আবেদ খান
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৬ এএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫২ এএম
প্রিন্ট সংস্করণ

মুক্তিযুদ্ধের এক সাহসী সৈনিক

মুক্তিযুদ্ধের এক সাহসী সৈনিক

একাত্তরের রণাঙ্গনের অকুতোভয় মুক্তিযোদ্ধা বিশ্ববরেণ্য শিল্পী শাহাবুদ্দিন আহমেদের আজ ৭৪তম জন্মদিন। শুভ জন্মদিন শাহাবুদ্দিন। কর্মের ক্ষেত্রে আমরা দুজন আলাদা মাধ্যমে প্রতিনিধিত্ব করলেও আমাদের বিশ্বাস ও ভালোবাসার ক্ষেত্রটি অভিন্ন। আমরা উভয়ই মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ নির্মাণের স্বপ্নকে বুকে বেঁধে শত প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করেই পথ পাড়ি দিচ্ছি।

মনন এবং চিত্তে বাঙালি হয়ে বেঁচে থাকার ভেতর যে অনবদ্য সুখ আছে, সেটা আমি শাহাবুদ্দিনের অভিব্যক্তি দেখেই টের পাই। দেশের মানুষের প্রতি তার গভীর মমত্ববোধ, অপ্রতিরোধ্য দেশপ্রেম, পৃথিবীকে দেখার নির্মল চোখ শাহাবুদ্দিনের সৃজন সাধনাকে অনন্য করেছে। চিত্রকলা বিষয়ে আমার জ্ঞান খুবই সামান্য। এ বিষয়ে আমি মোটেও বোদ্ধা নই। তবু বলতে পারি, তার চিত্রকর্মে প্রাচ্য ও পাশ্চাত্য রীতির এক অভূতপূর্ব সম্মিলন আছে। এ সম্মিলন তাকে চিত্রকলার জগতে কিংবদন্তিতে পরিণত করেছে। শিল্পবোদ্ধারা বলেন, শাহাবুদ্দিনের ছবিতে অপ্রতিরোধ্য গতির ইঙ্গিতময় অভিব্যক্তি ফুটে ওঠে অসাধারণ নিপুণতায়। শাহাবুদ্দিন কিশোর বয়সে বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফার আন্দোলন প্ৰত্যক্ষ করেছেন, ’৬৯-এর গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে ছিলেন সম্মুখসারির যোদ্ধা। তবে আমি বিশ্বাস করি, জীবনের এ বিচিত্র অভিজ্ঞতা এবং গভীর অন্তর্দৃষ্টি তার কর্মযজ্ঞের মাঝেও প্রতিফলিত হয়েছে। এটাই শাহাবুদ্দিনের অনন্যতা, পূর্ণ বিচ্ছুরণ। প্রসঙ্গক্রমে এ কথা বলা বাহুল্য যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শাহাবুদ্দিনের আভূমিনত শ্রদ্ধা শুধু আমাকে নয়, মননচিন্তার সব বাঙালিকে আকৃষ্ট করে। তার চিত্রকর্মে আমরা এর সযত্ন প্রকাশ লক্ষ করি।

শাহাবুদ্দিন সেই ক্র্যাকপ্লাটুনের মুক্তিযোদ্ধা, যিনি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সকাল ৯টায় ছয়জন মুক্তিযোদ্ধাকে নিয়ে সরাসরি শাহবাগের রেডিও পাকিস্তানের ভেতরে ঢুকে গিয়েছিলেন।

তখনো পাকিস্তানি বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেনি, তখনো পাকিস্তানি সশস্ত্র বাহিনীর গোলাগুলি থামেনি। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে শুরু করে শাহবাগের পুরো এলাকায় পাকিস্তানি সেনারা যুদ্ধের সাজে সজ্জিত ও সক্রিয়। ঠিক এমন পরিস্থিতির মধ্যে শাহাবুদ্দিন সরাসরি পাকিস্তানের পতাকা সরিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিল। সশস্ত্র পাকিস্তানি বাহিনী অনুমানও করতে পারেনি যে, এ ছোটখাটো মানুষটি এতখানি দুর্ধর্ষ।

শাহাবুদ্দিন শুধু শিল্পী নয়, মুক্তিযুদ্ধের একজন সাহসী সৈনিক, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।

লেখক : প্রধান সম্পাদক, দৈনিক কালবেলা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একমাস পর খুলছে বাকৃবি, সেশনজটের শঙ্কা

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

১০

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

১১

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

১২

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

১৩

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১৪

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১৫

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১৬

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

১৭

মানবাধিকার কর্মীদের আটকের ঘটনা কলঙ্কজনক অধ্যায় : মুহিউদ্দীন রাব্বানী

১৮

শিয়ালের কামড়ে মেম্বারসহ আহত ১১

১৯

কাশফুলের গালিচায় মোড়া বরিশালের বিসিক

২০
X