অ্যালেসিয়া রুশোর গোলে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে নারী বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। নারী বিশ্বকাপে টানা তৃতীয়বার শেষ চারে উঠল তারা। গতকাল অন্য কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে ওঠে অস্ট্রেলিয়া। ১৬ আগস্ট দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল।
ইউরোর চ্যাম্পিয়নরা এবারের বিশ্বকাপ শুরু করেছিল ফেভারিট হিসেবে। কিন্তু স্বাগতিক অস্ট্রেলিয়ার ব্যাপারটা ছিল ভিন্ন। তারা যে এতদূরে পৌঁছবে, তা কেউ কল্পনা করেনি। নাটকীয়ভাবে সেমিতে উঠেছে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে নির্ধারিত সময়ে দুই দলের খেলা গোলশূন্য ছিল। অতিরিক্ত সময়েও পরিস্থিতি পাল্টায়নি। এরপর খেলা গড়ায় স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে। দুই দল মিলে টাইব্রেকারে শট নিয়েছে মোট ২০টি। তাতে শেষ হাসি হেসেছে অস্ট্রেলিয়া। ফ্রান্সকে টাইব্রেকারে ৭-৬ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে তারা। নারী ও পুরুষ ফুটবল মিলিয়ে অস্ট্রেলিয়ার ইতিহাসে এটিই সবচেয়ে বড় সাফল্য।
সিডনি অলিম্পিক স্টেডিয়ামে অন্য ম্যাচে ফেভারিট হিসেবেই নেমেছিল ইংল্যান্ড। তৃতীয়বার বিশ্বকাপ খেলতে আসা কলম্বিয়া প্রথম শেষ আটে উঠলেও তারা ইংলিশ পরীক্ষায় পাস করার পর্যায়ে ছিল না। ইংল্যান্ড ২০২২ ইউরো চ্যাম্পিয়নশিপ দল। তবে প্রথমার্ধে ৪৪ মিনিটে স্রোতের বিপরীতে কলম্বিয়াকে এগিয়ে দেন অ্যাথলেটিকো মাদ্রিদে খেলা মিডফিল্ডার লিসি সান্তোস। এরপর চাপ বাড়ায় ইংল্যান্ড। প্রথমার্ধেই যোগ করা সময়ের খেলা হয় ৭ মিনিট। এর ষষ্ঠ মিনিটে রুশোর শট কলম্বিয়া গোলরক্ষক ক্যাটালিনা পেরেজ আটকে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। লরেন হেম্পের গোলে ১-১ সমতায় ফেরে ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে স্কোরলাইন ইংল্যান্ডের পক্ষে ২-১ করেন রুশো। গ্রুপ পর্বে চীনের বিপক্ষে ইংল্যান্ডের ৬-১ জয়ে একটি গোল করেছিলেন তিনি। গত বছর ইউরো চ্যাম্পিয়নশিপে ৬ ম্যাচে বদলি হিসেবে নেমে করেছিলেন ৪ গোল।
মন্তব্য করুন