কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৭:৩২ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

ঐতিহাসিক সুযোগ

ঐতিহাসিক সুযোগ

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর কয়েকটি বিষয় গুরুত্বের সঙ্গে সামনে আনা হয়। এর মধ্যে অন্যতম রাজনৈতিক সংস্কার এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। শুরু থেকেই রাজনৈতিক দলগুলো যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছে। রাজনৈতিক দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এরই মধ্যে নির্বাচনের রোডম্যাপ তৈরি করেছে। সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সত্ত্বেও বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে সংশয় রয়েই গেছে। এবার নির্বাচন বানচালের শঙ্কা প্রকাশ করেছেন খোদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। তিনি আশঙ্কা করেছেন, ‘নির্বাচন বানচালের জন্য ভেতর ও বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে।’ যত ঝড়-ঝঞ্ঝাই আসুক না কেন, সেটা অতিক্রম করতে হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, এ নির্বাচন চ্যালেঞ্জিং হবে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সভাপতিত্বে নির্বাচনের প্রস্তুতি নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে মুহাম্মদ ইউনূস এমন আশঙ্কার কথা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রেস সচিব। এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে যমুনায় এ বৈঠক হয়। পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে সভার আলোচ্য বিষয়গুলো জানান প্রেস সচিব। প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব আরও জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিয়ে এগোচ্ছে সরকার। নির্বাচনসংক্রান্ত সব প্রস্তুতি ১৫ নভেম্বরের মধ্যে শেষ করতে বলেছেন প্রধান উপদেষ্টা।

নির্বাচন গণতন্ত্রের প্রাণ। এটি এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে জনগণ তাদের মতামত প্রকাশ করে, নেতৃত্ব নির্বাচন করে এবং রাষ্ট্রের নীতিনির্ধারণে অংশ নেয়। কিন্তু নির্বাচন তখনই অর্থবহ হয়, যখন তা অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়। বাংলাদেশের জনগণ বহুবার দেখেছে কেমনভাবে নির্বাচনী প্রক্রিয়া বিতর্কিত হয়ে গণতন্ত্রের ভিত্তি নড়বড়ে করে দেয়। তাই আসন্ন নির্বাচন ঘিরে জনগণের প্রত্যাশা এবার তেমনটি ঘটবে না।

এ নির্বাচনের গুরুত্ব তিনটি দিক থেকে বিশেষভাবে বিবেচনা করা যায়। প্রথমত, গণতান্ত্রিক পুনরুজ্জীবন। বহু বিতর্ক, বিক্ষোভ ও রাজনৈতিক বিভাজনের পর একটি সুষ্ঠু নির্বাচন দেশের রাজনৈতিক সংস্কৃতিকে নতুন করে গড়ে তুলতে পারে। এতে রাজনৈতিক আস্থা ফিরে আসবে, জনগণের মধ্যে দায়িত্ববোধ বৃদ্ধি পাবে এবং দেশ এগিয়ে যাবে শান্তিপূর্ণ গণতন্ত্রের পথে। দ্বিতীয়ত, অর্থনৈতিক স্থিতিশীলতা। বিনিয়োগ, কর্মসংস্থান ও উন্নয়ন নির্ভর করে রাজনৈতিক স্থিতিশীলতার ওপর। নির্বাচনের পর যদি দেশে স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হয়, তবে তা বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং উন্নয়ন ধারাকে ত্বরান্বিত করবে। তৃতীয়ত, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও কূটনৈতিক ভারসাম্য। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ একটি কৌশলগত অবস্থানে রয়েছে। একটি স্বচ্ছ নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং বিশ্ব শক্তিগুলোর আস্থা অর্জনে সহায়তা করবে।

আমরা মনে করি, বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। রাজনৈতিক টানাপোড়েন, অর্থনৈতিক চ্যালেঞ্জ ও আন্তর্জাতিক চাপের মধ্য দিয়ে দেশটি এগিয়ে চলছে আসন্ন জাতীয় নির্বাচনের দিকে। এ নির্বাচন শুধু একটি নিয়মিত রাজনৈতিক আয়োজন নয়, বরং জাতির ভবিষ্যৎ দিকনির্দেশ নির্ধারণের এক ঐতিহাসিক সুযোগ। যে কোনো মূল্যে এ সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানে সর্বোচ্চ কতটি লাগেজ নেওয়া যায়, জানুন নিয়মগুলো

এক টানে ১৫০ মণ ইলিশ, বিক্রি হলো কত

দক্ষিণ কোরিয়ার সঙ্গে পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি বিনিময় করবে যুক্তরাষ্ট্র

ঘূর্ণিঝড় ‘মোন্থা’: বিকেলের মধ্যেই বৃষ্টি হতে পারে যেসব জেলায়

ঢাকায় ধরা পড়লেন যশোরের আ.লীগ নেতা

মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে চালু হচ্ছে নতুন পোশাক

বিএনপিতে যোগ দিলেন অব্যাহতি পাওয়া জাপা নেতা

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডলার ক্রয় বড় বাধা বলে মনে করছে আইএমএফ

প্রস্রাবে অতিরিক্ত ফেনা কি কিডনি বিকল হওয়ার লক্ষণ?

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করেছেন হাফেজ রায়হান

১০

উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন, রাত্রিযাপন না করাসহ ১২টি নির্দেশনা মানতে হবে পর্যটকদের

১১

যুদ্ধবিরতি বজায় রাখতে রাজি পাকিস্তান-আফগানিস্তান : তুরস্ক

১২

রাজধানীতে দুপুর ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

১৩

উপুড় হয়ে ঘুমানো কি জায়েজ, এভাবে ঘুমালে কী হয়?

১৪

২০ জেলায় বজ্রসহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা

১৫

ওমরাহ ভিসার নতুন নিয়ম চালু করল সৌদি আরব

১৬

এসএসসির সময়সূচির বিষয়ে সতর্ক করল ইসি

১৭

‘হাতে সময় নেই, টাকা না দিলে মরতে হবে’

১৮

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৯

যুক্তরাষ্ট্র-চীন চুক্তি কেন গুরুত্বপূর্ণ

২০
X