ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৫:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

ব্যর্থতার দায় নিতে হবে বিসিবিকেও

ব্যর্থতার দায় নিতে হবে বিসিবিকেও

হঠাৎ অস্বস্তিকর হয়ে উঠেছে দিল্লির আবহাওয়া। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বায়ুদূষণের কবলে পড়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। লঙ্কানরা অনুশীলন বাতিল করলেও বাংলাদেশের সে রকম শৌখিনতা আর নেই। এমনিতেই পয়েন্ট টেবিলের নিচের দিকে পড়ে আছে দল। শুক্রবারের অনুশীলন বাতিল হলেও গতকাল সাকিব আল হাসানদের দেখা গেছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। অর্থাৎ আর বিশ্রাম নয়, শ্রীলঙ্কা ম্যাচ ঘিরে প্রস্তুতি শুরু এখনই। কিন্তু প্রস্তুতির মধ্যেও আছে তিক্ততা। ড্রেসিংরুমের দলের পরিস্থিতি খুব একটা ভালো নেই। পারফর্ম করতে না পেরে হতাশ হয়ে পড়েছেন ক্রিকেটাররা। এত কিছুর পরও দলের ভেতর তেমন কোনো প্রভাব রাখতে পারছেন না টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনও। মূলত বোর্ড থেকে সীমিত দায়িত্ব দিয়েই ভারতে পাঠানো হয়েছে সুজনকে। সে কারণে অনেক কিছুতেই দলে তিনি শুধুই ‘চশমা’। ভালো-মন্দ দেখার বাইরে আর কোনো কাজ নেই তার। এর জন্য অবশ্য দায় নিতে হবে বিসিবিকে।

বিশ্বকাপের মতো এত বড় টুর্নামেন্টে খেলতে গেছে বাংলাদেশ। অথচ দলের পুরো নিয়ন্ত্রণ কোচিং স্টাফদের হাতে; বিশেষ করে বললে চন্ডিকা হাথুরুসিংহের হাতে। আগের টুর্নামেন্টগুলোতে বোর্ডের কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ থাকলেও এবার সে রকম কিছুই নেই। এখানেই দায় নিতে হবে বিসিবির। দিল্লিতে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে নিজের কাজ নিয়ে কথা বলতে গিয়ে একপ্রকার বোমাই ফাটালেন সুজন। তিনি বলেছেন, ‘বিসিবি থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটাই আমি করার চেষ্টা করছি। এর আগে আমার একটা বাড়তি দায়িত্ব থাকত, যেমন সিলেকশনের অংশ থাকতাম—সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বও থাকত। এবার আমার সেই দায়িত্বগুলো নেই। যদি আমার এগুলো দায়িত্ব না, তাই এসব নিয়ে আমি ভাবছি না। এখানে তো আমার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। আগে যখন দায়িত্ব ছিল, তখন নানাভাবে দলের সঙ্গে নিজেকে যুক্ত রাখার চেষ্টা করেছি।’

বোর্ড থেকেই সীমিত দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে বিসিবির এ পরিচালক বলেছেন, ‘২০১৯ বিশ্বকাপেও যে রোল ছিল খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলা, সেটা এখন নেই। তাই এ থেকে আমি দূরেই আছি। বোর্ড থেকে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়নি। আমি মোটেই উপভোগ করছি না (কাজ)। এটা ট্যুরের প্রধান হিসেবে আমি কেবল ঘুরব, অভিভাবক হিসেবে থাকব। কেবল শৃঙ্খলা নিয়ে থাকব, এটা আসলে আমার মূল কাজটা।’ তবে নিজের এমন কাজে মোটেও খুশি নন সুজন। উপভোগ তো করছেনই না, উল্টো দলকে এভাবে অসহায়ের মতো হারতে দেখে হতাশও হয়েছেন তিনি। এমন ব্যর্থতার পর কোচের দায়িত্বের একটা ময়নাতদন্ত হোক, সেটাই চান সুজন, ‘বিশ্বকাপের পর অবশ্যই বিসিবি কোনো না কোনো সিদ্ধান্তে যাবে (প্রধান কোচ নিয়ে)। ব্যক্তিগতভাবে আমি মনে করি, ব্যর্থতার একটা ময়নাতদন্ত হওয়া উচিত। আমাদের প্রত্যাশা ছিল সেমিফাইনাল খেলব, সেখানে বাংলাদেশ এখন নয় নম্বরে।’ বিশ্বকাপের পর বোর্ডসভায় সেসব নিয়ে আলাপ করতে চান সুজন, ‘আমার মনে হয় আমাদের অবশ্যই কেন এটা হলো সেটা চিন্তা করা উচিত। সভাপতি এসেছিলেন, তিনি তো দেখেছেন, খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন। উনারও একটা জানা আছে। বোর্ডসভায় এগুলো নিয়ে কথা হবে।’ আপাতত শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতার জন্য সবটুকু নিগড়ে দেওয়াতেই চোখ সুজনের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসে মারা গেলেন ছেলেও

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

সিঙ্গারে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

মেসিহীন মায়ামিকে বাঁচাল রদ্রিগেজের দুর্দান্ত গোল

গাজায় যেভাবে দুর্ভিক্ষ নেমে এলো

লেভান্তের মাঠে বার্সার রোমাঞ্চকর জয়

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আকিজ গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকবে নানা সুবিধা 

বাগেরহাটে সকাল-সন্ধ্যা হরতাল

যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করছে ভারত

১০

২৪ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ বিএনপিকে বিজয়ী করবে : মোমিন

১২

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৩

বিয়ে ভেঙে যাওয়ায় কলেজছাত্রীর কাণ্ড

১৪

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৫

২৪ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৬

সাতসকালে দিনাজপুরে সড়ক দুর্ঘটনা, বাসে ছিলেন গণঅধিকার পরিষদ নেতা

১৭

তামাকবিরোধী ইয়ুথ মার্চ  / তামাক কোম্পানির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত বাতিল, দ্রুত আইন পাসের আহ্বান

১৮

দুই-তৃতীয়াংশের বেশি সিট পেয়ে বিএনপি ক্ষমতায় আসবে : ফজলুর রহমান

১৯

নেতাকর্মীদের ধৈর্যশীল আচরণের আহ্বান আমিনুল হকের 

২০
X