

১৯৭১ সালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়েছিল সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য। সে বছরই ১৪ সেপ্টেম্বর মৃত্যু হয় তারাশঙ্করের। যেহেতু মরণোত্তর কাউকে নোবেল দেওয়া হয় না, স্বাভাবিকভাবেই তার নাম আর বিবেচিত হয়নি। মনোনয়নের ৫১ বছর পর প্রকাশিত হয় ১৯৭১ সালে মনোনীত সাহিত্যিক ও তাদের মনোনয়নদাতাদের তালিকা। সে বছর পুরস্কারটি পান চিলির কবি পাবলো নেরুদা। যার নাম ছিল তালিকার ৬৪ নম্বরে আর আমাদের তারাশঙ্করের স্থান ছিল ৯-এ। তার সঙ্গে বিশ্ব সাহিত্যের আরও যেসব দিকপাল সেবার মনোনয়ন পেয়েছিলেন, তাদের মধ্যে রয়েছেন হোর্হে লুই বোর্হেস, এজরা পাউন্ড, ভ্লাদিমির নভোকভ, আর্থার মিলার, অঁদ্রে মালরো, ফিলিপ লারকিন, গুন্টার গ্রাস, উইলিয়াম গোল্ডিং, জেমস ব্যাল্ডউইন, আলবার্তো মোরাভিয়া প্রমুখ।
মন্তব্য করুন