ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ০৮:০৮ পিএম
প্রিন্ট সংস্করণ
সাফ প্রস্তুতি

বাংলাদেশের স্বস্তির জয়

মজিবর রহমান জনির একমাত্র গোলে কম্বোডিয়াকে হারিয়েছে বাংলাদেশ। গোলের লাল-সবুজদের উদযাপন। ছবি : বাফুফে
মজিবর রহমান জনির একমাত্র গোলে কম্বোডিয়াকে হারিয়েছে বাংলাদেশ। গোলের লাল-সবুজদের উদযাপন। ছবি : বাফুফে

কম্বোডিয়ার মাটিতে স্বাগতিকদের বিরুদ্ধে জয়টা বাংলাদেশের জন্য স্বস্তির; যাকে সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর আগে জেগে ওঠার টনিক হিসেবে দেখা হচ্ছে। মজিবুর রহমান জনির গোলে

১-০ ব্যবধানে পাওয়া জয়ের ম্যাচ দলের ফাকফোঁকরগুলোও কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল! ডিপ-ডিফেন্ডিংয়ে বারবার খোলসবন্দি হয়ে যাচ্ছিল দল। একাধিকবার ডিফেন্ডাররা তালগোল পাকিয়েছেন, কম্বোডিয়া সে সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে ফিরতে পারেনি। আক্রমণ প্রতিহত করে কম্বোডিয়ার গোলমুখে হানা দেওয়ার মিশনেও বাংলাদেশ ছিল সমন্বয়হীন। ডেড-বল ধরে লম্বা পাস বাড়ালেও প্রতিপক্ষের গোলমুখে বল ধরার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রতিপক্ষের আক্রমণ রুখতে বারবার বল প্রয়োগ করে খেলার কৌশল নিচ্ছিলেন ফুটবলাররা। কুফল হিসেবে একাধিক হলুদ কার্ড দেখতে হয়েছে, অতিরিক্ত সময়ে মার্চিং অর্ডার পান ডিফেন্ডার তারিক কাজী। ম্যাচের যা হাল, তাতে শক্তি-সামর্থ্যে কম্বোডিয়ার চেয়ে এগিয়ে থাকা সাফ চ্যাম্পিয়নশিপে প্রতিপক্ষ দলগুলোর বিপক্ষে বাংলাদেশ কী করে সেটাই বড় প্রশ্ন হয়ে থাকছে! ম্যাচে রক্ষণে অতিরিক্ত সুরক্ষার জন্য এদিন উইঙ্গার ফয়সাল আহমেদ ফাহিমকে খুব একটা ওপরে উঠতে দেখা যায়নি। আবাহনীর এ ফরোয়ার্ড আক্রমণে খুব বেশি ভূমিকা রাখতে না পারলেও কাজের কাজটি ঠিকই করেছেন। ২৪ মিনিটে তার লম্বা করে বাড়ানো বলকে দারুণ ভলিতে জালে পাঠিয়ে ম্যাচের ভাগ্য লিখে দিয়েছেন মজিবর রহমান জনি (১-০)। লিড নেওয়ার পর ৪১ মিনিটে কম্বোডিয়া দারুণ এক সুযোগ পেয়েছিল। চেনপলিনের ক্ষিপ্রগতির শট আনিসুর রহমান জিকো কোনোক্রমে ফিরিয়েছেন। ৫৬ মিনিটে কম্বোডিয়ার আক্রমণে বাংলাদেশ রক্ষণ ফাঁকা হয়ে গিয়েছিল; আনিসুর রহমান জিকো পোস্ট ছেড়ে এগিয়ে এসে হেড বল ক্লিয়ার করেছেন। ৬৮ মিনিটে রক্ষণের সমন্বহীনতায় লিম পিসোথ সমতার জোড়ালো সম্ভাবনা জাগিয়েও হেডে বল বাইরে পাঠান।

