ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১১:১১ এএম
প্রিন্ট সংস্করণ

বাংলাদেশকে ‘হ্যাটট্রিক হিরো’ মার্কিসের হুমকি

বাংলাদেশকে ‘হ্যাটট্রিক হিরো’ মার্কিসের হুমকি

বাংলাদেশের বিপক্ষে করা হ্যাটট্রিকের স্মৃতি হিসেবে ম্যাচ বল নিতে চেয়েছিলেন রাফায়েল মার্কিস। এশিয়ান কাপ বাছাই ম্যাচে বাংলাদেশি অফিসিয়ালরা তা দেননি বলে দাবি এ উইঙ্গারের। ফ্রান্সে জন্ম নেওয়া হংকং চায়নার এ ফুটবলার ক্ষুব্ধ, ফিরতি লেগে তার প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়ে রেখেছেন! আগামীকাল ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হচ্ছে হংকং চায়না-বাংলাদেশ। সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচ বাংলাদেশের জন্য জীবন-মরণ—টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই। অন্যদিকে হংকং চায়না জিতলে ‘সি’ গ্রুপ থেকে এশিয়ান কাপে নাম লেখানোর পথে অনেকদূর এগিয়ে যাবে। সে ম্যাচে পাদপ্রদীপের আলোয় থাকবেন চায়না সুপার লিগের ক্লাব শেনডং তাইসানে খেলা এ ফুটবলার। মাঠের লড়াই শুরুর আগে হুঙ্কারও দিয়ে রাখলেন রাফায়েল মার্কিস।

কাই টাক স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে এ ফুটবলার বলেন, বাংলাদেশের আচরণ তাকে ‘অতিরিক্ত অনুপ্রেরণা’ দিচ্ছে। রাফায়েল মার্কিসের কথায়, ‘আমি বলটি চেয়েছিলাম, কিন্তু তারা দিতে সম্মত হয়নি। আমি বল বয়দের কাছেও গিয়েছিলাম, কিন্তু কেউই সেটি দিতে চায়নি।’ বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলেছিলেন মার্কিস। তিনি জানান, দেশে ফেরার ফ্লাইটে তিনি প্রায় ঘুমাতে পারেননি। আইস বাথ, সাঁতার, স্ট্রেচিং এবং গতিশীলতার ব্যায়ামের মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে উঠেছেন এ ফুটবলার।

ঢাকায় ৪-৩ গোলের জয়ে দূরন্ত হ্যাটট্রিক করা উইঙ্গার আরও বলেন, ‘এটি একটি পাগলাটে রাত ছিল, কিন্তু কাজটি মাত্র অর্ধেক সম্পন্ন হয়েছে। আমাদের ফের মনোযোগ দিতে হবে, কারণ এই ম্যাচটিও সমান গুরুত্বপূর্ণ।’ রাফায়েল মার্কিস ফেব্রুয়ারিতে হংকং প্রিমিয়ার লিগের ক্লাব সাদার্ন ছেড়ে চায়নিজ সুপার লিগে যোগ দেন। যেখানে সাত ম্যাচে তিন গোল করেছেন এ উইঙ্গার। সর্বশেষ দুই ম্যাচে দুটি গোল করেছেন তিনি। এ ফুটবলারের ক্লাব এবং জাতীয় দলের দুরন্ত ফর্ম বাংলাদেশের জন্য বড় হুমকি। নিজের ফর্ম সম্পর্কে মার্কেজ বলেছেন, ‘আমি আমার ছন্দ ও আত্মবিশ্বাস ফিরে পেয়েছি এবং শারীরিক ও মানসিকভাবে আরও ভালো অনুভব করছি।’

গত জুনে হংকংয়ের কাই টাক স্টেডিয়ামের ম্যাচে মার্কিস একাদশে ছিলেন। ৪২ হাজারের বেশি দর্শকের সামনে তারা ভারতকে ১-০ গোলে হারিয়েছিল। একই ভেন্যুতে দুর্দান্ত ছন্দ ধরে রাখতে মুখিয়ে আছেন এ ফুটবলার। মার্কিস এটা স্বীকার করেছেন যে তিনি এখনো একাদশে জায়গা পাওয়ার জন্য লড়ছেন, ‘আমি সবসময় খেলতে চাই, তবে কোচ জয়ের জন্য সেরা দলই বেছে নেবেন। এশিয়ান কাপে যেতে হলে আমাদের আরও বেশি ফল দরকার।’ আত্মবিশ্বাস বৃদ্ধি করার মতো ঢাকায় পাওয়া দারুণ জয়ের ম্যাচে হংকং চায়নার জন্য খারাপ খবর হলো, অভিজ্ঞ গোলরক্ষক ইয়াপ হাং-ফাই ইনজুরি আক্রান্ত। এসিএল ছিঁড়ে যাওয়ায় দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে চলে গেছেন দেশের হয়ে শতাধিক ম্যাচ খেলা এ কাস্টডিয়ান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী

ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন, নতুন ঘর দিচ্ছেন তারেক রহমান

অতিরিক্ত সিম নিয়ে বিটিআরসির জরুরি বার্তা

‘শেখ হাসিনার করুণ পরিণতির বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন সালাউদ্দিন কাদের’

অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা

প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগ নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা

অনলাইন ও এসএমএসে এইচএসসির ফল জানবেন যেভাবে

খেলা চলাকালে মাঠেই প্রাণ হারালেন বাঁহাতি পেসার

গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পেছাতে পারে : সারজিস

হাদিসের ভাষায় ভালো মৃত্যুর ১৫ আলামত

১০

বিতর্কিতরাই পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে : আমান

১১

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

১২

সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে ‌কারাগার ঘোষণা

১৩

ঢাকা বিভাগে রাখার দাবিতে যমুনা সেতু মহাসড়ক অবরোধ

১৪

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

মাত্র ১৪ বছরে সহঅধিনায়কের দায়িত্ব পেলেন বৈভব

১৬

যারা শিবিরের বিরোধিতা করেছিল, তারা আজ ইতিহাস : জাহিদুল ইসলাম

১৭

পিআর পদ্ধতিতে ভোটে জনগণের ক্ষমতা খর্ব হবে : ফখরুল

১৮

তিনজনে এক নারী স্বামীর দ্বারা যৌন নির্যাতনের শিকার : বিবিএস

১৯

ভারতের অধিনায়ক শান মাসুদ, হঠাৎ এমনটা কেন বললেন ধারাভাষ্যকার

২০
X