ইসলাম ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৯:০১ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৯:০৯ এএম
অনলাইন সংস্করণ

উপুড় হয়ে ঘুমানো কি জায়েজ, এভাবে ঘুমালে কী হয়?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঘুম মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সারাদিনের পরিশ্রম, দৌড়ঝাঁপ আর মানসিক চাপ থেকে মুক্ত হয়ে মানুষ ঘুমের মধ্যে প্রশান্তি খুঁজে পায়। ইসলামে ঘুমকে শুধু শরীরের বিশ্রাম নয়, বরং আল্লাহর এক বিশেষ নেয়ামত হিসেবে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, ‘আর আমি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী, রাত্রিকে করেছি আবরণ’। (সুরা নাবা : ৯-১০)

সুস্বাস্থ্যের জন্য রাতে নিয়মমাফিক ঘুমানো জরুরি। তবে,অনেকেই অভ্যাসগতভাবে উপুড় হয়ে ঘুমাতে স্বচ্ছন্দ বোধ করেন। এমনও দেখা যায়, উপুড় হয়ে না শুলে যেন ঘুমই আসে না! তাই প্রশ্ন জাগে, ‘এভাবে ঘুমানো কি শরিয়াহসম্মত?’

এই প্রশ্নের উত্তরে রাজধানীর জামিয়া ইকরার ফাজিল মুফতি ইয়াহইয়া শহিদ বলেন, ‘উপুড় হয়ে ঘুমানো মাকরুহ। এ অভ্যাসটি শরীরের জন্য যেমন ক্ষতিকর, তেমনি ইসলামের দৃষ্টিতেও অপছন্দনীয়। উপুড় হয়ে ঘুমানো সাময়িকভাবে আরামদায়ক মনে হলেও এর ফলে শ্বাস-প্রশ্বাসের সমস্যা, মেরুদণ্ডের ক্ষতি, হজমে জটিলতা এবং ঘুমের গুণগত মানেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।’

‘তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ভঙ্গিতে ঘুমানো আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) নিষেধ করেছেন। হাদিসে এভাবে না ঘুমানোর দুটি কারণ উল্লেখ করা হয়েছে। প্রথমত, এভাবে ঘুমানো আল্লাহ তায়ালা পছন্দ করেন না। দ্বিতীয়ত, এটি জাহান্নামিদের ঘুমানোর ভঙ্গি।’

ইয়াহইয়া শহিদ জানান, হজরত ইবনে তিখফা আল-গিফারি (রহ.) বর্ণনা করেন, তাঁর বাবা বলেন, “আমি আসহাবে সুফফার একজন সদস্য ছিলাম। এক রাতে আমি মসজিদে উপুড় হয়ে ঘুমিয়ে ছিলাম। এমন সময় কেউ আমার পায়ে হালকা আঘাত করে ডেকে তুললেন এবং বললেন, ‘ওঠো! এভাবে শোয়া আল্লাহর অপছন্দ।’ আমি ঘাড় তুলে দেখি, প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) আমার পাশে দাঁড়িয়ে।’’ (আদবুল মুফরাদ : ১১৯৯)

অন্য এক হাদিসে আবু জর (রা.) বলেন, আমি একবার উপুড় হয়ে শুয়ে ছিলাম। রাসুল (সা.) পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি আমাকে ঠেলে বললেন, ‘হে জুনাইদিব! এটা তো জাহান্নামের শয়নভঙ্গি।’ (ইবনে মাজাহ : ৩৭২৪)

রাসুল (সা.) যেভাবে এই ভঙ্গিকে ‘জাহান্নামের শয়ন’ বলেছেন, তা কোরআনের আয়াতের সঙ্গেও মিলে যায়। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, যেদিন তাদের উপুড় করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, সেদিন বলা হবে—জাহান্নামের যন্ত্রণা আস্বাদন কর।’ (সুরা আল-কামার : ৪৮)

তাহলে করণীয় কী?

আমাদের উচিত যেসব অভ্যাস আল্লাহ ও তাঁর রাসুল (সা.) অপছন্দ করেন, তা থেকে বিরত থাকা। উপুড় হয়ে ঘুমানো এমনই একটি অভ্যাস, যা ইসলাম এবং বিজ্ঞানের দৃষ্টিতেও ক্ষতিকর। তাই এই অভ্যাস ত্যাগ করে রাসুল (সা.) যেভাবে ঘুমাতেন সেভাবে ঘুমাতে হবে। আর রাসুল (সা.)-এর ঘুমানোর পদ্ধতি প্রসঙ্গে বারা ইবনে আজিব (রা.) বলেন, নবীজি (সা.) বলেছেন, ‘যখন তুমি বিছানায় যাবে তখন নামাজের অজুর মতো অজু করে নেবে। তারপর ডান পাশে শুয়ে পড়বে।’ (বোখারি : ২৪৭)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুবির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর

বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার : মির্জা ফখরুল

পর্তুগালের জার্সিতে রোনালদোর ছেলের অভিষেক

মশার কয়েল নকল চক্রের বিরুদ্ধে বড় আঘাত

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৯ 

সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ১৯৮৯

অভিনেতার বাসা থেকে অস্ত্র উদ্ধার

মেসির প্রস্তাব ফিরিয়ে দিল সৌদি আরব!

পদ্মায় ৮ দিন ধরে আটকা সারবোঝাই জাহাজ

‘ইমিগ্রেশনে গিয়ে জানতে পারি বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে’

১০

দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা 

১১

জুলাই-সেপ্টেম্বর / বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদায় নতুন রেকর্ড

১২

পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

১৩

মোহাম্মদপুরের ‘শীর্ষ ছিনতাইকারী’ পাঁয়তারা শাহিন গ্রেপ্তার

১৪

বৃষ্টির পর ঢাকার বাতাস আজ কেমন?

১৫

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মসজিদের ইমামের

১৬

২০২৬ সাল থেকে শরণার্থী প্রবেশে কড়াকড়ি আনছে যুক্তরাষ্ট্র

১৭

বিমানে সর্বোচ্চ কতটি লাগেজ নেওয়া যায়, জানুন নিয়মগুলো

১৮

এক টানে ১৫০ মণ ইলিশ, বিক্রি হলো কত

১৯

দক্ষিণ কোরিয়ার সঙ্গে পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি বিনিময় করবে যুক্তরাষ্ট্র

২০
X