বাংলাদেশের স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল, তারাই আজ পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডেমোক্রেটিক লীগের (ডিএল) উদ্যোগে সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।
আমান উল্লাহ আমান বলেন, একটি দল আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল, তারাই আজ পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। কিন্তু নির্বাচন বানচাল করা যাবে না। নির্বাচন বাংলাদেশে হবে এবং আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। সেই নির্বাচনে জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছে।
তিনি বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের পাশাপাশি বিএনপিকে কটাক্ষ করেও নানা ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। অথচ দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই বিএনপি দীর্ঘ লড়াই-সংগ্রাম করেছে। এ জন্য দলের চেয়ারপারসন খালেদা জিয়া স্বৈরাচারের নির্যাতনেরও শিকার হয়েছেন, তবু তিনি কখনো গণতন্ত্রের প্রশ্নে আপস করেননি; অন্যদের মতো জাতির সঙ্গে বেইমানি করেননি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন জানিয়ে আমান বলেন, বাংলাদেশে এসে তিনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং আমাদের দলের নির্বাচনী প্রচারণায়ও অংশ নিবেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, দেশের মানুষ মুক্তির জন্য ও গণতন্ত্রের জন্য দুই হাজার প্রাণ বিলিয়ে দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। সেই ফ্যাসিবাদ যেন আবার পুনরায় ফিরে না আসতে পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে, বাংলাদেশের মানুষ সেই আওয়ামী সন্ত্রাসীদের আর দেখতে চায় না। তাই ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে হবে। আর সেই ঐক্যের মাধ্যমেই আমাদের চূড়ান্ত বিজয় অর্জন করতে হবে।
ডিএলের সহ-সভাপতি মো. মাহবুব আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের সঞ্চালনায় স্মরণ সভায় আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জোটভুক্ত গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল প্রমুখ।
প্রয়াত সাইফুদ্দিন আহমেদ মনিকে স্মরণ করে সভাপতির বক্তব্যে মো. মাহবুব আলম বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাইফুদ্দিন আহমেদ মনির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিগত আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধেও তিনি লড়াই-সংগ্রাম করেছেন। তবে দুর্ভাগ্য, তিনি ফ্যাসিবাদের পতন দেখে যেতে পারলেন না।
তিনি আরও বলেন, সাইফুদ্দিন আহমেদ মনি দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের যে স্বপ্ন দেখেছিলেন, আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে তার সেই স্বপ্ন যাতে পূরণ হয়, সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।
মন্তব্য করুন