

২৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। কিন্তু এরই মধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি দিন দিন অবনতির দিকে ধাবিত হচ্ছে। এতে জনমনে টুর্নামেন্ট ঘিরে তৈরি হয়েছে শঙ্কা। নিরাপত্তাজনিত সমস্যায় ফ্র্যাঞ্চাইজিগুলোর বিদেশি ক্রিকেটারদের দলের সঙ্গে পাওয়ার ব্যাপারেও আছে অনিশ্চয়তা। তবে সেসব শঙ্কা উড়িয়ে দিয়েছে বিসিবি। নির্ধারিত সময়েই টুর্নামেন্ট শুরুর কথা বলছে তারা। একই সঙ্গে দলগুলোও জানিয়েছে, বোর্ডের পক্ষ থেকে নিরাপত্তাজনিত কোনো সতর্কতা পায়নি তারা। গতকাল মিরপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজশাহী ওয়ারিয়র্সের প্রধান কোচ হান্নান সরকার। তিনি বলেন, আগামীকালের মধ্যেই তাদের দলে যোগ দেবেন ছয় বিদেশি ক্রিকেটার।
জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার পর থেকেই দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হয়ে উঠেছে। সেসবের প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবন যাপনে। সামনে বিপিএলের মতো এত বড় টুর্নামেন্ট। সেখানেও নিশ্চিতভাবে সেই শঙ্কা থাকতে পারে দলগুলোর মধ্যে। তবে দলগুলোকে বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে আশ্বস্ত করা হয়েছে, নিরাপত্তাজনিত ভয় নেই। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী থেকে নিরাপত্তার ব্যাপারে সুস্পষ্ট বার্তা পেয়েছে গভর্নিং কাউন্সিল। তারপরও কিছুটা শঙ্কা তো থেকেই যাচ্ছে! রাজশাহীর প্রধান কোচ হান্নান সরকার যেমনটা বলেছিলেন, ‘সত্যি বলতে দেশের এই পরিস্থিতিতে আমরা সবাই নিরাপত্তার ব্যাপারটা নিয়ে শঙ্কিত। নিশ্চিতভাবেই বোর্ড সেটা দেখছে। দল হিসেবে আমরা আমাদের প্রস্তুতির সবটাই করে যাচ্ছি। সবার আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরাও সে জিনিসটার ওপর নজর রাখছি এবং বিসিবিও যদি কোনো গাইডলাইন দিয়ে থাকে—আমরা অবশ্যই ফলো করব।’ তবে এখন পর্যন্ত বোর্ডের পক্ষ থেকে সেরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি জানিয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত সেই ধরনের (ভয়ের) কোনো বিষয় নেই। আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে নিজেরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য।’
নিরাপত্তার ভয় সবচেয়ে বেশি হয়ে থাকে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য বিদেশি ক্রিকেটারদের আসা-যাওয়ার ব্যাপারটিও গুরুত্বের সঙ্গে দেখতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ও বিসিবিকে। তবে রাজশাহী নিশ্চিত করেছে তাদের বিদেশি ক্রিকেটাররা দ্রুতই দলের সঙ্গে যোগ দিচ্ছেন। হান্নান সরকার বলেন, ‘এখন পর্যন্ত আমাদের যে টিকিটের সূচি আছে, ২৩ তারিখ সিলেট যাচ্ছি। স্বাভাবিকভাবে ২২ তারিখে আমাদের ছয়জন বিদেশি ক্রিকেটার দলে যোগ দেবেন। ২৩ তারিখ সকালেও যদি আসে আসতে পারে, বিকেলের ফ্লাইটে আমরা একসঙ্গে সিলেট যাচ্ছি।’ দলটির ছয় ক্রিকেটারের মধ্যে আসছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের ক্রিকেটার। তাদের মধ্যে আছেন সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, মোহাম্মদ নওয়াজ, সন্দীপ লামিচানে, বিনুরা ফার্নান্দো ও জাহান্দাদ খান। নিরাপত্তার ব্যাপারে শঙ্কা দেখছে না ঢাকা ক্যাপিটালসও। ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী আতিক ফাহাদ বলেন, ‘টুর্নামেন্ট স্থগিত হওয়া নিয়ে এখন পর্যন্ত আমাদের কোনো শঙ্কা নেই। রোববার থেকে আমাদের অনুশীলন শুরু হবে। বিদেশিদের টিকিট থেকে মাঠের সরঞ্জাম—আমাদের পক্ষ থেকে সবকিছু প্রস্তুত।’ এ ছাড়া রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেস, চট্টগ্রাম রয়্যালস সোম-মঙ্গলবারের দিকে অনুশীলন করতে যাচ্ছে। তবে সিলেটে শুরু হওয়ায় আজ থেকেই সিলেট টাইটান্স অনুশীলন করবে নিজেদের হোম ভেন্যুতে।
মন্তব্য করুন