স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০২:১৮ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১১:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় এবারও জয়হীন আর্জেন্টিনা

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় এবারও জয়হীন আর্জেন্টিনা

পুরুষ ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দল নারীদের আসরে নড়বড়ে দল। নারী বিশ্বকাপে এখন পর্যন্ত একটি ম্যাচেও জেতেনি। অন্তত একটি জয়ের প্রত্যাশা নিয়ে এবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে খেলতে গিয়েছিল আর্জেন্টিনার নারী দল; কিন্তু সে জয় অধরাই থেকে গেল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডেনের কাছে ২-০ গোলে হেরে জয়শূন্য থেকেই বিশ্বকাপ শেষ করেছে তারা। অন্যদিকে ব্রাজিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে জ্যামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করে বিশ্বকাপ থেকেই বিদায় নিয়েছে। দলের সঙ্গে চোখের জলে বিদায় নিয়েছেন সর্বকালের সেরা নারী ফুটবলার মার্তাও।

বিশ্বকাপে এর আগে তিনবার অংশ নিলেও জয়ের দেখা পায়নি আর্জেন্টিনার নারী দল। প্রথম ম্যাচে হার এবং দ্বিতীয় ম্যাচে ড্রয়ের পরে নকআউট পর্বে যেতে সুইডেনের সঙ্গে ম্যাচে জয় ছাড়া বিকল্প ছিল না তাদের জন্য। কিন্তু ‘মাস্ট উইন’ ম্যাচটিতেও কাজের কাজ করতে ব্যর্থ হয় তারা। জয় দূরে থাক, প্রতিপক্ষের গোলমুখে জোরালো কোনো আক্রমণই করতে পারেননি আকাশি-নীল জার্সিরা। বিপরীতে রেবেকা ব্লুমভিস্ট আর এলিন রুবেনসেনের গোলে ম্যাচ জিতে নিয়েছে সুইডেন। ফলে এবারও খালি হাতেই বাড়ি ফিরতে হচ্ছে আর্জেন্টাইনদের। ম্যাচের শুরুতে অবশ্য আর্জেন্টিনা ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিল। কয়েকটি সুযোগ সৃষ্টির চেষ্টাও করেছে তারা। তবে শক্তিশালী সুইডেনের রক্ষণভাগের কাছে বারবার ব্যর্থ হতে হয়েছে আর্জেন্টাইন নারীদের। বিপরীতে কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনার পরীক্ষা নিয়েছেন সুইডিশ নারীরা। যদিও গোলরক্ষক ভ্যানিনা কোরেয়ার সুবাদে গোল হজম করতে হয়নি আর্জেন্টিনাকে। দ্বিতীয়ার্ধে আর সুবিধা করতে পারেনি আর্জেন্টিনা। র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা সুইডেনের আক্রমণের সামনে রীতিমতো অসহায় ছিলেন জের্মান পোত্রানোভার শিষ্যরা। ম্যাচের ৬২ মিনিটে ডান প্রান্ত থেকে আসা ক্রসে মাথা ছুঁইয়ে সুইডেনকে এগিয়ে দেন রেবেকা ব্লুমভিস্ট। পিছিয়ে পড়ে নতুন উদ্যমে আক্রমণ শুরু করার চেষ্টা করেছিল আর্জেন্টিনা। একাধিক খেলোয়াড়ও বদল করা হয়; কিন্তু সুইডেনের গোলমুখে আক্রমণ করা হয়নি তাদের। উল্টো ম্যাচের শেষদিকে রক্ষণের ভুলে সুইডেনকে পেনাল্টি উপহার দিয়ে বসে। স্পটকিক থেকে আর্জেন্টিনার কফিনে শেষ পেরেক ঠুকে দেন এলিন রুবেনসেন। এই হারে তিন ম্যাচে ১ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলো আর্জেন্টিনাকে। নিজ গ্রুপে অপেক্ষাকৃত দুর্বল দক্ষিণ আফ্রিকাকে পেয়ে অন্তত একটি জয়ের স্বপ্ন দেখেছিল নারী দল। গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে অঘটনের শিকার হয়েছে ইতালি। শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ হয়েছে তাদের। দক্ষিণ আফ্রিকার কাছে ৩-২ গোলের হারে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদেরও। ব্রাজিলেরও একই অবস্থা। গতকাল তারা ৭৩ শতাংশ বলের দখল রেখে একের পর এক আক্রমণে গিয়েও গোল পায়নি। ১৭টি প্রচেষ্টার সব ব্যর্থ হয়েছে।

আর্জেন্টিনাকে হারিয়ে শেষ ষোলোয় সুইডেনের প্রতিপক্ষ প্রতিযোগিতার সবচেয়ে সফল দল যুক্তরাষ্ট্র। গ্রুপ ‘ই’ থেকে দ্বিতীয় হয়ে পরের পর্বে গেছেন মার্কিন মেয়েরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াশা ও শৈত্যপ্রবাহ নিয়ে যা জানালেন আবহাওয়াবিদ 

ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

ইয়েমেনের সংকট নিরসনে উদ্যোগ নিল সৌদি আরব

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হলো যে দলের

ঢাকা-৬ আসনে ইশরাকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে বাদ দিল কলকাতা

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা শুরু, জরুরি অবস্থা ঘোষণা

সাতক্ষীরায় বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত

মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত, পাশে দাঁড়ালেন ভারতেরই তারকারা

১০

চাঁদপুরে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ মা-ছেলে গ্রেপ্তার

১১

জাতীয় নির্বাচন গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : কবীর ভূইয়া

১২

ঢাকা-১০ আসনে বিএনপি প্রার্থী রবিউল আলম রবির মনোনয়ন বৈধ

১৩

ইয়েমেন ভেঙে নতুন রাষ্ট্র হতে যাচ্ছে ‘দক্ষিণ আরবিয়া’

১৪

শীতকালে শরীরের জন্য পানি কেন গুরুত্বপূর্ণ

১৫

মৃত্যুজনিত কারণে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত

১৬

ঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদের মনোনয়ন বৈধ ঘোষণা

১৭

অবতরণের মুহূর্তে রানওয়ে থেকে ছিটকে পড়ল যাত্রীবাহী বিমান

১৮

‘৫ ভরি স্বর্ণের দাম ১ কোটি টাকা’

১৯

তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী

২০
X