রিয়ালের জার্সিতে অভিষেক রাঙালেন জুড বেলিংহাম। অভিষেক রঙিন হতে পারত হ্যারি কেনেরও; ইংলিশ তারকার ক্ষেত্রে ঘটল উল্টোটা—জার্মান সুপার কাপ ফাইনালে আরবি লাইপজিগের কাছে হারল বায়ার্ন। এদিকে নেইমার-এমবাপ্পেকে বাইরে রাখা পিএসজি লিগ ওয়ানের সূচনায় হোঁচট খেয়েছে।
অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে রিয়াল জার্সিতে অভিষেক ম্যাচের ৩৬ মিনিটে গোল করলেন জুড বেলিংহাম। দল জিতল ২-০ গোলে। বুরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে আসা ইংলিশ মিডফিল্ডারের আগে ২৮ মিনিটে গোল করলেন ব্রাজিলিয়ান রদ্রিগো। লিগ কাপ ফাইনালে আরবি লাইপজিগের বিপক্ষে ড্যানি অলমোর হ্যাটট্রিকে রীতিমতো উড়ে গেল বায়ার্ন, ম্যাচ হারতে হয়েছে ৩-০ গোলে। কেন ছাড়াও প্রতিযোগিতামূলক ম্যাচে বায়ার্ন জার্সিতে অভিষেক হলো কোরিয়ান ডিফেন্ডার কিম জা-মিনের। এদিকে লিগ ওয়ানে ঘরের মাঠে লরিয়েন্তের সঙ্গে গোলশূন্য ড্র করেছে পিএসজি। লা লিগায় নতুন মৌসুমের প্রথম জয়ের ম্যাচটা দুর্দান্ত খেলেছে রিয়াল। ৫৪ শতাংশ বল দখলে রেখে খেলা মাদ্রিদের জায়ান্টরা শট নিয়েছে ১৪টি, যার সাতটি ছিল গোলের লক্ষ্যে। মৌসুম সূচনায় কামাভিঙ্গা, চুয়ামেনি, ভালভার্দে, রদ্রিগোরা ছিলেন উজ্জ্বল। আলো ছড়ানোর দিক সবাইকে ছাপিয়ে গেলেন জুড বেলিংহাম। এমন ম্যাচের পর তো দারুণ স্বস্তিতে থাকার কথা রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির। কিন্তু ইতালিয়ান কোচের কাপলে উল্টো ভাঁজ পড়েছে ডিফেন্ডার মিলিতাওয়ের ইনজুরির কারণে। মৌসুমের প্রথম ম্যাচে রক্ষণের গুরুত্বপূর্ণ এ সদস্য চোট নিয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন! ‘দেখে মনে হচ্ছে, হাঁটু মচকে গেছে। মিলিতাওয়ের অবস্থা দেখে ভালো কিছু মনে হচ্ছে না। ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করার পর সবকিছু পরিষ্কার হবে। আমরা শঙ্কিত, বাজে কিছুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আশা করছি, গুরুতর কিছু হবে না’—ব্রাজিলিয়ান সেন্টারব্যাকের ইনজুরি সম্পর্কে বলছিলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
ইংলিশ ক্লাব টটেনহ্যাম থেকে আগের দিনই রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে কেনকে দলভুক্ত করেছে বায়ার্ন মিউনিখ। স্পার্সদের জার্সিতে শেষ ম্যাচে চার গোল করা ইংলিশ তারকার সুপার কাপ ফাইনালে দিয়েই অভিষেকে আগ্রহী ছিলেন। ৩০ বছর বয়সী ইংলিশ স্ট্রাইকার ৬৩ মিনিটে বদলি হিসেবে মাঠে আসেন, তখন ০-২ গোলে পিছিয়ে ছিল বায়ার্ন। কেন মাঠে আসার পাঁচ মিনিটের মধ্যে পেনাল্টি থেকে তৃতীয় গোল করেন অলমো। ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনার এ ম্যাচে বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের দৌড়ঝাঁপ স্কোরলাইনে অনূদিত হয়নি। ম্যাচে ৬৭ শতাংশ বল অনুকূলে রেখে খেলা বায়ার্ন ম্যাচের অন্যান্য পরিসংখ্যানে এগিয়ে ছিল। ফুটবলের আসল কাজ গোল করা, এ জায়গায় মুনশিয়ানা দেখিয়ে জার্মান সুপার কাপ দিয়ে মৌসুম শুরু করল মার্কো রোসোর দল।
লিগ ওয়ানে পিএসজির কোচ হিসেবে অভিষেক ম্যাচের স্কোয়াড থেকে নেইমার ও এমবাপ্পেকে বাইরে রাখেন লুইস এনরিকে। গ্রীষ্মকালীন দলবদলে দলভুক্ত করা দক্ষিণ কোরিয়ার লি ক্যাং-ইন, পর্তুগিজ গঞ্জালো রামোস ও স্প্যানিশ মার্কো আনসিওকে নিয়ে এদিন আক্রমণভাগ সাজান সাবেক স্প্যান ও বার্সেলোনা কোচ। ৭৮ শতাংশ বল নিয়ন্ত্রণে রেখে খেলা প্যারিসের জায়ান্টরা ম্যাচে ২০ শট নিয়েছে, যার চারটি ছিল গোলের নিশানায়। কিন্তু কাজের কাজ করতে পারেনি লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।
মন্তব্য করুন