ আগস্ট

১৮

টয়লেটে বসে দীর্ঘ সময় কাটান? যে ভয়াবহ রোগের ঝুঁকির কথা বলছেন বিশেষজ্ঞরা

১৯

শেখ হাসিনার সঙ্গে ছবি প্রকাশ করে স্মৃতিচারণ করলেন বাঁধন 

২০
X