শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৫:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

ব্যর্থতার দায় নিতে হবে বিসিবিকেও

ব্যর্থতার দায় নিতে হবে বিসিবিকেও

হঠাৎ অস্বস্তিকর হয়ে উঠেছে দিল্লির আবহাওয়া। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বায়ুদূষণের কবলে পড়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। লঙ্কানরা অনুশীলন বাতিল করলেও বাংলাদেশের সে রকম শৌখিনতা আর নেই। এমনিতেই পয়েন্ট টেবিলের নিচের দিকে পড়ে আছে দল। শুক্রবারের অনুশীলন বাতিল হলেও গতকাল সাকিব আল হাসানদের দেখা গেছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। অর্থাৎ আর বিশ্রাম নয়, শ্রীলঙ্কা ম্যাচ ঘিরে প্রস্তুতি শুরু এখনই। কিন্তু প্রস্তুতির মধ্যেও আছে তিক্ততা। ড্রেসিংরুমের দলের পরিস্থিতি খুব একটা ভালো নেই। পারফর্ম করতে না পেরে হতাশ হয়ে পড়েছেন ক্রিকেটাররা। এত কিছুর পরও দলের ভেতর তেমন কোনো প্রভাব রাখতে পারছেন না টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনও। মূলত বোর্ড থেকে সীমিত দায়িত্ব দিয়েই ভারতে পাঠানো হয়েছে সুজনকে। সে কারণে অনেক কিছুতেই দলে তিনি শুধুই ‘চশমা’। ভালো-মন্দ দেখার বাইরে আর কোনো কাজ নেই তার। এর জন্য অবশ্য দায় নিতে হবে বিসিবিকে।

বিশ্বকাপের মতো এত বড় টুর্নামেন্টে খেলতে গেছে বাংলাদেশ। অথচ দলের পুরো নিয়ন্ত্রণ কোচিং স্টাফদের হাতে; বিশেষ করে বললে চন্ডিকা হাথুরুসিংহের হাতে। আগের টুর্নামেন্টগুলোতে বোর্ডের কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ থাকলেও এবার সে রকম কিছুই নেই। এখানেই দায় নিতে হবে বিসিবির। দিল্লিতে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে নিজের কাজ নিয়ে কথা বলতে গিয়ে একপ্রকার বোমাই ফাটালেন সুজন। তিনি বলেছেন, ‘বিসিবি থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটাই আমি করার চেষ্টা করছি। এর আগে আমার একটা বাড়তি দায়িত্ব থাকত, যেমন সিলেকশনের অংশ থাকতাম—সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বও থাকত। এবার আমার সেই দায়িত্বগুলো নেই। যদি আমার এগুলো দায়িত্ব না, তাই এসব নিয়ে আমি ভাবছি না। এখানে তো আমার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। আগে যখন দায়িত্ব ছিল, তখন নানাভাবে দলের সঙ্গে নিজেকে যুক্ত রাখার চেষ্টা করেছি।’

বোর্ড থেকেই সীমিত দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে বিসিবির এ পরিচালক বলেছেন, ‘২০১৯ বিশ্বকাপেও যে রোল ছিল খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলা, সেটা এখন নেই। তাই এ থেকে আমি দূরেই আছি। বোর্ড থেকে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়নি। আমি মোটেই উপভোগ করছি না (কাজ)। এটা ট্যুরের প্রধান হিসেবে আমি কেবল ঘুরব, অভিভাবক হিসেবে থাকব। কেবল শৃঙ্খলা নিয়ে থাকব, এটা আসলে আমার মূল কাজটা।’ তবে নিজের এমন কাজে মোটেও খুশি নন সুজন। উপভোগ তো করছেনই না, উল্টো দলকে এভাবে অসহায়ের মতো হারতে দেখে হতাশও হয়েছেন তিনি। এমন ব্যর্থতার পর কোচের দায়িত্বের একটা ময়নাতদন্ত হোক, সেটাই চান সুজন, ‘বিশ্বকাপের পর অবশ্যই বিসিবি কোনো না কোনো সিদ্ধান্তে যাবে (প্রধান কোচ নিয়ে)। ব্যক্তিগতভাবে আমি মনে করি, ব্যর্থতার একটা ময়নাতদন্ত হওয়া উচিত। আমাদের প্রত্যাশা ছিল সেমিফাইনাল খেলব, সেখানে বাংলাদেশ এখন নয় নম্বরে।’ বিশ্বকাপের পর বোর্ডসভায় সেসব নিয়ে আলাপ করতে চান সুজন, ‘আমার মনে হয় আমাদের অবশ্যই কেন এটা হলো সেটা চিন্তা করা উচিত। সভাপতি এসেছিলেন, তিনি তো দেখেছেন, খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন। উনারও একটা জানা আছে। বোর্ডসভায় এগুলো নিয়ে কথা হবে।’ আপাতত শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতার জন্য সবটুকু নিগড়ে দেওয়াতেই চোখ সুজনের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাসনিম অনন্যার অনুসন্ধানে মহাবিশ্বের চাঞ্চল্যকর রহস্য উন্মোচন

২০২৬ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা–ব্রাজিল?

বিশ্বকাপের গ্রুপ অব ডেথে ফ্রান্স

নুরুদ্দিন অপুর হাত ধরে আ.লীগ নেতার বিএনপিতে যোগদান

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন কোন গ্রুপে কোন দল

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিপক্ষ যারা

রাতে আবার হাসপাতালে গেলেন জুবাইদা রহমান

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ হয়েছে রক্তক্ষরণ

‘বাঁধের মাটি বড় বড় খণ্ড হয়ে ঝুপঝাপ শব্দে ভেঙে পড়ে’

১০

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

১১

দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

১২

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি যাত্রীসেবা

১৩

বিদেশি কোম্পানিকে ইজারা, প্রতিবাদে বিক্ষোভ 

১৪

যুবদল নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৫

দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ১০

১৬

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক সাইফুল হক

১৭

পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই : মঞ্জু

১৮

খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখার জন্য শেখ হাসিনা বেঁচে আছেন : স্বপন

১৯

ভুয়া ফটোকার্ড ও অপপ্রচারের অভিযোগে জিডি করলেন ছাত্রদলের আবিদ-মায়েদ

২০
X