বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখা। মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহ্বায়ক মো. মাসুম মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপি সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মালদ্বীপ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মানিক হোসেন ও যুগ্ম আহ্বায়ক মো. মাহফুজ।
প্রধান অতিথির বক্তব্যে মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান বলেন, স্বেচ্ছাসেবক দল গণতন্ত্র রক্ষা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে দলকে আরও শক্তিশালী ও জনবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে মালদ্বীপ শাখার স্বেচ্ছাসেবক দলকে বিএনপির পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হবে।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত করতে সর্বাত্মকভাবে সকলকে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রবাস থেকেও স্বেচ্ছাসেবক দল আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
পরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটা হয়। আমন্ত্রিত অতিথিরা নৈশভোজের মাধ্যমেই অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।
মন্তব্য করুন