বিরতির পর হাভিয়ের ক্যারবেরা মাঠে পাঠান শেখ মোরসালিন ও রফিকুল ইসলামকে। জাতীয় দলের জার্সিতে অভিষিক্ত দুই তরুণ আহামরি কিছু করতে না পারলেও প্রতিপক্ষ রক্ষণে তাদের দৌড়ঝাঁপ ছিল ইতিবাচক। বদলি হিসেবে মাঠে আসার পর মোরসালিন ও মোহাম্মদ ইব্রাহিম দূরপাল্লার শটে চেষ্টা চালিয়ে ছিলেন। অধিকাংশ সময় রক্ষণ জমাট রেখে খেলার চেষ্টা করা বাংলাদেশ ম্যাচের বিভিন্ন সময় সমন্বিত আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে। তরুণ রফিকুল ইসলাম-মোরসালিনরা মাঠে আসার পর সে প্রচেষ্টাগুলোকে মসৃণ মনে হয়েছে। প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের হয়ে ১০ ম্যাচে মাত্র ৯০ মিনিট খেলার সুযোগ পাওয়া সুমন রেজাকে এদিন ৮২ মিনিটে একমাত্র ফরোয়ার্ড হিসেবে খেলিয়েছেন ক্যাবরেরা। কিন্তু মাঝমাঠের সঙ্গে আক্রমণের সঠিক সংযোগ না থাকায় এ ফরোয়ার্ড ম্যাচের অধিকাংশ সময় বিচ্ছিন্ন দ্বীপ হয়ে থাকলেন! তারপরও জয়টা স্বস্তির হয়ে থাকল। ম্যাচের পর উচ্ছ্বসিত বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা বলেছেন, ‘আমি মনে করি দল যা করেছে তাতে সবাই গর্ববোধ করবেন। আমাদের দলটা তরুণ। কম্বোডিয়া যে ধরনের ফুটবল খেলেছে, তাতে কাজটা কঠিন ছিল।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাচাদোকে ক্ষমতায় বসাতে চান ট্রাম্প

এবারের নির্বাচন হবে বিশ্বের কাছে স্বীকৃত ও প্রশংসিত : সালাহউদ্দিন আহমদ

কান উৎসবের লক্ষ্যে আলি জুলফিকার জাহেদীর ‘রক্তছায়া’

ঢাকা-১৮ আসনে মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

৭০০ কৃষকের নামে মামলা, প্রতিবাদে মশাল মিছিল

সেই নেতাকে গ্রেপ্তারের প্রতিক্রিয়া জানাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সুন্দরবনে রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে অপহরণ

ঐক্য ও উন্নয়নই আমাদের লক্ষ্য : ফরিদুল ইসলাম

মাদুরোকে কোথায় নেওয়া হবে জানালেন ট্রাম্প

‘ভুল ভুলাইয়া ৩’-এর পর আবারও বলিউডে প্রান্তিকা

১০

শীত নিয়ে আবার দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১১

তথ্য পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন, অভিযুক্ত ডিনকে ছুটি

১২

দেশের জনসংখ্যা বিবেচনায় স্কুলের সংখ্যা আরও বাড়াতে হবে : সালাহউদ্দিন

১৩

বিএনপি নেতাকে গুলি করে হত্যা

১৪

আইপিএল অধ্যায় থামায় হতাশ মুস্তাফিজ

১৫

পদ বড় কথা নয়, ঐক্য থাকলেই বিএনপি শক্তিশালী হবে : শেখ মো. আব্দুল্লাহ

১৬

ভেনেজুয়েলায় হামলায় বিভিন্ন দেশের নেতাদের প্রতিক্রিয়া

১৭

অনিশ্চয়তার মুখে ভারত–বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক

১৮

মুস্তাফিজ ইস্যুতে ভারত নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ

১৯

কল্যাণ রাষ্ট্রের জন্য জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রয়োজন : শিবলী

২০
X